NID Correction Service Power by Catagories । বিভিন্ন ক্যাটাগরি অনুসারে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তি হয়
NIDW Service in Bangladesh – Election Commission – জাতীয় পরিচয়পত্র কত দিনে সংশোধন হবে সেটিও ক্যাটাগরির উপর নির্ভর করে-services nidw gov bd
NIDW – https://services.nidw.gov.bd. This website is government portal which is used for online service to Bangladeshi people. People can seek help to edit NID and anyone can register for new NID. This process help to input miss word or name, Death of birth and other info wrongly submit possibility. নতুন ভোটার আইডি কার্ড কবে দিবে ২০২৩ । জানুয়ারিতেই সকল ভোটারদের খসড়া ভোটার তালিকা
Face and signature input will be physically entered by going Local Election commission offices. After completion of online registration process, one has to collect hard copy and need to go election commission for adding photograph and signature to NID Card. NID Photo Change । জাতীয় পরিচয় পত্র (NID) এর ছবি ও স্বাক্ষর পরিবর্তনের নিয়ম ২০২৩
The National Identity Registration Wing (NIDW) of the Bangladesh Election Commission introduced the Smart National Identity Card in October 2016. This card has an integrated circuit embedded in it and it is also known as a “chip-based card” or “smart NID card” in Bangladesh. Nid Service 202৩। বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড সম্পর্কিত প্রশ্নের উত্তর
কেউ যখন অনলাইনে বা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে তার জাতীয় পরিচয়পত্র সংশোধনের কোনো আবেদন করেন, প্রথমে সেই সংশোধন আবেদনটি ক্যাটাগরি হওয়ার জন্য ঢাকার নির্বাচন কমিশনের NID Wing এর হেড অফিসে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে ডিজিটালি চলে যায়। উক্ত অফিসার প্রতিটি সংশোধন আবেদনের ধরন অনুযায়ী প্রতিটি আবেদনের ক্যাটাগরি করেন এবং প্রতিটি সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য সংস্লিষ্ট অফিসারের কাছে ডিজিটালি প্রেরন করেন। ভোটার আইডি কার্ড ট্রান্সফার করার নিয়ম ২০২৩ । ভোটার স্থানান্তর বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনে করণীয়
“ক” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার, “খ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট জেলা নির্বাচন অফিসার, “গ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট আঞ্চলিক নির্বাচন অফিসার এবং “ঘ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন নির্বাচন কমিশনের NID Wing এর মহাপরিচালক।
National Identity Registration Wing / Bangladesh Election Commission introduced the Smart National Identity Card। ঘ শ্রেণীর ক্যাটাগরি অর্থাৎ সম্পূর্ণ নাম পরিবর্তন করেন মহাপরিচালক। এক্ষেত্রে সময় অনেক বেশী লেগে যেতে পারে।
NID is now very essential thing / National Identity that means ID card is need to all sectors. “ক” শ্রেণীর ক্যাটাগরি যেহেতু উপজেলা অফিস সম্পন্ন করে থাকেন তাই এটির ক্ষেত্রে কম সময় লাগে
Caption: NID Correctin Catagories Full PDF Download
কোন শ্রেণীর সংশোধন কে করবেন চলুন জেনে নেয়া যাক । জাতীয় পরিচয়পত্র সংশোধণ ক্ষমতা ক্যাটাগরি অনুসারে নির্ধারিত হইবে
- ক শ্রেণী- “ক” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার। যেমন, নিজ নামে বানান, আংশিক সংশোধন, পিতা মাতার নাম আংশিক সংশোধন, জন্ম নিবন্ধন পরিবর্তন, মৃত্যুর সাল পরিবর্তন, জন্ম তারিখ সংশোধন, জন্ম স্থান, পেশা ইত্যাদি পরিবর্তন।
- খ শ্রেণী – “খ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট জেলা নির্বাচন অফিসার। যেমন, স্বামীর নাম যোগ বা বিয়োগ, জন্ম তারিখ পরিবর্তন, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন, ধর্ম পরিবর্তন ইত্যাদি।
- গ শ্রেণী – “গ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট আঞ্চলিক নির্বাচন অফিসার। যেমন, সম্পূর্ণ নাম পরিবর্তন, পিতা মাতার সম্পূর্ণ নাম পরিবর্তন, জন্ম তারিখ পরিবর্তন ইত্যাদি।
- ঘ শ্রেণী – “ঘ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন নির্বাচন কমিশনের NID Wing এর মহাপরিচালক। যেমন, নাম সম্পূর্ণ পরিবর্তন, পিতা মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন, জন্ম তারিখ সংশোধন ইত্যাদি
জন্ম তারিখ পরিবর্তনের জন্য কি কি ডকুমেন্ট লাগে?
জন্ম তারিখ পরিবর্তন গ শ্রেণীর সংশোধন পাবলিক পরীক্ষার সনদ অনুযায়ী করা যাবে। তবে চাকুরীর বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, প্রার্থীর বয়স সীমা, বয়স্কভাতা অর্জনের/প্রাপ্তির বয়স সীমা পরিবর্তন হলে গ ক্যাটাগরিতে সম্পন্ন হবে না। এক্ষেত্রে ঘ ক্যাটাগরি প্রযোজ্য হইবে অর্থাৎ মহাপরিচালক পরিবর্তন করতে পারবেন।
ডকুমেন্ট হিসেবে পিইসিই/জে.এসসি/জে.ডিসি/এস.এসসি/সমান সনদ বা এদের রেজিস্ট্রেশন কার্য এর সত্যায়িত অনুলিপি, জন্ম সনদ জমা দিতে হবে। অন্যান্য পেশাজীবীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের পূর্বে প্রণিত পাসপোর্ট কপি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমানের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট এবং এর ভিত্তিতে প্রত্যয়ন, চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ কায়েম/উত্তরাধিকারী সনদ (পরিবারের সকল সদস্যের নাম, পিতা, মাতা ভাই বোনের এনআইডি নম্বর এবং বয়স উল্লেখসহ) পেনশন/অবসর ভাতা বহির সত্যায়িত ফটোকপি, পেনশনভোগী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট হতে ইস্যু নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন, মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধার সনদ এবং মুক্তিযোদ্ধ হিসেবে প্রাপ্ত বিভিন্ন ভাতাদির প্রমাণপত্র দাখিল, মাঠ পর্যাায়ে তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রমাণাদি দাখিল করতে হবে।
বি:দ্র: এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। সকল ধরনের সংশোধন উপজেলা নির্বাচন কমিশন করতে পারে না। এক্ষেত্রে জেলা ও বিভাগীয় ক্ষেত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: জন্ম তারিখ কি উপজেলা নির্বাচন কমিশনার নিজে সংশোধন করতে পারে?
উত্তর: না। আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস সংশোধন করার ক্ষমতা রাখেন।
প্রশ্ন: জাতীয় পরিচয়পত্রে নিজের নামের বানান সংশোধন কে করেন?
উত্তর: উপজেলা নির্বাচন কমিশনারই সংশোধন করতে পারেন।
https://technicalalamin.com/nid-card-registration/