New Driving License Fee bd । ড্রাইভিং লাইসেন্স নতুন ফি পুন:নির্ধারণ করা হয়েছে
ড্রাইভিং লাইসেন্স ফি কত – অনলাইন ড্রাইভিং লাইসেন্স ফি পুন: নির্ধারণ করা হয়েছে– লাইসেন্স ফি প্রায় ৬০% বৃদ্ধি করা হয়েছে- Driving License New Fee 2024
Driving License New Fee 2024 – বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এগুলোকে সাধারণ দু’ভাবে ভাগ করা যেতে পারে-পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশ সরকার নতুন বছর হতেই যানবাহন রেজিস্ট্রেশন ফি ও ড্রাইভিং লাইসেন্স ফি পুন: নির্ধারণ করেছে। সড়ক পরিবহণ বিধিমালা ২০২৩ | ড্রাইভিং, যানবাহন নিবন্ধনসহ বিভিন্ন প্রকার ফি বৃদ্ধি করা হয়েছে
নতুন ড্রাইভিং লাইসেন্স করা ছাড়াও বর্তমান বা Existing License নবায়নের প্রয়োজন পড়ে। আপনি নতুন ড্রাইভিং লাইসেন্স করা বা নবায়ন করার আবেদন এখন ঘরে বসেই সেড়ে নিতে পারে পারেন এ বিষয়ে আমরা পরবর্তী পোস্টে বিস্তারিত জানবো। আজ শুধুমাত্র বিভিন্ন ধরনের ফি সম্পর্কে জানবো।
প্রথমে আপনি www.brta.gov.bd তে একটি ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করুন এবং সেখানে থেকে ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। যদিও এই ওয়েবসাইটে অন্যান্য পেইজ হতেও আপনি বিস্তারিত জানতে পারবেন। আসুন আমরা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এক শ্রেণীর ফি সম্পর্কে জেনে নেই। মাত্র ৫১৮ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে আপনি খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করে ফেলতে পারেন।
ড্রাইভিং লাইসেন্স চেক পদ্ধতি / ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি কত?
ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মূল ফি’র সাথে প্রতি বছর গুনতে হবে ৫১৮ টাকা ভ্যাট সহ। যাদের পূর্বের ফি বাবদ ২৫৪২ টাকা জমা করা আছে তাদেরকেও নতুন ভ্যাট সহ ৪৫৫৭ টাকার ফিসের বাকি টাকা প্রদান করতে হবে।
Caption: ড্রাইভিং লাইসেন্স ফি । ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি।
এক নজরে লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ফি দেখুন। ১৫% ভ্যাট প্রতিক্ষেত্রে প্রযোজ্য হইবে
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নতুন পরীক্ষায় পাশের পর কত লাগে?
নতুন ড্রাইভিং লাইসেন্স করতে ব্যাংকে আপনাকে জমা দিতে হবে ৪৫৫৭ টাকা ভ্যাট সহ। তারমানে প্রথমে আপনাকে ৫১৮ টাকা ব্যয় করে অনলাইনে আবেদন সারতে হবে এবং পরবর্তীতে ৪১৫২ টাকা ভ্যাট সহ ব্যাংকে জমা দিতে হবে। তাই কোন দালাল ধরে নয় যদি আপনার স্কিল থাকে তবে আপনি সঠিক পন্থায় এবং খুব কম অর্থ ব্যয় করে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজ সেড়ে নিতে পারেন।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা তা কিভাবে চেক করবো?
ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং এর আপডেট জানতে আপনার মােবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DL <স্পেস> রেফারেন্স নং-XXXXXXXXXXX লিখে ২৬৯৬৯ নম্বরে সেন্ড করুন। উদাহরণ: DL <SPACE>DS123456NP SEND-26969 অনলাইনে আবেদন করতে লগইন করুন: https://bsp.brta.gov.bd