ibas++ Increment 2024 । আপনার বার্ষিক বেতন বৃদ্ধি কত দেখে নিন
Pay Fixation 2024 কিভাবে করবেন- অনলাইনে বেতন নির্ধারণ দেখুন – How to get increment verification number – Annual Incement
বার্ষিক বেতন বৃদ্ধি– বার্ষিক বেতন বৃদ্ধি কত হয়েছে তা দেখতে হলে আপনাকে প্রথমেই ভেরিফিকেশন নম্বর, এনআইডি এবং মোবাইল নম্বর লাগবে। সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বর বা মোবাইল ফোন লাগবে।
যেভাবে দেখবেন ইনক্রিমেন্ট লেগেছে কি না– Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে >পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code>5352>Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট >Click GO>Increment Sheet>Go bellow to See Basic.
প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ জুলাই বেতন বৃদ্ধি পেয়ে থাকে। অনলাইনে পে ফিক্সেশন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। পূর্ব নির্ধারিত ধাপের ভিত্তিতে ৫ শতাংশ হারে বা মূল বেতন বা স্কেল অনুসারে সাজানো স্টেজ অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। ঘরে বসেই অনলাইনে দেখে নেওয়া যায় ইনক্রিমেন্ট লেগেছে কি না।
আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন হতে ইনক্রিমেন্ট দেখে নিতে পারেন। এজন্য আপনার এনআইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর প্রয়োজন পড়বে। আবশ্যিকভাবে আপনার পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বরটি একটিভ থাকতে হবে।
পে ফিক্সেশনের আপনার বেতন পরিবর্তন হলে আইবাস++ এ অটোপরিবর্তন হওয়ার কথা কিন্তু আপনাকে প্রতিটি ইনক্রিমেন্ট Master Data>Employee Salary Information এ এনআইডি ব্যবহার করে ঢুকে আপডেট করতে হবে। তাই ইনক্রিমেন্ট লাগছে কিনা তা পরীক্ষা করে আইবাস++ এ বেতন ভাতাদি আপডেট করতে হবে। শুধু বেসিক নয়, বাড়ি ভাড়াও আপডেট করতে হবে। Ibas++>Master Data>Salary Information>NID>Basic and House rent> Edit>Update>next and Save ব্যাস হয়ে গেলো Salary info update.
ইনক্রিমেন্ট কপি কি হিসাবরক্ষণ অফিসে নিয়ে প্রতিপাদন করাতে হবে? অবশ্যই না। এটি হিসাবরক্ষণ অফিসই এন্ট্রি দিয়েছে তাই প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি এন্ট্রি বা সার্ভিস বুকে এন্ট্রির জন্য হিসাবরক্ষণ অফিসে খতিয়ান বহি প্রেরণের প্রয়োজন নেই। ইনক্রিমেন্ট প্রতিপাদন অফিস প্রধান কর্তৃক করা হয় এবং ইনক্রিমেন্ট কপি সার্ভিস বুকে এটাচ করে রাখলেই চলবে। How to find out the pay fixation verification code.পে ফিক্সেশন ভেরিফিকেশক কোড কিভাবে বের করা যায়।
how to check annual increment? । বার্ষিক ইনক্রিমেন্ট বের করবেন যেভাবে। How to find increment শীট বা কপি
আপনার ইনক্রিমেন্ট শিটে পদবী ঠিক মত না দেখালে আপনি হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে পদবী ঠিক করে নিন। ইনক্রিমেন্ট শিট ফাঁকা দেখালে বুঝতে হবে ইনক্রিমেন্ট এন্ট্রি মিস হয়েছে আপনি নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে ইনক্রিমেন্ট যুক্ত করে নিন।
Caption: Check Your Basic salary by next stage of Pay scale 2015
বার্ষিক বেতন বৃদ্ধির শীট অনলাইন হতে বের করবেন যেভাবে। ফিক্সেশন ভেরিফিকেশক কোড অনলাইন থেকেই রিকোভার করা যায়।
- http://www.payfixation.gov.bd
- Next পবরর্তী
- টিক দিন Next পরবর্তী করুন
- ইনক্রিমেন্ট ক্লিক Increment Click
- বেসামরিক Civilian
- পেছনে যান
- NID Number জাতীয় পরিচয়পত্র নম্বর দিন
- Verification Number (এটি ২০১৫ সালে পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর, সার্ভিস বুক বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট কপিতে আছে) Forget Verification No এ ক্লিক করেও বের করতে পারবেন।
- Captch Entry
- Login
- Verification Code (মোবাইলে যাওয়া ওটিপি দিন)
- ওটিপি দিয়ে Validate করুন
- Select Year of increment
- Go Click করলেই সব তথ্য দেখাবে।
- প্রিন্ট আইকনে চাপ দিয়ে প্রিন্ট করুন।
সবারই তো অটো ইনক্রিমেন্ট লাগে তাহলে এটি চেক করার প্রয়োজন আছে কি??
জি চেক করবেন –অটোমেটিক লাগলেও অটোমেটিক বিষয়টি যেমন সহজতর ঠিক তেমনি কিছুটা জটিলও। অনেক ক্ষেত্রেই দেখা যায় ১০০ কর্মচারীর মধ্যে ২ বা ৩ জনের ক্ষেত্রে অটোমেটিক বিষয়টি কাজ করেনি এটি সার্ভার স্লো বা মাস্টার ডাটায় সমস্যা থাকলেও হতে পারে। তাই প্রতিবারই আপনি ইনক্রিমেন্ট এন্ট্রি চেক করুন এবং সার্ভিস বুকে এন্ট্রি নিশ্চিত করুন।
নিজের টা নিজে করা যাবে?
অবশ্যই।
Pingback: Ibas++ & Cafopfm Updating । আইবাস++ ফিচার সীমিতকরণ ও জিপিএফ ওয়েবসাইট কাজ করছে না - Tricksboss