মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ ২০২৪ । জরিমানা ছাড়া ছাড়া ফিটনেস ও লাইসেন্স নবায়ন করা যাবে কি? - Technical Alamin
BRTA Information

মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ ২০২৪ । জরিমানা ছাড়া ছাড়া ফিটনেস ও লাইসেন্স নবায়ন করা যাবে কি?

সরকারি জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স এবং ড্রাইভং লাইসেন্স হালনাগাদ এর সুযোগ দিয়েছে-মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ ২০২৪

ড্রাইভিং লাইসেন্স কি? ড্রাইভিং লাইসেন্স হলো একটি সরকারি নথি যা একজন ব্যক্তিকে জনসাধারণের রাস্তায় নির্দিষ্ট ধরণের যানবাহন চালানোর অনুমতি দেয়। এটি চালকের অনুমতিপত্র বা চালানার অনুমতিপত্র নামেও পরিচিত। বাংলাদেশে, ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে নিরাপত্তা ও পরিবহন কর্তৃপক্ষ (BRTA)। মোটরযান চালানোর আইনি কর্তৃপত্র প্রদান করে। যানবাহন বীমা করার জন্য প্রয়োজন। যানবাহন নিবন্ধনের জন্য প্রয়োজন। পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাওয়া যায়? ড্রাইভিং লাইসেন্স পেতে, আপনাকে BRTA-এর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে: লার্নার লাইসেন্সের জন্য আবেদন করা: লার্নার লাইসেন্স পেতে, আপনাকে BRTA ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর, আপনাকে একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা: লার্নার লাইসেন্স ইস্যু হওয়ার ৩ মাস পর, আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য, আপনাকে BRTA-এর নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

জরিমানা ছাড়া কত তারিখ পর্যন্ত লাইসেন্স নবায়ন করা যাবে? অর্থ বিভাগের ০১-১২-২০২৪ তারিখের ০৭.০০.০০০০.১৪৩.৫০.০০৩.২২-২৯১ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১-১২-২০২৪ তারিখ পর্যন্ত সর্বশেষবারের মত বৃদ্ধি করা হয়েছে।

গাড়ি এবং ব্যক্তিগত লাইসেন্স নবায়ন করা যাবে জরিমানা ছাড়াই/সীমিত সময়ের জন্য এটি কার্যকর রয়েছে

শুরুতে ৫০০০ টাকা জরিমানা করা হলেও ডাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান ও গণপরিবহন চালনা বিধি নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, জরিমানা অনধিক ২৫ হাজার টাকা এবং অনধিক ৬ মাস কারাদন্ড হতে পারে।

 

Caption: Online Portal

সড়ক পরিবহন আইন ২০১৮ । কোন অপরাধে কি শাস্তি হবে?

  1. লাইসেন্স ছাড়া গাড়ি – সর্বোচ্চ ২৫০০০ টাকা বা ৬ মাস জেল
  2. ভুয়া লাইসেন্স- ১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছর জেল
  3. রেজিষ্টেশনবিহীন গাড়ি- সর্বোচ্চ ৫০০০০ টাকা বা ৬ মাস জেল
  4. ফিটনেসবিহীন গাড়ি-  সর্বোচ্চ ২৫০০০ টাকা বা ৬ মাস জেল
  5. ট্রাফিক সংকেত অমান্য- সর্বোচ্চ ১০০০০ টাকা জরিমানা
  6. অতিরিক্ত গতিতে চালালে- সর্বোচ্চ ১০০০০ টাকা জরিমানা
  7. অবৈধ পার্কিং- সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা
  8. উল্টো পথে চালালে- সর্বোচ্চ ১০০০০ টাকা জরিমানা
  9. হেলমেট না থাকলে- সর্বোচ্চ ১০০০০ টাকা জরিমানা
  10. যততত্র রাস্তা পারাপার- সর্বোচ্চ ১০০০০ টাকা জরিমানা
  11. সিটবেল্ট না বাঁধলে- সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা
  12. চালক ফোনে কথা বললে– সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা

ইস্যুরেন্স না করা থাকলে কি এখন জরিমানা হয়?

না। ধারা-১৫৩: এ ধারায় বলা হয়েছে যে, লাইসেন্স ব্যতিত কিংবা প্রবিধান লংঘণ পূর্বক গাড়িতে এজেন্ট বা ক্যানভাসার নিয়োজিত থাকিলে-জরিমানা হবে ১৫০/-টাকা মাত্র। ধারা-১৫৪:  যানবাহনের ওজন, মালসহ ওজন, নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত থাকিলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র। ধারা-১৫৫: এ ধারায় বলা হয়েছে যে, ইন্সুরেন্স সার্টিফিকেট না থাকিলে, ইন্সুরেন্স সার্টিফিকেটে মেয়াদ শেষ হইলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র।

https://bdservicerules.info/fine-for-no-driving-licence-bd-%E0%A5%A4-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%8F/

One thought on “মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ ২০২৪ । জরিমানা ছাড়া ছাড়া ফিটনেস ও লাইসেন্স নবায়ন করা যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *