DL Check Online bd । ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে
DL Check by online – you can check your Driving licence status by online portal inputing your Ref No and Date of Birth – DL Check Online 2024
ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে – ছবি তুলে এসেছে এবং ফিঙ্গারও দিয়েছেন বেশ কিছু দিন হয়ে গেল কিন্তু ড্রাইভিং লাইসেন্স মেসেজ আসে না। আপনার আবেদনের কি অবস্থা সেটিও আপনি জানেন না। অনলাইনে মোবাইল বা কম্পিউটার দিয়েই আপনার আবেদনের অবস্থা বা আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি কিনা তা অনলাইনে চেক করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স চেক 2024 । অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪
DL Check নামে প্লে স্টোরে একটি অ্যাপ রয়েছে কিন্তু ঠিক ঠাক কাজ করে না। রেফারেন্স নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়েও সার্ভারের সাথে কানেক্ট করা যায় না। তাই আপনি মেসেজ দিয়েও চেস্টা করেছেন কিন্তু ফিরতি মেসেজ আসে না। মোট কথা অ্যাপ এবং মেসেজ দু’ভাবেই ট্রাই করেছেন কিন্তু লাইসেন্স রেডি কি রেডি না সেটি জানতে পারছেন না। আজ আমি দেখাবে কিভাবে অনলাইনে কোন অ্যাপ বা মেসেজ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করা যায়। DL checker online । ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ২০২৩
প্রথমে আপনি বিআরটিএ’র তথ্য সম্ভার ওয়েবসাইটটি ভিজিট করুন: my.brta.gov.bd/dl_status.php । সাইটটিতে আপনি আপনার ছবি ও ফিঙ্গার দেয়ার সময়কার কাগজটিতে লেখা DL Ref No. নম্বরটি ইংরেজীতে লিখুন এবং জন্ম তারিখ ইংরেজীতে লিখুন। অতপর আপনি Submit বাটতে ক্লিক করুন। ব্যাস ড্রাইভিং লাইসেন্স কি অবস্থায় আছে দেখতে পাবেন। প্রিন্ট হয়েছে কিনা, তথ্য ঘাটতি রয়েছে কিনা বা প্রিন্ট এখনও হয়নি কিনা তা জানতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স চেক । রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৪
DL Check Online portal of BRTA । ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে
ড্রাইভিং লাইসেন্স রেডি এ সংক্রান্ত মেসেজ পাওয়ার আরও ১ থেকে ২ সপ্তাহ পরে লাইসেন্স সংগ্রহ করতে যাবেন।
Caption: sms by BRTA
Driving Licence Ready or Not? ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে
- First Visit http://my.brta.gov.bd/dl_status.php
- Input your DL Ref No.
- Input Your Date of Birth
- Double Check the two information
- Click Submit
- done
বাটন মোবইল থেকে এসএমএস দিয়ে কি ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা চেক করা যায় কি?
হ্যাঁ যায়। মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার সিস্টেমটি আবার চালু করা হয়ছে। বর্তমানে DL লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জনানো হবে। ডিজিটাল নাম্বার প্লেট তৈরি হওয়ার তথ্য জানার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে বড় হাতের অক্ষরে NP লিখে ২৬৯৬৯-এ SMS করুন।
BRTA DL Checker 2024 । অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করা যায় কি?