Sonali Bank QR Code Transaction 2025 । কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার সহজ কিভাবে?
সোনালী ব্যাংক লেনদেনে আধুনিকতায় আনতে নতুন প্রযুক্তিতে যুক্ত হল – কিউআর কোড স্ক্যান করে সোনালী ই ওয়ালেট থেকে লেনদেন করা যাবে– Sonali Bank QR Code Payment 2025
বিকাশের মতই কি পেমেন্ট করা যাবে? – হ্যাঁ। কেনা কাটার ক্ষেত্রে বিকাশ ওয়ালেট থেকে পেমেন্ট করা যায়। ঠিক একইভাবে দোকানে থাকা বারকোড স্ক্যান করে সোনালী ই ওয়ালেট থেকেই পেমেন্ট করা যাবে। সোনালী ব্যাংক পেমেন্ট কোড স্ক্যান করলেই বিক্রেতার দোকানের নাম ও মোবাইল নম্বর ভেসে উঠবে। গ্রাহকের একাউন্ট হতে দোকানীর ব্যাংক একাউন্টে লেনদেন হবে খুব সহজেই।
কিউআর কোড পেমেন্ট চালু হয়েছে কি? QR scan করে,এখনো আপনি একজন আরেকজনকে টাকা সেন্ড করতে পারবেন। তবে, Cash out এর জন্য দু-একদিন অপেক্ষা করতে হবে। অচিরেই চালু হচ্ছে। এবার ওয়ালেট থেকে ওয়ালেটে লেনদেন করলেই ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন সম্পন্ন হবে। সোনালী ই ওয়ালেট ও সোনালী পেমেন্ট বার কোড ব্যাংকিং আরও সহজ করে তুলছে। মার্চেন্ট বা দোকানি তার ব্যাংক হিসাবে সরাসরি অর্থ গ্রহণ করতে পারবেন। Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে।
সোনালী ব্যাংক ই ওয়ালেট কি? এটি একটি স্মার্টফোন অ্যাপ। সোনালী ই ওয়ালেটের মাধ্যমে সোনালী ব্যাংক হতে যে কোন ব্যাংকে অর্থ ট্রান্সফার করা যায়। অর্থ লেনদেনের ক্ষেত্রে চেক, ক্যাশ ছাড়াও পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, ব্যাংক ড্রাফট ইত্যাদি মাধ্যমে রয়েছে। কিন্তু সোনালী ব্যাংক এর সোনালী অ্যাপ ব্যবহার করে আপনি মুহুর্তেই ঘরে বসেই এক ব্যাংক হতে অন্য ব্যাংকে অর্থ ট্রান্সফার করতে পারবেন কোন রকম চার্জ ছাড়াই। Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে
বিকাশ, রকেট, ভিসা কার্ডের মত সোনালী ই ওয়ালেট ব্যবহার করেও পেমেন্ট করা যাবে / লেনদেনকে সহজ করতে সোনালী ব্যাংক Barcode Payment সিস্টেম
সোনালী ই-ওয়ালেট একটি সুরক্ষিত অ্যাপ। অ্যাপটির জন্য আপনার পিন নম্বরটি দুটি পর্যায়ে প্রয়োজন requires লগইনের জন্য প্রথম এবং দ্বিতীয়, প্রতিটি লেনদেনের জন্য আপনাকে পিন নম্বর সরবরাহ করতে হবে। লেনদেনের উদ্দেশ্যে আপনার পিন নম্বর সহ ওটিপিও দরকার।
Caption: Process of Sonali E wallet Payment
সোনালী ব্যাংক ই ওয়ালেট অ্যাপ হতে পেমেন্ট করার নিয়ম ২০২৫ । যেভাবে আপনি বারকোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন
- সোনালী ব্যাংক ই ওয়ালেট এ পিন কোড ব্যবহার করে প্রবেশ করুন।
- অ্যাপে বারকোড স্ক্যানার চিহ্নিত অংশে ট্যাপ করুন।
- দোকানদারের বা পেমেন্ট গ্রহণকারীর সোনালী ব্যাংক Bar Code টির সামনে মোবাইল ক্যামেরাটি ধরুন।
- বারকোড স্ক্যান হয়ে বিক্রেতা বা পেমেন্ট গ্রহণকারীর নাম ও মোবাইল নম্বর দেখাবে।
- আপনি নাম ও মোবাইল নম্বর মিলিয়ে নিশ্চিত হউন।
- এমাউন্ট লিখন এবং Next এ ট্যাপ করুন।
- পিন দিয়ে Submit করুন।
- Payment Done
সুপার শপেও কি ই ওয়ালেট থেকে লেনদেন করা যাবে?
হ্যাঁ যাবে। QR Code ব্যবহার করে ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট করা যাবে। এছাড়াও প্রত্যেক সোনালী ই-ওয়ালেটে একটি করে QR Code দেওয়া হয়েছে যারা দোকানদার বা ব্যবসায়ী তারা এটা দোকানে ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য। এছাড়াও সকল শপিং মল ও সরকারি বেসরকারি সার্ভিসে বিকাশ, ভিসার পাশাপাশি সোনালী ই ওয়ালেটের মাধ্যমেও পেমেন্টের ব্যবস্থা থাাকবে।
কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার সহজ ধাপ- এই স্মার্ট সুবিধাটি পেতে হলে আপনার প্রথমে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপটি রেজিস্ট্রার করা থাকতে হবে। এরপর ধাপে ধাপে এই প্রক্রিয়া অনুসরণ করুন:
১. ওয়ালেটে টাকা যোগ করা: প্রথমে আপনার সোনালী ই-ওয়ালেট অ্যাপে লগইন করুন। এরপর ‘Add Money’ অপশনে গিয়ে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান, তা লিখুন। ওয়ালেটের পিন দিয়ে সাবমিট করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আপনার ওয়ালেট ব্যালেন্সে চলে আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ ওয়ালেট ব্যালেন্স না থাকলে আপনি কিউআর স্ক্যান করে টাকা তুলতে পারবেন না।
২. কিউআর কোড স্ক্যান করা: এরপর ব্যাংকের যে শাখায় কিউআর কোড আছে, সেখানে যান। আপনার অ্যাপের নিচের দিকে মাঝ বরাবর থাকা কিউআর অপশনে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করুন।
৩. তথ্য পূরণ করা: স্ক্যান করার পর একটি নতুন পেজ আসবে। সেখানে ‘Amount’ ঘরে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান, তা আবার লিখুন। ‘Reference’ অপশনে আপনার নাম বা অন্য কোনো তথ্য লিখতে পারেন। এরপর ওয়ালেটের পিন দিয়ে ‘Confirm’ করুন।
৪. টোকেন সংগ্রহ এবং টাকা তোলা: সবকিছু ঠিকঠাক থাকলে আপনার স্ক্রিনে একটি টোকেন নম্বর আসবে। এই টোকেন নম্বরটি নিয়ে ব্যাংকের নির্দিষ্ট কাউন্টারে গেলে তারা আপনাকে টাকা তুলে দেবে।
এই পদ্ধতিতে টাকা তোলার সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যেকোনো শাখা থেকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টাকা তুলতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে এবং ব্যাংকিং লেনদেন হবে আরও দ্রুত ও ঝামেলামুক্ত।
Sonali Bank e wallet । সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?