অধ্যক্ষ বদলি নির্দেশনা ২০২৩ । বিসিএস কর্মকর্তাদের বদলি ৩০/১২/২০২৩ তারিখের মধ্যে ইমেইলে আবেদন করতে হবে?
বিসিএস ক্যাডার কর্মকর্তাদেরও অনলাইনে বদলির জন্য আবেদন করতে হবে-হার্ড কপিতে আবেদন গ্রহণ করা হবে না–অধ্যক্ষ বদলি নির্দেশনা ২০২৩
অধ্যক্ষ বদলী আবেদন নিষ্পত্তি কি? বদলির জন্য প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই এবং সুপারিশ প্রণয়নের জন্য কমিটি থাকবে। এই কমিটি প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সঠিকভাবে পেশকৃত আবেদনসমূহ বিবেচনা করে বদলি/পদায়নের সুপারিশ প্রণয়ন করবে। বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণকে বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থা/প্রকল্পে বদলি/পদায়নসহ বিভিন্ন প্রশাসনিক পদে ও ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহরে সকল পর্যায়ের শিক্ষক বদলি/পদায়ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিম্ন বর্ণিত কমিটির সুপারিশের আলোকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
বি. সি. এস. (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের “সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০” অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে মর্মে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা-২০২০-এ উল্লেখ রয়েছে।
বি. সি. এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীগণকে ২০/১০/২০২৩ তারিখ হতে ৩১/১০/২০২৩ তারিখ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ প্রদান করা হয়েছে। উক্ত আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণ ৩১/১০/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বদলির আবেদন লিংক: http://emis.gov.bd/emis
অনলাইনে শিক্ষক বদলি আবেদন গ্রহন করা হবে / অধ্যক্ষ বদলির ক্ষেত্রে অনলাইন পদ্ধতি অবলম্বন করা হবে
বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থা/প্রকল্পে পদায়নের জন্য আগ্রহী কর্মকর্তাগণের নিকট থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীকে অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হবে। চাহিদার ভিত্তিতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট/প্রয়োজনীয় কাগজ-পত্রাদি সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন কোনভাবেই বিবেচনা করা হবে না। প্রকল্প পরিচালক/উপ প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা বিভাগের নির্দেশনা অনুসরণ করা হবে।
Caption: Source of information
অধ্যক্ষ বদলি নীতিমালা ২০২০ । আবেদনের পদ্ধতি ও শর্তাবলি দেখে নিন
- অনুচ্ছেদ ৩.০ এর সিডিউল অনুযায়ী নির্ধারিত মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। আবেদনের সাথে সংশ্লিষ্ট/প্রয়োজনীয় কাগজ-পত্রাদি সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (www.shed.gov.bd অথবা www.dshe.gov.bd এর নির্ধারিত লিংক)ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত/পেশকৃত আবেদন বিবেচনা করা হবে না;
আবেদনকারীকে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হবে। - ক) নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ চাকরি দু’বছর পূর্ণ হওয়ার পূর্বে বদলির জন্য আবেদন করতে পারবেন না;
- খ) অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ একই কর্মস্থলে ০৩(তিন) বছর পূর্ণ হওয়ার পূর্বে অন্যত্র বদলির জন্য আবেদন করতে পারবেন না;
- গ) তবে কোন গুরুতর শারীরিক/মানসিক/পারিবারিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে ৩ (তিন) বছর পূর্ণ হবার পূর্বেও আবেদন করা যাবে। যৌক্তিকতা সাপেক্ষে আবেদন বিবেচনার এখতিয়ার সরকারের থাকবে।
- স্বামী-স্ত্রী উভয়ে চাকরিজীবী হলে স্বামী বা স্ত্রী’র কর্মস্থলে/নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানে বদলি/পদায়নের জন্য আবেদন করা যাবে। তবে যেহেতু এ ধরনের কর্মকর্তার সংখ্যা অনেক, সেক্ষেত্রে শিক্ষা সেবা প্রাপ্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে;
- অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে কোন কর্মকর্তা/শিক্ষক তার সুবিধামত স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত আবেদন বিবেচনা করা যাবে;
- অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না;
- উভয় শিক্ষক/কর্মকর্তার সুবিধা হয় এমন পারস্পরিক বদলির ক্ষেত্রে উভয়ের সম্মতিতে আবেদন করলে বিবেচনা করা হবে;
- কোন শিক্ষা প্রতিষ্ঠানে এক বিষয়ে একজন মাত্র শিক্ষক একাধারে ০৩(তিন) বছর পূর্ণ হলেও বিকল্প শিক্ষক পদায়ন সাপেক্ষে তাঁর বদলির বিষয়টি বিবেচ্য হবে।
একই কলেজে সবোচ্চ কত দিন কর্মরত থাকা যাবে?
৫.২ অনুচ্ছেদে বর্ণিত কমিটি প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের পদায়নের জন্য সুপারিশ করবে; কোন কর্মকর্তা দপ্তর/অধিদপ্তর/সংস্থায় একাধিক্রমে ০৩ (তিন) বছরের বেশী কর্মরত থাকতে পারবেন না। তবে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তার ক্ষেত্রে প্রকল্পের বাস্তবায়নকাল পর্যন্ত বিবেচ্য হবে। কোন কর্মকর্তাকে একটি দপ্তর/অধিদপ্তর/সংস্থা/প্রকল্প থেকে বদলি করে অন্য কোন দপ্তর/অধিদপ্তর/সংস্থা/প্রকল্পে সরাসরি বদলি করা যাবে না। মধ্যবর্তী সময়ে তাকে কোন কলেজে ন্যূনতম ০৩(তিন) বছর শিক্ষকতা করতে হবে। একজন কর্মকর্তা সমগ্র চাকরি জীবনে ০৬ (ছয়) বছরের বেশী দপ্তর/অধিদপ্তর/সংস্থা/প্রকল্পে কর্মরত থাকতে পারবেন না।
সরকারি প্রাথমিকের শিক্ষক বদলি ২০২৩ । একই জেলার মধ্যে আন্তঃ উপজেলা/থানা বদলি নির্দেশনা