Prize Bond Result Checker 2025 । ব্যাংক প্রাইজবন্ড ড্র হলেই ফলাফল ফ্রিতে চেক করে দিবে? - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

Prize Bond Result Checker 2025 । ব্যাংক প্রাইজবন্ড ড্র হলেই ফলাফল ফ্রিতে চেক করে দিবে?

Prachurja.com Free and Paid Service Provider– Only 5 Entry is free, More Entry Required Paid Service– Prize Bond Result Checker 2025

প্রাইজবন্ড আপনার, ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের? – প্রাচুর্য ডট কম একটি অটোমেটেড সিস্টেমে প্রাইজবন্ড চেকার হিসেবে কাজ করবে। এখানে যে কোন বাংলাদেশী জনগন তার প্রাইজবন্ডের নাম্বার সংরক্ষণ করতে পারবেন। ২০ বছর পূর্বের যেকোন “ড্র”র ফলাফলের সাথে নিজের প্রাইজবন্ডের নাম্বার মিলিয়ে দেখা যাবে। বিজয়ী হলে এস.এম.এস ও ই-মেইল এর মাধ্যমে জানা যাবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসাধারণকে সেবা প্রদানের মাধ্যমে সরকারের একটি অন্যতম সেক্টর প্রাইজবন্ড এর সুফল সবার মাঝে পৌঁছে দেয়া হয়।

পুরস্কার পেলে বাংলাদেশ ব্যাংক কি বিজয়ীকে খুঁজে? না। প্রতি বছর অনেক পুরস্কার শুধু দাবী না করার কারণে বাজেয়াপ্ত হয়। ব্যাংক দাবী বিহীন এসব পুরস্কার বাজেয়াপ্ত হিসেবে ঘোষণা করে থাকে। প্রাইজবন্ড চেক করার দায়িত্ব যদি আপনি প্রাচুর্য ডট কম কে দিন তবে তারা এসব প্রতিবার চেক করবে এবং আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যদি আপনি পুরস্কার পেয়ে থাকেন। বিগত ৫ বছর ধরে বিশ্বস্ততার সাথে প্রাচুর্য ডট কম এসব কাজ করে আসছে। আপনি পেইড সার্ভিসের মাধ্যমে আপনার অসংখ্য প্রাইজবন্ড এন্ট্রি করে নিশ্চিন্ত থাকতে থাকতে পারেন।

ড্যাসবোর্ডে লগিন করে ফল জানা যাবে? হ্যাঁ। কর্তৃপক্ষ আপনাকে ফলাফল চেক করে রেজাল্ট জানিয়ে দিবে তবে আপনি আপনার প্রোফাইলে বা ড্যাশবোর্ডে লগিন করেও আপনার ফলাফল জানতে পারবেন। এছাড়াই আপনি আপনার পেইড সার্ভিসের মেয়াদ বা সেল করা প্রাইজবন্ড ডিলিট বা তথ্য সংশোধন বা আপডেট করতে পারেন মুহুর্তেই।

টাকা দিয়ে কি এই সার্ভিস কেউ নেয়? / অবশ্যই ১ লক্ষ গ্রাহকের মধ্যে প্রায় ২০ হাজার গ্রাহক পেইড সার্ভিস ইতোমধ্যে গ্রহন করেছে

ফ্রি সার্ভিসে মাত্র ৫টি প্রাইজবন্ড এন্ট্রি করতে পারবেন। পেইড বা টাকা দিয়ে সার্ভিস আপনার চাহিদামত নিতে পারেন।

Caption: Register Now

Prize Bond Entry System 2025 । প্রাইজবন্ড নাম্বার এন্ট্রি করার নিয়ম কি? Bangladesh

  1. প্রথমে যেকোন ব্রাউজার থেকে Prachurja.com ওয়েবসাইট টি ব্রাউজ করুন এবং
  2. Registration অপশন সিলেক্ট করুন।
  3. আপনার নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  4. আপনার প্রয়োজন মত বেছে নিন যেকোন একটি প্যাকেজ।
  5. আপনি চাইলে পরবর্তীতে প্যাকেজ আপগ্রেড করতে পারবেন।
  6. সেক্ষেত্রে নতুন প্যাকেজের মূল্য থেকে পূর্বের প্যাকেজের মূল্য বাদ দিয়ে সমন্বয় করা হবে।
  7. Add Prizebond অপশন সিলেক্ট করে আপনার প্রাইজবন্ডগুলোর নাম্বার এন্ট্রি করুন।

কি করলে প্রাইজবন্ড পাবো?

প্রতি ১০ লাখ প্রাইজবন্ডের মধ্যে বিজয়ী হয় মাত্র ৪৬টি নাম্বার, অন্যভাবে বলতে গেলে প্রতি ২১,৭৩৯টি’র মধ্যে ১টি নাম্বার বা ০.০০৪৬% । প্রমানীত সত্য যে প্রাইজবন্ড যত বেশী সংখ্যক থাকবে তার বিজয়ী হবার সম্ভবনা তত বেড়ে যাবে। ড্র অনুষ্টিত হবার ২ বছর পর পযর্ন্ত পুরস্কারের টাকা দাবি করা যায়।

কিভাবে ফ্রিতে প্রাইজবন্ড চেক করবেন সহজে?

প্রথমে নিচের লিংকে প্রবেশ করবেন। তারপরে অক্ষর বাদ দিয়ে ইংরেজিতে ৭ সংখ্যার নাম্বারটা লিখবেন সার্চ আইকনে ক্লিক করবেন। বিগত দুই বছরের ভিতর আপনি বিজয়ী হলে সেখানে দেখাবে। আপনার যদি একের অধিক নাম্বার থাকে তাহলে একটার পরে আরেকটা নাম্বার লিখবেন। প্রেস দিবেন না শুধু কমা ব্যবহার করবেন। যেমন 0123456,0789012,0233455 এইভাবে লিখবেন।

Search PriceBond Number Check Here

প্রাচুর্য অটোমেটেড চেকিং সিস্টেম ২০২৪ । প্রাইজবন্ড আমার, ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব কেউ নিবে?প্রাইজবন্ড ড্র ২০২৪ । Prize Bond Draw result in BangladeshPrize bond Draw 202৪ । প্রাইজবন্ড ড্র ফলাফল ১১৩ তম দেখে নিন

 

One thought on “Prize Bond Result Checker 2025 । ব্যাংক প্রাইজবন্ড ড্র হলেই ফলাফল ফ্রিতে চেক করে দিবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *