ডিসকভার বাইক ১ম সার্ভিসিং – বাইক মূলত কতদিন লাস্টিং করবে বা মাইলেজ ভাল দিবে সেটি নির্ভর করে বাইক ঠিকমত ও সময়মত সার্ভিস করছেন কিনা তার উপর। এটি বাইক মেইনটেইন্যান্স বাইক-কে দীর্ঘ ব্যবহারযোগ্য করে তোলে। আপনার বাইক থেকে ভাল সেবা পেতে আপনাকে সার্ভিস ম্যানুয়াল অনুসারে বাইকটি সার্ভিস বা রক্ষণাবেক্ষণ করতে হবে। বাইকের ১ম ফ্রি সার্ভিসে মূলত নাটবল্টু টাইট করে দেয়া এবং ইঞ্জিন অয়েল পরির্তন ও অন্যান্য বিষয়গুলি চেক করে দেয় সার্ভিস সেন্টার। No bike registration without Driving Licence । ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক কেনা যাবে না

বাজাজ সার্ভিস সেন্টার হতে আপনি মোট ৪টি ফ্রি সার্ভিস পাবেন এবং পরবর্তীতে ৪টি পেইড সার্ভিস করিয়ে নিতে হবে বাইক থেকে ভাল পারফর্মমেন্ট পেতে হলে। সময়মত সার্ভিস গ্রহণ করবেন। যদিও বাজাজ সার্ভিস সেন্টার থেকে আপনাকে ফোন দিয়ে অবগত করবেন। ফ্রি সার্ভিস নিতে অবহেলা করবেন না কারণ সার্ভিসগুলো সময়মত নিলে বাইকের মাইলেজ ফল করবে না। ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত ২০২২ । বাইকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে বড় জরিমানার সম্মুখীন হবেন

Discover Bike Service Manual 2023 / Bajaj Discover 125 Service manual Bangla pdf

ডিসকভার ১২৫ বাইকে প্রথম সার্ভিস ৭৫০ কি: মি: বা ১ মাস পূর্ণ হলেই নিতে হয়।

Discover bike 125 Service Manual Bangla Book pdf

Caption: Bajaj Bike Service Schedule from bajaj Authority

সার্ভিস সেন্টার হতে বাইক সার্ভিসে যা যা করবে । আপনি অবশ্যই খেয়াল করুন মেকানিক নিচের বিষয়গুলো করছে কিনা।

  1. প্রথমে মোটর সাইকােটি ধুয়ে নিন।
  2. চাকার প্রেসার দেখুন/ঠিক করুন।
  3. ইগনিশন সুইচ/ | স্পিডোমিটার/ টেকোমিটার/ইঞ্জিন সুইচ/ ইঞ্জিন স্টপ সুইচ/ হর্ণ/ হেড লাইট/অন্যান্য লাইট /স্টিয়ারিং লক চেক করুন।
  4. সব নাটবল্টু বিশেষ করে ইঞ্জিন মাউন্টিং সিলিন্ডার হেড, স্টিয়ারিং কলাম এবং শক এবজরবার এর নাট ঠিকমত টাইট আছে কিনা দেখুন/ঠিক রাখুন।
  5. একসেলারেটর/ক্লাচ/ক্লাচলিভার এবং পেট্রোলট্যাপ ঠিকমত কাজ করে কিনা দেখুন /ঠিক করুন।
  6. স্পার্ক প্লাগ পরিস্কার এবং গ্যাপ ঠিক করুন
  7. ইঞ্জিন আইডেল আরপিএম ঠিক করুন।
  8. পিছনের শক এবজরবার সেটিং ঠিক আছে কিনা দেখুন/ঠিক করুন।
  9. সামনের এবং পিছনের ব্রেক ঠিকমত কাজ করছে কিনা দেখুন/ঠিক করুন।
  10. ইঞ্জিন অয়েল বদলিয়ে দিন। Mobil Super 4T (20W-50 API) ব্যবহার করুন।
  11. অয়েল পাম্প ঠিকমত কাজ করছে কিনা দেখুন/ঠিক করুন।
  12. চেইন অয়েল দিন এবং টেনশন ঠিক করুন।
  13. ব্যাটারি/ ইলেকট্রিক লাইট ঠিক আছে কিনা দেখুন/ঠিক করুন।
  14. সর্ভিস ম্যানুয়েল অনুযায়ী লুব্রিকেশন করুন।
  15. মােটরসাইকােটি ডেলিভারী দেওয়ার পূর্বে চালিয়ে দেখুন।
  16. মােটরসাইকেলটি পরিষ্কার করুন।

কাস্টমার হিসেবে আপনি কি পর্যবেক্ষণ করবেন?

উপরের কাজগুলো সার্ভিস সেন্টার করছে কিনা তা খেয়াল করুন। প্রয়োজনীয় উপকরণের যোগান দিন। প্রতিটি কাজ বুঝে নিয়ে ১ম ফ্রি সার্ভিস কুপন বা ২য়/৩য়/৪র্থ সার্ভিস কুপনে মালিকের স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করুন। কোনটি বাদ পড়লে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন।

FAQ’s

প্রশ্ন: গাড়ির যত্ন কিভাবে নিতে হবে?

উত্তর: সে সম্পর্কে ম্যানুয়ালে সব রয়েছে।

Bajaj discover 125 service manual Bangla pdf । ডিসকভার সার্ভিস ম্যানুয়াল বুক ২০২৩ : ডাউনলোড

https://reportbd.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be/