বিইএফটিএন ব্যবহার নীতিমালা । BEFTN বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক পদ্ধতি কার্যকর - Technical Alamin
মোবাইল ব্যাংকিং সেবা

বিইএফটিএন ব্যবহার নীতিমালা । BEFTN বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক পদ্ধতি কার্যকর

BEFTN এর মাধ্যমে প্রাপ্ত ফান্ড নির্দিষ্ট সময়ের (কর্ম দিবসের) মধ্যে উপকারভোগীর হিসাবে জমা করার বিধান রয়েছে এবং কোন কারণে হিসাবে জমা করা না গেলে নির্দিষ্ট সময়ের (কর্ম দিবসের) মধ্যে তা প্রেরণকারী ব্যাংকে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

বাংলাদেশে কবে বিইএফটিএন চালু হয়? বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে গত ২৮ ফেব্রুয়ারি ২০১১ হতে চালুকৃত BEFTN এর মাধ্যমে এই ব্যাংক সফলভাবে আন্ত: ব্যাংক ফান্ড ট্রান্সফার কার্যক্রম শুরু করেছে। BEFTN এর মাধ্যমে অন্য ব্যাংক হতে প্রাপ্ত ফান্ড এই ব্যাংকের RMS+ ও RMS এর মাধ্যমে শাখায় প্রেরণ করা হচ্ছে। এ সব BEFTN ফান্ড সংশ্লিষ্ট TRA তে Exchange Company Field এ কোম্পানী নামের পরিবর্তে “Bangladesh EFT Network” উল্লেখ থাকে।

BEFTN এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক BEFTN Operating Rules and Procedures প্রণয়ন করেছে। BEFTN Operating Rules and Procedures এর কপি এই বিভাগের ০৬ জানুয়ারী ২০১১ তারিখের আইটিডি/সিস্টেম/বিএসিপিএস/৯১ সংখ্যক পত্রের মাধ্যমে সকল জেনারেল ম্যানেজার অফিসে তাদের নিয়ন্ত্রণাধীন শাখা/কার্যালয়সমূহ সরবরাহ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। BEFTN Operating Rules and Procedures এর সকল নির্দেশনা এই ব্যাংক মেনে চলবে মর্মে অত্র ব্যাংকের পক্ষ থেকে BEFTN Participant Agreement and Indemnity-চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

BEFTN এর মাধ্যমে প্রাপ্ত ফান্ড নির্দিষ্ট সময়ের (কর্ম দিবসের) মধ্যে উপকারভোগীর হিসাবে জমা করার বিধান রয়েছে এবং কোন কারণে হিসাবে জমা করা না গেলে নির্দিষ্ট সময়ের (কর্ম দিবসের) মধ্যে তা প্রেরণকারী ব্যাংকে ফেরত পাঠানোর বিধান রয়েছে। BEFTN এর মাধ্যমে প্রাপ্ত ফান্ড কর্ম দিবসের মধ্যে উপকারভোগীর হিসাবে জমা করতে হবে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) Form

BEFTN এর ফান্ড কোন কারণে উপকারভোগীর হিসাবে জমা করা না গেলে TRA respond করে সংশ্লিষ্ট অর্থ একই কর্মদিবসে স্থানীয় কার্যালয়ে EFTN A/C For Bangladesh Bank শিরোনামে পরিচালিত হিসাব নং-৩৩১৩৫৯৮৪ এর অনুকুলে TRA করতে হবে এবং Annexure-A বিবরণী সহ সংশ্লিষ্ট TRA কুরিয়ার ডাকযোগে স্থানীয় কার্যালয়ে ফেরত পাঠাতে হবে। অত্র পত্র প্রাপ্তির পূর্বে শাখায় BEFTN এর যে সকল ফান্ড বিভিন্ন কারণবশত: উপকারভোগীর হিসাবে জমা করা যায়নি তা ৬(খ) অনুচ্ছেদ মোতাবেক ফেরত পাঠাতে হবে অর্থাৎ TRA এর মাধ্যমে স্থানীয় কার্যালয়ে ফেরত পাঠাতে হবে।

BEFTN বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক: ডাউনলোড

BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) is a secure electronic fund transfer system in Bangladesh that enables individuals and businesses to transfer funds between different banks within the country. It is a centralized system operated by the Bangladesh Bank, the central bank of Bangladesh.

To initiate a fund transfer using BEFTN, you typically need the following information:

  • Beneficiary Bank Name: The name of the bank where the recipient holds an account.
  • Beneficiary Account Number: The account number of the recipient where you want to transfer the funds.
  • Beneficiary Name: The name of the account holder of the recipient’s bank account.
  • Sender Bank Name: The name of your bank from where you are initiating the transfer.
  • Sender Account Number: Your bank account number from which the funds will be debited.
  • Amount: The specific amount you want to transfer.
  • Purpose: The purpose or reason for the fund transfer.

The process of initiating a BEFTN transaction may vary slightly depending on the bank you are using. It is recommended to contact your bank or visit their website for detailed instructions on how to initiate a BEFTN fund transfer. Please note that fees and transaction limits may apply, and it’s essential to ensure accuracy in providing the beneficiary’s bank details to avoid any errors or delays in the transfer process.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *