জন্ম সনদ নতুন আবেদনের অবস্থা– জন্ম তথ্য সংশোধন আবেদনপত্র সাবমিট করা হয়েছেন হয়তো সম্প্রতিই কিন্তু আপনি কোন আপডেট পাচ্ছেন না তাই তো? আপনি কিন্তু Application id – 10585807 এবং জন্ম তারিখ ব্যবহার করেই খুব সহজেই আবেদনের অবস্থা জানতে পারেন। Application ID মোবাইল বা ইমেইলে আসবে।

সদ্য হয়তো আপনি নতুন জন্ম নিবন্ধন আবেদন করেছেন অথবা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করেছেন। হার্ড কপি স্বাক্ষর করে ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় জমা দিয়েছেন তবে জন্ম সদন ডেলিভারী দিতে এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনি অনলাইনে আবেদনের অবস্থা দেখে বুঝতে পারবেন কর্তৃপক্ষ কোন কুয়েরি দিয়েছে কিনা তা সহজেই জানতে পারবেন।

আপনি যে আবেদন বা সংযুক্তি দাখিল করেছেন তাতে যদি আপত্তি থাকে বা আবেদন প্রত্যাখ্যান করে তবে প্রত্যাখ্যাত নোট দিয়ে প্রত্যাখ্যাত কারণ হিসাবে দেখাবে। যদি সংযুক্ত ডকুমেন্ট গ্রহণ না করে থাকে অথবা আরও ডকুমেন্ট উপস্থাপন করতে বলা হয় তবে তার উল্লেখ থাকবে। আবেদন Received or Reject করে থাকলে তাও অনলাইনে দেখা যাবে। চেক করুন এখানে

Application Status by Online / ঘরে বসে অনলাইনে আবেদনের অবস্থা জানুন

কর্তৃপক্ষ চাইলে নতুন ডকুমেন্ট চাইতে পারে। যে ডকুমেন্ট উপস্থাপন বা সংযুক্তি হিসেবে যুক্ত করা হয়েছে তা গ্রহণযোগ্য নাও হতে পারে।

জন্ম নিবন্ধন আবেদন অবস্থা ২০২২

Caption: Birth Registration Application Status Received / Online Application can be rejected by Authority

How to check Application Status by Online Process 2024

  1. Make a google query “Birth registration check Application Status
  2. Click Frist Link: আবেদনপত্রের অবস্থা – জন্ম নিবন্ধন
  3. Select আবেদনপত্রের ধরণ (মোট ৭টি ধরণ রয়েছে)
  4. জন্ম নিবন্ধন আবেদন (নতুন জন্ম নিবন্ধনের আবেদন করে থাকলে এটি সিলেক্ট করুন)
  5. জন্ম তথ্য সংশােধন এর আবেদন (বিদ্যমান জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনের অবস্থা জানতে)
  6. জন্ম নিবন্ধন সাটিফিকেট পুনর্মুদ্রণ এর আবেদন (যদি আপনি জন্ম নিবন্ধন কপি হারিয়ে থাকেন তবে নতুন একটি কপি পেতে চাইলে এটি সিলেক্ট করতে হবে)
  7. জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিল এর আবেদন (জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিল করতে এটি সিলেক্ট করতে হবে কিন্তু এটি এখনও কার্যকর হয়নি, বা লিংকটি চালু করা হয়নি)
  8. মৃত্যু নিবন্ধন আবেদন (মৃত্যু নিবন্ধন আবেদন অবস্থা জানুন এটি সিলেক্ট করে)
  9. মৃত্যু তথ্য সংশােধন এর আবেদন (ভুল সংশোধনের আবেদন করতে এটি সিলেক্ট করুন)
  10. মৃত্যু নিবন্ধন সাটিফিকেট পুনর্মুদ্রণ এর আবেদন (আরও একটি কপি পেতে এটি সিলেক্ট করুন)
  11. মৃত্যু নিবন্ধন সাটিফিকেট বাতিল এর আবেদন (এটি এখনও চালু করা হয়নি)

অনলাইনে কি জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন বাতিল করা যায়?

জন্ম বা মৃত্যু নিবন্ধন বাতিল – অনলাইনে জন্ম নিবন্ধন বাতিল করা যাবে খুব শিঘ্রই। এখনও অপশনটি অকার্যকর রয়েছে অর্থাৎ সচল করা হয়নি। তবে অদূর ভবিষ্যতে অনলাইনে জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন বাতিলের আবেদন করা যাবে এবং বাতিল হয়েছে কিনা তা চেকও করা যাবে।

আবেদনপত্রের অবস্থা

আবেদনপত্রের ধরণমৃত্যু নিবন্ধন আবেদন
অ্যাপলিকেশন আইডিএপ্লিকেশন আইডি
মৃত্যু তারিখ০১/১২/১৯

দেখুন

বি:দ্র: সন্তানের জন্ম নিবন্ধন সনদ করতে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর আবশ্যক করা হয়েছে। কিছুদিন পূর্বে এটি ঐচ্ছিক করা হলেও বর্তমানে এটি বাধ্যতামূলক করা হয়েছে। পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়া সন্তানের জন্ম নিবন্ধন করা যাবে না।