জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড – জন্ম নিবন্ধন কার্ড কি না পেলেও এই কার্ড দিয়ে চলবে? – জন্ম নিবন্ধন অনলাইন বিবরণী ২০২৪
পূর্বের যে সকল জন্ম-মৃত্যু নিবন্ধন শুধু বাংলায় আছে সেগুলি কীভাবে ইংরেজিতে করা হবে? সফটওয়্যারে কোন তথ্য সংযোজন বা বিয়োজন সংশোধন হিসাবে গণ্য হবে। নিবন্ধনের ক্ষেত্রে প্রথমেই তা উভয় ভাষায় করা প্রয়োজন ছিল। ইংরেজিতে না থাকায় তা এখন সংযোজন করতে গেলে তাও সংশোধন হিসাবে গণ্য হবে এবং তা জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮-এর ১৫ বিধি অনুযায়ী সংশোধন করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন ২০২২ । শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন
জমজ সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে করণীয়– জমজ সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে একের পর এক আবেদন করে অনলাইনে সাবমিট করতে হবে তারপর যথাযথ নিয়মে নিবন্ধন করতে হবে । (একটি নিবন্ধন সমাপ্ত করে ফেললে অপর আবেদনটি অনলাইনে সাবমিট করতে সমস্যা হবে।) জন্ম নিবন্ধন সংশোধন ২০২২ । জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ?
১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নম্বর কিভাবে ১৭ ডিজিটে উন্নীত করা যাবে অর্থাৎ ডিজিটাল করা যাবে? ১৭ ডিজিটের কম জন্ম নিবন্ধন নম্বর হলে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে পুরাতন সনদটি জমা প্রদান করে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর সম্বলিত সনদ নেওয়া যাবে। নিবন্ধনের সকল স্তরের মত এক্ষেত্রেও নাগরিকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২৪ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে
জন্ম নিবন্ধন কার্ড অনলাইন কপি ডাউনলোড / Birth Registration Online Statement can be used as reference
আপনি নিচের জন্ম নিবন্ধন বিবরণীটি জন্ম নিবন্ধন সনদ হিসাবে ব্যবহার করতে পারবেন। সবেমাত্র নিবন্ধন হয়েছে বা নিবন্ধন নম্বর আছে কিন্তু কার্ড নেই তিনি everify.bdris.gov.bd এখান থেকে যাচাই কপি দিয়ে যে কোন কাজ সেরে নিতে পারবেন।
Caption: Download Birth Certificate Online Copy / Birth Registration online copy from everify.bdris.gov.bd
How to download or print Birth Registration Statement from online everify.bdris.gov.bd
- জন্ম সনদ বিবরণী ডাউনলোড খুব সহজ পদ্ধতি।
- প্রথমে আপনি everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করবেন।ৱ
- জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিবেন।
- জন্ম তারিখ ইনপুট দেয়ার ক্ষেত্রে অবশ্যই সাল, মাস, দিন এই সিরিয়ালে দিবেন।
- The answer is ক্যাপচাটি লিখে অর্থাৎ যোগ বা বিয়োগ ফল লিখে Search ক্লিক করলেই বিরবণী দেখাবে।
- CTRL P কিবোর্ড কমান্ড দিলেই প্রিন্ট করা যাবে।
যদি অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে যাচাই করলে তথ্য না দেখায়?
যদি অনলাইনে Birth Certificate নম্বর ইনপুট দিয়ে যাচাই করলে কোন তথ্য না দেখায় তবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হয়নি অথবা তা জাল সার্টিফিকেট বা ডিজিটাল হয়নি। এক্ষেত্রে আপনি নিবন্ধকের নিকট আপনার জন্ম সনদটি দাখিল করে ডিজিটাল করে নিতে পারবেন। যদি তার নথিতে পূর্বে তথ্য থাকে তবে তিনি সে সকল তথ্যের ভিত্তিতে জন্ম সনদ করে দিবে।
বিস্তারিত ভিডিওতে…….
খুবই উপকারী একটি লিখা । অনেক অনেক ধন্যবাদ।