Date of Birth Correction of Birth Certificate – জন্ম সনদের জন্ম তারিখ পরিবর্তন – জন্ম তারিখ সংশোধন ২০২৪
জন্ম সনদের জন্ম তারিখ ভুল থাকলে করনীয় – যদি আপনার শিশুর জন্ম নিবন্ধনের সময় টিকা কার্ড ব্যবহার করে থাকেন এবং দেখা গেল যে, সন্তানের জন্ম নিবন্ধন করার পরই ভুল ধরা পড়ল তবে আপনি অনলাইনে বা ফরম পূরণকরে টিকা কার্ড পুনরায় জমা দিয়েই জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন।
আবার ধরি আমার জন্ম তারিখ ১৯৮৭ এর স্থলে ১৯৭৮ হয়ে গেছে তবে আপনি আপনার জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে আপনার এস.এস.সি বা সমমান সনদ বা যে কোন শিক্ষা বোর্ড পরীক্ষার সনদ প্রদর্শন করে বা আপনার যদি এনআইডি কার্ড থাকে সেটিতে যদি সঠিক জন্ম তারিখ থাকে সেটি প্রর্দশন করে বা যুক্ত করে অনলাইনে জন্ম সনদ সংশোধনের আবেদন করতে পারেন।
যদি আপনার নিজের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র বা জে.এস.সি., এস.এসসি, এইচ.এসসি বা যে কোন বোর্ড পরীক্ষার সনদের সঠিক জন্ম তারিখ থাকে তা দিয়ে আপনি জন্ম নিবন্ধন নম্বর সংশোধন করতে পারেন। জন্ম তারিখ সংশোধনের স্বপক্ষে কোন কোন প্রমানক আপনাকে উপস্থাপন করতে হবে।
অনলাইন ফর্মে কিভাবে সংশোধিত জন্ম তারিখ লিখতে হবে
ক্যাপশন: চাহিত সংশোধিত তথ্য ঘরে আপনার সঠিক জন্ম তারিখটি ইনপুট দিতে হবে। সংশোধনের কারণ হিসাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সিলেক্ট করতে হবে। আরো তথ্য সংযোজন করুন সিলেক্ট করে একাধিক তথ্য ভুল থাকলে তা সংশোধন করতে পারেন।
জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন পদ্ধতি / অনলানেই কি আবেদন করতে হবে?
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নিচের লিংক থেকে অনলাইন বা ফরম সংগ্রহ করে অফলাইনে আবেদন সম্পন্ন করতে পারেন। অনলাইনে সংশোধন করতে এখানে ক্লিক করুন: জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন
Caption: To Correction date of birth you can submit Seen Document from above picture.
জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে যে প্রমানক গুলো যুক্ত করতে হবে
- ই পি আই কার্ড(শিশুর টিকা কার্ড)।
- নিবন্ধনাধীন ব্যক্তির এস এস সি বা শিক্ষা কর্তৃক প্রদত্ত যে কোন সনদ বা সার্টিফিকেটের স্ক্যান করা কপি।
- নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র।
- পিতার জাতীয় পরিচয়পত্র বা মাতার জাতীয় পরিচয়পত্র (যদি অস্বাভাবিক জন্ম তারিখ দেওয়া থাকে এবং অন্য কোন প্রমানক না থাকে।
- ইস্যু সম্পর্কিত ফাইল (যদি পুরাতন জন্ম নিবন্ধন ডিজিটাল করেন)।
- চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পুরণকৃত আবেদনপত্রে বার্থ এটেডেন্সের এর প্রত্যয়ন বা ইপিআই (টিকা কাড) কার্ডের সত্যায়িত আনুলিপি।
অস্বাভাবিক জন্ম তারিখের ক্ষেত্রে যদি কোন প্রমানকই না থাকে?
আপনার যদি কোন প্রমানকই না থাকে এবং জন্ম তারিখ অস্বাভাবিক হয় যেমন ধরুন, আপনার বয়স ৪০ বছর কিন্তু জন্ম সনদ অনুসারে ৬০ বছর তবে আপনি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন বা এনআইডি সাবমিট করুন। অথবা দেখা গেল আপনি ৩ সন্তান কিন্তু আপনি আপনার জন্ম তারিখ অনুসারে ১ম সন্তানের চেয়ে বড় আসছে। তবে আপনি এটিও সংশোধন করতে পারেন আপনার পিতার ও ভাইয়ের জন্ম সনদ যুক্ত করে।
অফলাইনে বা ইউনিয়ন পরিষদে গিয়ে ফরমে আবেদন করতে চাইলে জন্ম নিবন্ধন সংশোধন ফর্ম ২০২২ সংগ্রহ করুন: ডাউনলোড
বি:দ্র: ইচ্ছাকৃত ভাবে কেউ জন্ম নিবন্ধন বয়স কমানোর উপায় খুজতে যাবেন না। এটি করা দন্ডনীয় অপরাধ। জন্ম তারিখ কমানো বা বয়স ইচ্ছাকৃত ভাবে কমানোর ক্ষেত্রে একাধিক জন্ম নিবন্ধন করা আইনগত অপরাধ। ইচ্ছা করলেই আপনার মন মত জন্ম তারিখ কমাতে পারবেন না বা চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করবেন না।
স্যার আমার জন্ম তারিখ ভুল আছে আমি আবেদন করেছি কিন্তূ এখন বলছে টিওনো স্যার এর সৈই লাগবে সৈই নিতে গিয়েছি বলেছেন সার্ভার বন্ধ এখন আমার করনিয়ো কি
ঠিক হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। প্রমানক হিসেবে স্বাক্ষর লাগবে।
Sir ,
সার্ভার কতদিন পরে খুলবে, খুব সমস্যায় আছি😭😭😭😭
অনলাইনে সংশোধনের আবেদন করা যাচ্ছে। অনুগ্রহ করে এখন যোগাযোগ করে দেখুন।
আমার ছোট বোনের jsc certificate সহ সকল ডকুমেন্টস এ জন্ম তারিখ ২০০৭ কিন্তু জন্ম নিবন্ধন এ ২০০৫। এটা আমরা একবার সংশোধন করেছি ইউনিয়ন থেকে কিন্তু এখন অনলাইন করতে গিয়ে দেখি তথ্য ২০০৫ ই আসে। এটা সমাধানের কি কোনো প্রক্রিয়া আছে? please একটু বলুন।
আপনি নিজে অনলাইনে এন্ট্রি দিয়ে সংশোধনের আবেদন করে ইউপি থেকে অনুমোদন করান সমস্যা দূর হবে।
আমার ভাগিনার বয়স তার school & জম্ম ছাটিফিকেট জন্মতারিখ এক কিন্তু তা সঠিক নয় এখন কিভাবে তা পরিবতন করতে পারি
স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী চিকিৎসক-এর নিকট থেকে প্রত্যয়ন পত্র/ পিএসসি বা জেএসসি সার্টিফিকেট যে কোন প্রমানক জাম দিয়ে আবেদন করুন।
স্যার আসসালামু আলাইকুম।আমার ছোট ভাইয়ের বয়স বাড়ানোর জন্য আবেদন করেছি এম বি বিএস ডাক্তারের প্রত্যয়ন দিয়ে আবেদন করেছি আমার আবেদন রিজেক্ট করেছে এখন আমার কি করার
ডাক্তারী প্রত্যয়নপত্র যুক্তিযুক্ত হতে হবে। আরও কোন প্রমানক থাকলে অ্যাড করুন।
জন্ম নিমন্ধন সন্দেহ জন্মসন ২০০৭ ও পিএস সি সার্টিফিকেটে ২০০৯ । এখন করনীয় কি?
সার্টিফিকেট অনুসারে আপনি জন্ম নিবন্ধন তারিখ পরিবর্তন করতে পারবেন। প্রথমে অনলাইনে আবেদন করুন।
স্যার আমার এস এস সি সার্টিফিকেট এ জম্মতারিখ ২০০২ আর জম্মনিবন্ধনে ১৯৯৫ এটা আমার বাবা না বুঝে করছিল আমার টা কি নিয়মে ঠিক করা জাবে সঠিক তথ্য টা যদি দিতেন
অগ্রিম ধন্যবাদ ❤️
করতে পারবেন। উপযুক্ত প্রমানক জমা দিন। প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা করে বয়স প্রমান করে পরিবর্তন করতে পারবেন।
জন্ন নিবন্ধনে ২০০৪ ‘ ssc sartificet এ ২০০৫ কিভাবে সঠিক করব
এসএসসি সার্টিফিকেট দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করুন।
আমার সার্টিফিকেটে ২০০৪ এবং জন্ম নিবন্ধনে ২০০৫ সাল,, UNO স্যার ঠিক করে দিতে চাচ্ছেন না তো আমি কি করতে পারি,,? প্লিজ একটু জানাবেন আমি খুব বিপদে আছি😭😭
প্রথমত আপনি অন্যকোন প্রমানক যেমন দেখান অথবা জনপ্রতিনিধির নিকট হতে প্রত্যয়ণপত্র গ্রহণ করে ইউনওকে দেখান। তাতে কাজ না হলে আপনি সার্টিফিকেটের জন্ম তারিখ জন্মনিবন্ধন দেখিয়ে পরিবর্তন করতে পারবেন।
ভাই এই একি সমস্যা আমারো কিন্তু কোন সমাধান পাইনি,, আপনি কি পেয়েছেন,,,?
যে কোন সমস্যারই সমাধান আছে। মোট কথা বিষয়টি যুক্তিযুক্ত হতে হবে। একজন পথশিশুর যার কোন জন্মের সময় কারও জানা নাই, পিতা মাতার নাম ঠিকানা নাই তারও জন্ম নিবন্ধন করা হচ্ছে। যা তথ্য আছে এবং কিছু তথ্য অনুমান নির্ভর। সুতরাং আপনার জন্ম তারিখ যৌক্তিক হলে অবশ্যই ঠিক করা যাবে।
স্যার আমার ভাই এর ঠিক বয়স 2002 জন্ম নিবন্ধন এর বয়স 2005 তার কোনো সাটিফিকেট ও নাই আইডি কার্ড ও নাই, এখন কি ভাবে বয়স বাড়ানো যাবে প্লিজ স্যার জানাবেন
টিকা কার্ড আছে কি? যদি তাও না থাকে জনপ্রতিনিধির প্রত্যয়ন নিয়ে চেষ্টা করে দেখতে পারেন।
স্যার আমার জন্ম নিবন্ধনে ২০০৩ আর আমার জেএসসি, এসএসসি সাটিফিকেটে ২০০৫ সাল আছে, আমি এইটা কীভাবে ঠিক করব,,
জন্ম নিবন্ধন সনদ দিয়ে বোর্ডে আবেদন করুন।
ভাই আমার জন্ম নিবন্ধনে ২০০১ কিন্তু আমার Certificate, NID, Passport সকল জায়গায় ২০০২। এখন আমি সংশোধনের আবেদন করে chairman এর সাক্ষর নিয়ে সকল Documents সহ UNO Officer এর কাছে জমা দিয়েছি তখন তিনি বলতেছেন এখন বয়স সংশোধনের কাজ বন্ধ আছে। এখন আমি কি করতে পারি?
চালু আছে অনলাইনে আবেদন করে। আবেদন কপি জমা দিন। তারা শুধু অনুমোদন দিবে। চালু আছে প্রমানক দেখুন: ডাউনলোড
আসসালামুয়ালাইকুম,
স্যার,
আমার জন্ম নিবন্ধনের, জন্ম তারিখ ১৯৮০. কিন্তু এস এস সি সার্টিফিকেট জন্ম তারিখ ১৯৮৬. এখন আমি কি ভাবে জন্ম নিবন্ধন বয়স চেন্জ করবো। এবং কি কি ডুকুমেন্ট লাগবে। দয়া করে ডিটেলস টা জানাবেন।
শুধুমাত্র আপনার এস.এস.সি সার্টিফিকেট দাখিল করে আপনার জন্ম নিবন্ধনে জন্ম তারিখ পরিবর্তন করতে পারেন।
কত টাকা খরছ হবে স্যার
সংশোধন খরচ খুই কম। ৫০-১০০ টাকা। জন্ম নিবন্ধন সংশোধন খরচ কত?
স্যার,,, আমার জন্ম নিবন্ধনে ২০০১ সাল দেওয়া আছে,, কিন্তু আমার সাটিফিকেটে ২০০৪ সাল দেওয়া আছে।
এখন আমার সাটিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন পরিবর্তন করতে হবে।
এর কোন সঠিক উপায় আছে কি???
আপনি অনলাইনে আবেদন করুন। হার্ডকপি প্রিন্ট করে ইউপি তে জমা দিন হয়ে যাবে আশা করি।
আমার জন্ম নিবন্ধন যে মবাইল নাম’বার দিএ register তা আমার না।সিটি কপেরশন এটা ভুল করচে
এখন jonmo nibondhon সংশদন করতে পারছি না এখন কি করব।মবাইল নাম’বার কি চেঞ্জ করা জাই
যায়। সিটিকর্পোরেশনে গিয়ে হাতে লিখে মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করুন। জন্ম নিবন্ধন সহ
স্যার আমার জন্ন নিবন্ধন অনলাইন করা কিন্তু বয়স ভুল আছে নিবন্ধন কি পরিবতন করতে পারবো
পারবেন উপযুক্ত প্রমানক লাগবে।
আসসালামু আলাইকুম সার আমার ২৭/১/২০০৫ দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন কার্ড করা আছে।কিন্তুু আমি বর্তমান বিদেশে যেতে চায় তাই বয়স বাড়াতে চাই। এমন কোনে নিয়ম আছে অনলাইন করা জন্ম নিবন্ধন বয়স বাড়ানোর? অনেক দরকার এটা প্লিজ জানাবেন।
যদি আপনি ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন উপযুক্ত প্রমানক জমা দিন পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি আপনি প্রকৃত জন্ম তারিখ ইচ্ছাকৃত ভাবে পরিবর্তন করে কমাতে চান তবে এটি পারবেন না। এটি শাস্তিযোগ্য অপরাধ।
স্যার আমার কাকির জন্ম তারিখ ভুল আছে অনলাইনে আবেদন করতে গেলে নিচ্ছে না এখন এটার করণীয় কি কাকির জন্ম নিবন্ধনে বয়স আছে 17/03/1981 আর ভোটার আইডি কার্ডের বয়স হলো 17/08/1981 এটা কি ঠিক করা যাবে না
তার নাম হলো শাহিদা
জন্ম তারিখ সংশোধন কঠোর করা হয়েছে। আপনি যদি 17/03/1981 জন্ম তারিখের স্বপক্ষে প্রমানক দাখিল করতে হবে। যেমন ধরুন, কোন বোর্ড সার্টিফিকেট, জমির দলিল কাবিন নামা ইত্যাদি। মোট কথা নিবন্ধক সন্তুষ্ট হতে হবে এমন কাগজপত্র দাখিল করতে হবে।
স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
Invalid date of birth is given. Your registration date is 11/05/1980, Date of birth can’t be after this এই লেখাটা আসছে বয়স সংশোধন করার সময় একটু সার্ভার টা খুলে দিন বয়স সংশোধন করে নি
জন্ম নিবন্ধন যদি ভোটার আইডি কার্ড পাওয়ার আগে করে থাকেন তবে জন্ম নিবন্ধন সংশোধণ করতে পারবেন না। এক্ষেত্রে এনআইডি সংশোধন করতে হবে। যদি আরও স্টং প্রমানক যুক্ত করতে পারেন তবে জন্ম নিবন্ধন তারিখও সংশোধন করা যাবে। যেহেতু কাবিন নামার কপি দিয়েছে সেহেতু এটিও সংশোধন হওয়ার কথা ছিল।
স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 তার মাত্র ভোটার আইডি কার্ড আগে করা জন্ম নিবন্ধন পরে করছে এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
Invalid date of birth is given. Your registration date is 11/05/1980, Date of birth can’t be after this এই লেখাটা আসছে বয়স সংশোধন করার সময় একটু সার্ভার টা খুলে দিন বয়স সংশোধন করে নি
স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
Invalid date of birth is given. Your registration date is 11/05/1980, Date of birth can’t be after this এই লেখাটা আসছে বয়স সংশোধন করার সময় একটু সার্ভার টা খুলে দিন বয়স সংশোধন করে নি
স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 তার মাত্র ভোটার আইডি কার্ড আগে করা জন্ম নিবন্ধন পরে করছে এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
Invalid date of birth is given. Your registration date is 11/05/1980, Date of birth can’t be after this এই লেখাটা আসছে বয়স সংশোধন করার সময় একটু সার্ভার টা খুলে দিন বয়স সংশোধন করে নি
আমার সার্টিফিকেট ,এনআইডি, পাসপোর্ট .সব জায়গায় 20/০৫/১৯৯৫
কিন্তু জন্ম নিবন্ধন এ ০৪/১০/১৯৯৩ আমি এটা ঠিক করতে পারবো?
পারবেন অনলাইনে ডকুমেন্ট বা প্রমানকগুলো যুক্ত করে আবেদন করুন। আবেদনের কপি সহ প্রমানকগুলো ইউপি বা পৌরসভায় জমা দিন। ইনশাল্লাহ হয়ে যাবে।
ভাই, জন্মসাল সংশোধন ১ বছর থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু সংশোধন করতে পারতেছি না,,,,,বলে সরকার থেকে সার্ভার বন্ধ করে দিছে,,,কবে সেটা চালু হবে,,, সেটা কারো জানা থাকলে বলবেন প্লিজ…..
116 111 হেল্প লাইনে কথা বলুন।
স্যার নমষ্কার,আমার ২ ছোট বোন রয়েছে,এখন এক ছোট বোনের বয়স ১৭ বছর..কিন্তু তার জন্ম সনদের দেওয়া আছে ১৯৮৫ এবং সে সঙ্গে পিতার নাম হচ্ছে বিশ্বনাথ লিখে দিয়েছে কিশ্বনাথ এখন পিতা ও মূত…এখন কি ভাবে ঠিক করে দিব বুঝতে পারতেছিনা..যদিও পিতা না থাকার কারণে বোনটি কোনো পড়াশোনা করতে পারেনি ভুল সংশোধনের জন্য শিহ্মা প্রতিষ্টানের কোন certificate ও নাই কী করে ভূল সংশোধন করবো বুঝতে পারতেছিনা..করনীয় কী
জমির দলিল বা খাজনার রশিদ বা বিদ্যুৎ বিলের কপি ইত্যাদি যুক্ত করে আবেদন করুন।
ভাই, জন্মসাল সংশোধন ১ বছর থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু সংশোধন করতে পারতেছি না,,,,,বলে সরকার থেকে সার্ভার বন্ধ করে দিছে,,,কবে সেটা চালু হবে,,, সেটা কারো জানা থাকলে বলবেন প্লিজ…..
সঠিক কাগজপত্র নিয়ে নিবন্ধকের অফিসে চলে যান। যদি উদ্দেশ্যপ্রনোদিতভাবে জন্ম সাল কমাতে চান তাহলে হবে না। যদি উপযুক্ত কাগজপত্র থাকে অবশ্যই হবে। 116 111 help লাইন নম্বরে কথা বলে নিন।
ভাই আমার জন্মনিবন্ধনে ১৯৯৯ দেয়া আছে অনলাইনে কিন্তু হবে ২০০৩ আমি আমার সার্টিফিকেটেও ২০০৩ দিয়েছি কিন্তু এখন অনলাইনে ভুল ঠিক করতে পারছি না অনেকে বলছে জন্মনিবন্ধন বছর ঠিক করতে পারবো না । এখন আমি কি করবো ?
১৯৯৯ সালে জন্ম নিবন্ধন হয়ে থাকলে আপনাকে তার পূর্বের কোন ডকুমেন্ট শো করতে হবে। জন্ম নিবন্ধন সংশোধন নীতিমালা মোতাবেক নিবন্ধনের পরের কোন ডকুমেন্টে জন্ম তারিখ ঠিক করা যাবে না। অন্যথায় ডাক্তারী বয়স পরীক্ষার রিপোর্ট দাখিল করুন যদি জন্ম তারিখে বড় কোন ভুল হয়ে থাকে।
স্যার আদাব
আমার এক ছোট ভাইয়ের জন্ম নিবন্ধনের সনদে জন্ম তারিখ ২০০৭ এর স্থলে ২০০৫ দেখানো হয়েছে এবং সে অষ্টম শ্রেণীতে পড়ে এবং তার প্রাথমিক শিক্ষা সনদেও ২০০৫ দেখানো হয়েছে জন্ম সাল, এখন এই প্রদত্ত সাল ভুল হওয়ার কারনে বর্তমান বয়স ১৭ বছরের ও অধিক হয়।
কিন্তু অষ্টম শ্রেণীতে বোর্ড রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বয়সসীমা ১১ থেকে ১৭ হওয়ার কারণে বর্তমানে সে রেজিস্ট্রেশন করতে পারছে না। স্কুল কর্তৃপক্ষ বলছে জন্ম নিবন্ধন সংশোধন করতে।
কিন্তু ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে এর বিপরীতে প্রমাণক হিসেবে স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ চাচ্ছে কিন্তু শিক্ষা সনদেই জন্ম তারিখ ভুল হওয়ায় জন্ম নিবন্ধন সংশোধন করতে ব্যর্থ হয়েছি
এক্ষেত্রে আমার করনীয় কি ??
আপনি ব্যাখ্যা টা একটু পড়ে দেখুন। জন্ম সনদে ২০০৫ বলেছেন এবং পিএসসিতেও ২০০৫ বলছেন। দুটিতো একই আছে। জন্ম তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে উপযুক্ত প্রমান লাগবে। কোন ভাবে মনগড় জন্ম তারিখ এখন আর সংশোধন করা যাবে না। আপনি টিকা কার্ড খুজে বের করুন অথবা জন্ম নিবন্ধন সম্পন্ন করার পূর্বের কোড ডকুমেন্ট দিন যা দিয়ে প্রমাণ হয় যে তার জন্ম ২০০৭ সালে। মোট কথা কোন প্রমান দিয়ে যদি তাদের বুঝাতে পারেন যে, আপনি ঠিক বলছেন তবেই কেবল জন্ম তারিখের বয়স সংশোধন হবে। শেষ ধাপ ডাক্তার পরীক্ষার মাধ্যমে বয়স প্রমানের চেষ্টা করুন।
Amar seler 23/12/2013 hobe kintu vul kore10/04/2013 koresen.
Ekhon correction korte gele bolsen 2013 january hote correction server nebe na.
Ekhon Ami key korte pari. Please suggestion me.
অবশ্যই নিবে। আপনি অনলাইনে আবেদন করে টিকা কার্ড ও জন্ম তারিখ সত্যতা পাওয়া যায় এমন প্রমানক যুক্ত করে হার্ড কপি জমা দিতে হবে।
সব দেওয়ার পর ও অনলাইনে আবেদন করা যাছে না।
অন্য কোন ওপাই তাকলে বলেন।
কি মেসেজ দেখায়? সংযুক্তি নেয় না নাকি Submit hoy na?
স্যার আমার বাচ্ছার জম্ম হইয়ে ২৩/১১/২০১৩ সালে কিন্তু জন্মনিবন্ধন আছে ২৩/১২/২০১৩, বাচ্ছার টিকার কার্ড ও আছে ২৩/১১/২০১৩ এটা কিভাবে সংশোদন করবো ? অনলাইন আবেদন করার ট্রাই করছি কিন্তু হচ্ছে না এখন সংশোদন করার নিয়মটা জানতে চাইছি।
ইউনিয়ন পরিষদে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করুন। এটি সংশোধন হবে।
আমার জন্ম তারিখ সবজায়গায় ২০০৩/১৪/০৫ দেওয়া আছে
কিন্তু আমি বিদেশ যেতে চাই
কিভাবে জন্ম নিবন্ধ কার্ডে আমার বয়স বাড়াব?
অবৈধভাবে বয়স বাড়ানোর সুযোগ নাই।
আমার জন্ম নিবন্ধন এ ১/৪/২০০৫ আর সার্টিফিকেট এ ৪/১/২০০৫ । মাস আর তারিখ উল্টাপাল্টা হইছে এটা কি আমি সার্টিফিকেট দিয়ে জন্মনিবন্ধন ঠিক করতে পারবো ।
যদি সচিব অনুমোদন না করে তাহলে কি করবো দয়া করে একটু জানাবেন
জন্ম নিবন্ধন আগে করেছেন নাকি সার্টিফিকেট অর্জন আগে করেছেন? এটি একটি ফ্যাক্ট তবে একাধিক সনদ দেখাতে বা উপযুক্ত প্রমানক দিতে পারলে অবশ্যই পারবেন। অন্যথায় জন্ম মৃত্যু নিবন্ধকের জেলা কার্যালয়ে যোগাযোগ করুন।
সঠিক জন্মসাল হচ্ছে ২০০৫ কিন্তু জন্ম নিবন্ধন এ জন্মসাল দেওয়া হইছে ২০০৭ সাল। মানে দুই বছর বয়স কমিয়ে দেওয়া হইছে। সার্টিফিকেটেও এখন জন্মসাল ২০০৭। কিন্তু আমি ২০০৫ সাল করতে চাই জন্ম নিবন্ধনে। সেটা কিভাবে করতে পারবো?? যে পথগুলো খোলা আছে আমার জন্য একটু দোয়া করে জানাবেন আমি সঠিক জন্মসাল টা দিতে চাই ২০০৫ সাল। প্লিজ দোয়া করে আমার কি কি করতে হবে সঠিক বয়স টা দেওয়ার জন্ম নিবন্ধন এ দেওয়ার জন্য??
বয়স বাড়ানোর ক্ষেত্রে কড়াকড়ি কম। বয়স কমানোর ক্ষেত্রে জটিলতা বেশি। আপনি যে কোন প্রমানক জমা দিলেই আশা করি পরিবর্তন হয়ে যাবে। উপযুক্ত প্রমানক অবশ্যই দাখিল করতে হবে।
আসসালামু আলাইকুম স্যার
আমার বাবার এনআইডি কার্ডে জন্ম সাল দেয়া আছে ১৯৬২ সাল। এবং বাবার জন্ম নিবন্ধন সনদে জন্ম সাল দেয়া আছে ১৯৫০ সাল।
উল্লেখিত দুইটি জন্ম সাল ভুল আছে, মূলত আমার বাবার জন্ম সাল হবে ১৯৫৭। এমতাবস্থায় আমি এটা কিভাবে সংশোধন করতে পারি। অর্থাৎ জন্ম সাল ১৯৫৭ কিভাবে করতে পারি?
বি: দ্র: আমার বাবার কোন প্রকার ডকুমেন্টস নাই শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ এবং এনআইডি কার্ড ছাড়া।
এগুলো দিয়েই আবেদন করুন। কর্তৃপক্ষ যৌক্তিক মনে হলে সংশোধন করে দিবে। যদিও কড়াকড়ি আরোপ করা হয়েছে জন্ম তারিখ বা সাল পরিবর্তনের ক্ষেত্রে।