সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধা তথ্য যাচাই ২০২৪ । মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত সনদ ও গেজেট দেখবে সরকার?

সরকারি তথ্য অনুযায়ী দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজারের সামান্য বেশি- তবে আড়াই লাখের কাছাকাছি ব্যক্তিকে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হয়-সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধা তথ্য যাচাই ২০২৪

মুক্তিযোদ্ধা ভাতা ভোগীর সংখ্যা কত? ২ লাখ ৫ হাজার ১৯৮ জন বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার বর্তমানে এ সুবিধা পাচ্ছেন। এখন থেকে প্রতি মাসে ১ লাখ ৬৮ হাজার বীর মুক্তিযোদ্ধা ঘরে বসেই সেলফোনের মাধ্যমে ১২ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন। পত্রিকার সংবাদ অনুসারে এটি যথেষ্ট কম দেখানো হয়েছে।

গত মাসে কত টাকা ভাতা দেওয়া হয়েছে? আগস্ট ২০২৪ মাসের ২,৫১,০৬৩ জন উপকারভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ ৩৯১,৬৯,৬২,৮২২/- (তিনশত একানব্বই কোটি ঊণসত্তর লক্ষ বাষট্টি হাজার আটশত বাইশ) টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। সূত্র দেখুন

মুক্তিযোদ্ধা ভাতা কত টাকা / প্রতিমাসে ৩৯২ কোটি টাকা ভাতা বাবদ ব্যয় হয়

শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার মাসিক কত টাকা পান? মাসিক মূল ভাতা ২৩,০০০/-+চিকিৎসা ভাতা ২০০০ টাকা +খাদ্য ভাতা ৫০০০ টাকা সহ সর্বমোট ৩০,০০০ টাকা ভাতা হিসেবে পেয়ে থাকেন।

সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধা তথ্য যাচাই ২০২৪ । মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত সনদ ও গেজেট দেখবে সরকার?

Caption: Check your Freedom Fighter Certificate

যুদ্ধাহত মুক্তিযােদ্ধা ও অন্যান্য মুক্তিযােদ্ধাদের সম্মানি ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন । ক্যাটাগরি অনুসারে ভাতা ভিন্ন হয়ে থাকে

মুক্তিযোদ্ধা ভাতা 2022, মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার কারা, মুক্তিযোদ্ধাদের এককালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার নিয়ম, মুক্তিযোদ্ধা ভাতা বাড়ছে আরও তিন হাজার টাকা, মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত, মুক্তিযোদ্ধা ভাতা ফরম, মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২০,

মুক্তিযোদ্ধা ভাতা এখন কত মাসিক?

বাংলাদেশের সাধারণ জনগণ অনেকেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত ও শহীদ পরিবাবর্গের রাস্ট্রীয় সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কত পান সে বিষয়ে জ্ঞাত নয়। ২০১৪ সালের আদেশ মোতাবেক ডি শ্রেণীর একজন সাধারণ মুক্তিযোদ্ধা যা যা পাবেন। মাসিক মূল ভাতা-৪,০০০/- + চিকিৎসা ভাতা-১,৭০০/- + সাহায্যকারী ভাতা-০০/- + খাদ্য ভাতা-৪,০০০/- + বিবিধ ভাতা-০০/- মোট মাসিক ভাতার পরিমান ছিল ৪০০০+১৭০০+৪০০০ = ৯,৭০০ টাকা মাত্র। ২০১৪ সালের সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রকৃতপক্ষে প্রাপ্ত ভাতার পরিমান। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সর্বমোট সাকুল্য বেতন বৃদ্ধি করে ন্যূনতম ২০,০০০ টাকা করা হয়।

   
   
   

মুক্তিযোদ্ধা ভাতা 2022 । “এ” শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৪৫,০০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *