জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । জন্ম নিবন্ধনে ডকুমেন্টগুলো কি কি?

জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে । নাগরিকের টিকা কার্ডের বিকল্প কি?

জন্ম নিবন্ধন আবেদন অনলাইনে – BDris Application – Birth Registration Application 2022

পিতা বা মাতার জন্ম নিবন্ধন থাকা কি বাধ্যতামূলক? না। বর্তমানে পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর তো দূরের কথা জাতীয় পরিচয়পত্র নম্বরও বাধ্যতামূলক নয়। পিতা মাতার নাম ব্যবহার করেই সন্তানের জন্ম নিবন্ধন করা যাবে। জটিলতা এড়াতে সরকার এ ব্যবস্থা চালু করেছে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে

New Rules to apply for birth certificate online– আপনি নিজে মোবাইল বা পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই নিজের সন্তানের জন্ম নিবন্ধন করে ফেলতে পারেন। জন্ম নিবন্ধন সহজীকরণের জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তথ্য প্রদানের বিষয়টি শিথিল করা হয়েছে। Online NID correction Step by step । জন্ম নিবন্ধন সনদ সংশোধন নিয়ম ২০২২

জন্ম নিবন্ধন আবেদনকোন ব্যক্তির বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন আইনের ধারা ১৮ এর উপ-ধারা (৩) এ বলা হয়েছে। উক্ত ধারায় বর্ণিত ক্ষেত্রসমূহের অতিরিক্ত নিম্নবর্নিত ক্ষেত্রসমূহে জন্ম নিবন্ধন সনদ বা উহার সত্যায়িত অনুলিপি ব্যবহার করা যাইবে, যথা:

(ক) কোন ব্যাংক হিসাব খোলা
(খ) আমদানি ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তির আবেদন
(গ) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
(ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্তি
(ঙ) ঠিকাদারী লাইসেন্স প্রাবি
(চ) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি
(ছ) গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি
(জ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি
(ঝ) টিকাদান কর্মসূচিসহ যে কোন চিকিৎসা সেবা প্রাপ্তি
(ঞ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিকট হইতে যে কোন সেবা প্রাপ্তি এবং
(ট) সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্রে।

উক্ত ক্ষেত্রে জন্ম সনদ ব্যবহার করা যাবে।

জন্ম নিবন্ধ করতে হলে আপনাকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো আপনাকে পিতা মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে যা আপনার পরিচয় বহন করে এবং ঠিকানা ভেরিফিকেশন বা স্থায়ী ঠিকানার প্রমানক হিসেবে আপনাকে আরও একটি প্রমানক দাখিল করতে হবে। অন্যদিকে জন্ম তারিখ প্রমানের জন্য আরও একটি ডকুমেন্ট দাখিল করতে হয়। আপনি আজকের পোস্টটি ভাল করে পড়লে সহজেই অনুধাপন করতে পারবেন যে, কিভাবে আপনি জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে

জন্ম নিবন্ধন আবেদন ২০২২ / Birth Certificate Online Application process 2022

শুধুমাত্র একটি ডকুমেন্ট দিয়ে কি জন্ম নিবন্ধন সম্পন্ন করা যাবে? না কোন ভাবে শুধুমাত্র একটি ডকুমেন্টের ভিত্তিতে জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তির আবেদন করা যাবে না।

জন্ম নিবন্ধন আবেদন ২০২২

Caption: Online Application> Present to UP with Papers and Fees.

জন্ম নিবন্ধনে বয়স ৫ বছরের অধিক বয়সী নাগরিকের কাগজপত্র

  1. শিক্ষা যােগ্যতার সনদপত্র (পি.এস.সি/জে.এস.সি/এস,এস,সি) শিক্ষা যােগ্যতা সনদপত্র না থাকলে সরকারি হাসপতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সীল সহ প্রত্যয়ন সদন এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ০৭ (সাত) এর ১ নং কলামের স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
  2. উল্যেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর সে ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।
  3. উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ পূর্বেআগে ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক।
  4. যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/আগে হয় সেক্ষেত্রে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক।
  5. উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন আবেদন জন্ম নিবন্ধন গ্রহণ করা পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ উভয় সনদ আবেদন পত্রে সহিত দাখিল করতে হবে।
  6. বাড়ীর হােল্ডিং নাম্বার এবং চৌকিদারী ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
  7. আবেদনকারী/অভিভাবকের মােবাইল নম্বর।
  8. ফরম এর সাথে ০১ কপি রঙ্গিণ পাসপাের্ট সাইজের ছবি লাগবে।
  9. আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপিসদস্য কর্তৃক স্বাক্ষর সহ সীল বাধ্যতামূলক।
  10. আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র আবেদন জমা দেওয়ার সময় মূলকপি প্রদর্শন করতে হবে।
  11. উপরোক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদনপত্র কোন প্রকার গ্রহণযােগ্য নয়।

জন্ম নিবন্ধন আবেদন অনলাইন পদ্ধতি ২০২২?

জন্ম নিবন্ধন এখন খুবই সহজ–জন্ম নিবন্ধনে ভুল ভ্রান্তি এড়াতে অনলাইনে নিজের জন্ম নিবন্ধন নিজেই সম্পন্ন করতে পারবেন। তাছাড়া বাবা মা চাইলে তার সন্তানের জন্ম নিবন্ধনের আবেদন করতে পারেন। দেশের নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন কাজটি অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রথমত আপনি অনলাইনে আপনি জন্ম নিবন্ধন আবেদন করে প্রিন্ট কপি ও কাগজপত্র নিয়ে ইউপি বা পৌরসভায় উপস্থিত হয়ে নির্ধারিত ফি প্রধান করে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে। আবেদন করার ৩-৭ দিনের মধ্যেই আপনি জন্ম নিবন্ধন সনদ পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধনের জন্য অনলাইনেই আবেদন করা যায়। আপনি চাইলে এখন আর ফরম পূরণ না করে নির্ভুল ভাবে জন্ম নিবন্ধন আবেদন নিজেই করতে পারেন। আপনার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে অনলাইনের জন্ম নিবন্ধন আবেদন করুন ঘরে বসেই।

খাজনা বা ভূমিকর পরিষদের রশিদ যদি জমা দেন তবে মনে রাখবেন যে, চলতি বছরের কর পরিশোধ করেছেন কিনা চেক করে নিন। কারণ ভূমিকর আদায়কারী কর্তৃপক্ষ যেহেতু ইউপি বা পৌর সভা তাই তারা হালনাগাদ তথ্য চাইতে পারে।

অনলাইন জন্ম নিবন্ধন ২০২২ । শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন

Related posts:

3 comments

  1. বাবার মৃত্যু হয়েছে ১৯৭৫ সালে মাতার মৃত্যু হয়েছে ১৯৮০ সালে সে সময়ের শুধু কবরস্থানের যে নরমাল সার্টিফিকেট দেওয়া হত সেই সার্টিফিকেট আছে। ঐ সার্টিফিকেট দিয়ে কি ভাবে অনলাইন মৃত্যু নিবন্ধন করা যাবে। আপনার পরামর্শ চায়।

    1. অসুবিধা নাই। আপনি ইউপি বা পৌরসভায় যোগযোগ করুন। করে দিবে। যাদের কোন তথ্য নাই তাদেরও মৃত্যু সনদ হয়। দাদা দাদি ও নানা নানির জমির দলিল বা যে কোন প্রমানক নিয়ে গেলেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *