BKMEA Training Circular 2022 । RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

BKMEA Training Circular 2022 । RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

গার্মেন্টস খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? – অনার্স মাস্টার্স করে থাকলে কোর্সটি আপনার জন্য প্রযোজ্য – RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২২

Skills for Employment Investment Program (SEIP) – BASIS, through Skills for Employment Investment Program (SEIP) will to train up 7,450 over the contract period of 2 years. BASIS institute of Technology & Management (BITM) is planning to proposed Eleven courses for new entrants and Four courses for up skilling programs and Four courses for vendor examination under this SEIP project.

SEIP বিনামূল্যে প্রশিক্ষণ চলছে-  Social Compliance & Human Resource Management, Safety Management for RMG, Apparel Merchandising, Industrial Engineering & Lean Manufacturing, Production Planning & Supply Chain Management, Computerized Sweater Machine Operation কোর্সগুলো আপনি বিনামূল্যেই করতে পারবেন। এসব কোর্স করে আপনি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন।

প্রশিক্ষণ মেয়াদ কত দিন? ক্লাসরুম প্রশিক্ষণ ৪ মাস- সপ্তাহে ৪ দিন, প্রতিদিন ৩ ঘন্টা। ইন্টার্নশীপ ২মাসঃ যে কোন শিল্প কারখানা/ প্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৮ ঘন্টা। দরিদ্র, নারী, উপজাতি এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীদের সাটিফিকেট ও ভাতা প্রদান এবং প্রদান এবং গার্মেন্টস শিল্পে চাকরি পাবার ক্ষেত্রে সহযােগিতা করা হবে।

আবেদন ফরম জমার শেষ তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২২ইং আবেদন ফরম www.bkmea.com ওয়েব সাইট এর (Notice Board) ও facebook.com/seipbkmea থেকে সংগ্রহ করা যাবে। It’s a great opportunity to be a part of iART-BKMEA. Click here to Download SEIP Trainee Application Form: https://new.bkmea.com/…/SEIP-Trainee-Application-Form.docx

BKMEA Training Circular 2022 । RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

আমি টেক্সটাইলে ডিপ্লোমা করেছি এখন আমাকে ইন্টার্নশিপ করতে হবে-আমি কিভাবে আবেদন করব আমাকে একটু জানাবেন-বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়ুন: ফরম সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

BKMEA Training Circular 2022 । RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

আমি বাংলায় অনার্স করেছি এবং মাস্টার্স পরীক্ষা দিয়েছি। নারায়ণগঞ্জ থেকে আমি কোন কোর্সে আবেদন করলে চান্স পেতে পারি? ২ এবং ৫ নংটি করতে পারেন।

বিনামূল্যে গার্মেন্টস কোর্স করতে কি কি কাগজপত্র লাগবে?

  1. প্রার্থীকে সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তােলা ১ কপি ছবি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
  2. SEIP-এর অধীনে পরিচালিত কোন সংস্থা বা ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বা সম্পন্নকারীদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই।
  3. শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন।
  4. কর্তৃপক্ষ প্রশিক্ষণ সংক্রান্ত যে কোন প্রকারের পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা রাখেন।

আবেদন ফরম সংগ্রহ, জমা ও ট্রেনিং গ্রহণের স্থান কোথায়?

সংশ্লিষ্ট কেন্দ্র হতে আবেদন ফরম সংগ্রহ করতে হবে – যারা ঢাকায় থাকেন তাদের ক্ষেত্রে প্ল্যানার্স টাওয়ার (১৮তম তলা), ১৩/এ, সােনারগাঁও রােড, বাংলামটর, ঢাকা-১০০০ ঠিকানা হতে ফরম সংগ্রহ, জমা এবং ট্রেনিং গ্রহণ করতে হবে। যদি অতিরিক্ত তথ্যে প্রয়োজন হয় তবে আপনি ফোন: ৮৮০ ২ ৫৮৬১৫৯৬৪ অথবা মােবাইলঃ ০১৯১৪-৩৯০৩৯৯  নম্বরে কল করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

BKMEA Training Circular 2022 । RMG সেক্টরে বিনামূল্যে প্রশিক্ষণ বিজ্ঞপ্তি সংগ্রহ করুন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *