ড্রাইভিং লাইসেন্স কেন এতে জরুরি? – প্রায় ১২ লক্ষ ড্রাইভিং স্মার্ট কার্ড প্রিন্ট করা হয়েছে – ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালালে ৫০০০ টাকা জরিমানা গুণতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া কারাদন্ড হতে পারে। ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২২ । হেলমেট না থাকলে জরিমানা কত টাকা

বিতরণের জন্য অপেক্ষমাণ ১১,৬৭,৮৯৬টি ড্রাইভিং লাইসেন্স ইতােমধ্যে প্রিন্ট করে বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিসে প্রেরণ করা হয়েছে এবং তন্মধ্যে প্রায় ০৭ লক্ষ লাইসেন্সের বিতরণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট লাইসেন্স বিতরণের জন্য আবেদনকারী বরাবর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে এসএমএস প্রেরণ করা হচ্ছে। লাইসেন্স সরবরাহের তথ্য বিআরটিএ’র ওয়েবসাইট (www.brta.gov.bd)-এ আপলােড করা হয়েছে। ওয়েবসাইটের http://my.brta.gov.bd/dl status.php লিঙ্কে ক্লিক করে লাইসেন্স গ্রহণের তথ্য জানা যাবে। Driving license check online । অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

BRTA-এর ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্ক থেকে তথ্য জেনে সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে। এ বিষয়ে কোন অভিযােগ বা পরামর্শ থাকলে chaiman@brta.gov.bd ইমেইলে প্রেরণের জন্য অনুরােধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবর্তন কর্তৃপক্ষ।

আপনার ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট দপ্তরে চলে এসেছে/ অনলাইনে চেক করে বিআরটিএতে খোজ নিন লাইসেন্স এসেছে কিনা । মেসেজ আসলে তো নিশ্চিত হতে পারবেন।

মোবাইলে মেসেজ পাওয়ার ১ সপ্তাহ বা ৫ কর্মদিবস পরে বিআরটিএ অফিসে যাবেন। যাদের ফিংগার ও ছবি তোলা জুন ২০২১ এর পূর্বে হয়ে তারা মেসেজ পাচ্ছেন।

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ২০২২ । ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো

Caption: BRTA Driving Licence Ready for delivery message

ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক । যেভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা তা চেক করবেন।

  1. Go to Play Store BRTA DL Checker
  2. Download And install App and Open it
  3. Input DM1253/12 or DM12523 number
  4. only Reference No or Driving licence number
  5. as like TPM09847B
  6. Click Submit
  7. Done

হেলমেট এর মামলা কত টাকা?

সেই উদ্দেশে ১৯৯৮ সালের মোটর ভেহিকেলস আইনে নতুন কিছু সংযোজন করেছে সরকার। এই নয়া নীতিতে উল্লেখ করা হয়েছে, যদি দু-চাকায় কেউ সঠিকভাবে হেলমেট না পরে তাহলে ১০০০ টাকা জরিমানা করা হবে। কোন কোন ক্ষেত্রে জরিমানা করা হবে? মোটরবাইক চালক ও তার সওয়ারি যদি বেল্ট না বেঁধেই হেলমেট পরতে হবে।

https://technicalalamin.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d/