ভর্তি সহায়তা প্রদান বিজ্ঞপ্তি ২০২৫প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হয়। ইতােমধ্যে সকল বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে (http://www.eservice.pmeat.gov.bd/admission)-লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে । ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়ােজনীয় কাগজপত্র আপলােড করে শিক্ষার্থীকে আগামী ০৫/০৩/২০২৫ খ্রি:থেকে ১০/০৩/২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত

শিক্ষা সহায়তা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করুন / ভর্তির টাকা নাই? এখনই অনলাইনে আবেদন করুন।

ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা- আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হয়।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা ২০২৫

  1. সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন
  2. তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
  3. অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
  4. প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
  5. মোবাইল ভেরিফিকেশন করুন
  6. লগইন করুন
  7. আবেদন করুন
  8. ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে?

আবেদন করতে যা যা লাগবে –ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে), পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) ।