Evaly Mobile Offer 2021 - Technical Alamin
Online Shopping Mall

Evaly Mobile Offer 2021

Evaly Mobile offer is often available in evaly. কম দামে বা ডিসকাউন্টেড প্রাইজে মোবাইল পাওয়া যায়। আপনি আপডেটেড কোন মোবাইল ফোন বাজার মূল্যের ২০-৩০% ডিসকাউন্টেড অফারে কিনতে পারবেন ইভ্যালি থেকেই। ইভ্যালি এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখান থেকে আপনি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন বা স্মার্ট ফোন ৫০% পর্যন্ত ডিসকাউন্ট অফারে কিনে নিতে পারেন।

কিভাবে ইভ্যালি থেকে স্মার্ট অথবা ফিচার ফোন স্বল্প মূল্যে কেনা যায়?

আপনি ইভ্যালি প্লাটফর্ম থেকে প্রতি শুক্রবার রাত ১০ টার সাইক্লোন অফার থেকে ৫০% পর্যন্ত ডিসকাউন্টে মোবাইল ফোন কিনতে পারবেন। এছাড়াও কুইক ডিল বা ফ্লাশ আওয়ার থেকেও নিত্য নতুন মোবাইল ফোন কিনে নিতে পারেন। আপনি নিয়মিত ইভ্যালিতে চোখ রাখলে ইভ্যালি আর্থকোয়াক অফার থেকে স্বল্প মূল্যে নতুন ব্র্যান্ডেড ফোনগুলো অর্ডার করতে পারেন।

ইভ্যালি অফারের ফোন কত দিনে পাওয়া যায়?

ইভ্যালি অফার থেকে যদি ফোন অর্ডার করেন তবে আপনাকে প্রি পেমেন্ট করতে হবে। যদিও ইভ্যালির শর্ত সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যেই আপনি আপনার মোবাইল ফোন পেয়ে যাবেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে অগ্রিম পেমেন্ট করেও কোন কোন ক্ষেত্রে ৪ মাসও অপেক্ষা করতে হতে পারে। তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কোন কোন ক্ষেত্রে ফোন অর্ডার করার ১৫ দিনের মধ্যেও পেয়েছি। তবে সাধারণত এই প্লাটফর্মে কোন ফোন অর্ডার দিলে ৩ মাস পরে পাবেন এই চিন্তা মাথায় রেখেই অর্ডার করতে হবে। তবে আমি আজ পর্যন্ত আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য যতগুলো স্মার্টফোন বা ফিচারফোন কিনেছি তার কোনটির অর্থ মার যায়নি বা পন্য পাইনি এমন হয়নি। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে কোন পন্য স্টকআউট হলে পন্যটির পেমেন্ট করা অর্থ রিফান্ড করা হবে।

রিফান্ড পেতে কত দিন লাগে?

হ্যাঁ, কোন পন্য অর্ডার করার পর আপনার অর্ডারটির বয়স ৩ মাস হলেও আপনির অর্ডার ক্যানসেল হতে পারে। স্টক আউট ইস্যু দেখিয়ে বা অন্য কোন কারণে অর্ডার ক্যানসেল হতে পারে। ক্যানসেল কৃত অর্ডারের পন্য হাতে পেতে আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করা লাগতে পারে। রিফান্ড ইস্যু করার পর আপনি আপনার অর্থ ফেরত পেতে ২ মাসও লাগতে পারে।

তবে আপনি যদি বিক্রির জন্য বা কম দামে মোবাইল কিনতে চান তবে ইভ্যালি আর্থকুয়াক বা সাইক্লোন অফার থেকে অর্ডার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *