স্মার্ট লাইফস্টাইলের জন্য আপনার পছন্দের Refrigerators and Freezers নিয়ে বিশ্বমানের ব্র্যান্ড Jamuna আসছে Evaly T7-এ, আজ ১১ আগস্ট, বুধবার ঠিক রাত ৯ টায়!
অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র ১০% পেমেন্ট। এরপর ‘Payment before Delivery’ মেথডে অর্থাৎ, কনফারমেশন মেসেজ পেয়ে বাকি টাকা পরিশোধ করুন।
মাত্র ৭ দিনে ডেলিভারি তো আছেই, সাথে এক্সক্লুসিভ ePoints এবং প্রিমিয়াম কাস্টমার সার্ভিস পেতে চোখ রাখুন: https://evaly.com.bd/campaign
‘নগদ’ দিয়ে পেমেন্ট করে উপভোগ করুন ১০% সাশ্রয় (৫০০ টাকা পর্যন্ত)
দুর্দান্ত সব ডিল-এ আপনার পছন্দের ব্র্যান্ড ও শপের বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করুন!
Evaly T7 এবং এর ePoints সিস্টেম:
‘Evaly T7’ এর মাধ্যমে করা যেকোনো অর্ডার ৭ কার্যদিবসের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
১। Evaly T7 থেকে প্রতি ১ টাকার কেনাকাটায় থাকছে ১ ePoint। অর্থাৎ ৫,০০০ টাকা মূল্যের একটি অর্ডারে কাস্টমার পাচ্ছেন ৫,০০০ ePoints।
২। ePoints-এর উপর ভিত্তি করেই নির্ধারন করা হবে আপনার ইভ্যালি প্রোফাইলের ক্যাটাগরি। যেমন: প্লাটিনাম, গোল্ড, সিলভার ইত্যাদি। এছাড়া আপনার জন্য ইভ্যালি ও ইভ্যালি’র অন্যান্য পার্টনার অর্গানাইজেশনের স্পেশাল সুবিধা তো আছেই।
বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে “Evaly T7”-এর যেকোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেয়ার অধিকার ইভ্যালি কর্তৃপক্ষ বহন করে।
ইভ্যালি আপনার, তাই আপনার সুবিধার জন্যই আমাদের সকল প্রচেষ্টা।