GPF Nominee Change formআপনি কি নমিনি এন্ট্রির জন্য মেসেজ পেয়েছেন? উদ্বিগ্ন হওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে কোন নমিনি পরিবর্তনের ফরমও সংগ্রহ করতে হবে না। আইবাস++ এ লগিন করে নমিনি এন্ট্রি করলেই ফরম দেখাবে সেখান থেকে নমিনি ফরম প্রিন্ট করে স্বাক্ষর করত: পুনরায় আপলোড করতে হবে।

যদি সেল্ফ ড্রয়িং অফিসার হউন- আপনি ibas++ এ লগইন করুন, স্ক্রীনের বামপাশে GPF subscriber entry/GPF subscriber nominee entry তে নমিনীর তথ্য (নাম, NID/Birth certificate no. Address, percentagepercentage of share) দিয়ে অনলাইনে পূরণ ও সেইভ করুন। তারপর এটা প্রিন্ট করে ২ জন সাক্ষীর স্বাক্ষর ও সীল, আপনার স্বাক্ষর ও সীল দিয়ে পিডিএফ ফরমেটে একসাথে দুই পেইজ স্ক্যান করুন।

GPF Subscriber Nominee Entry

নতুন করে ibas++ এ লগইন করে তথ্য যাচাই করুন ও পিডিএফ আপলোড করুন। এবার সাবমিট করে দিন। হিসাবরক্ষণ অফিস এপ্রোভ করলেই কাজ শেষ। যতক্ষন পর্যন্ত আপনি হিসাবরক্ষণ অফিসার কর্তৃক অনুমোদন না করাবেন ততক্ষণ পর্যন্ত মোবাইলে মেসেজ আসতেই পারে।

আইবাস++ এ নমিনি এন্ট্রি করতে হবে / Complete Your Nominee Entry and Approved by Accounts office

ম্যানুয়াল পদ্ধতিতে নিচের ফরমটি আর পূরণ করে জমা দেয়ার প্রয়োজন নেই।

জিপিএফ নমিনি পরিবর্তনের ফরম

Caption: ibas++ Nominee Entry is enough for Nominee change

অনলাইনে আইবাস++ এ কিভাবে নমিনি এন্ট্রি করতে হবে?

  1. Login to ibas++ by user id and password provided by the accounts office
  2. Go to GPF subscriber Nominee Entry
  3. Name and GPF Number will be general Automatically by ibas++
  4. Fill up the new nominee info entry form by selecting inputting the info
  5. Select Adult or Minor (Minor can be nominated)
  6. NID or Birth registration number
  7. Date of Birth, Nominee Name
  8. Guardian Name for minor
  9. Select Relations like daughter, son or spouse
  10. Address of Nominee
  11. Share of Total GPF Amount. You can nominate two-person by sharing percentage.
  12. Save and print nominee form
  13. Sign it and Signed by office authority
  14. Upload Nominee form and submit it
  15. just done

জিপিএফ হিসাব খোলার সময় যারা নমিনি তথ্য দিয়েছেন তাদেরও কি নমিনি এন্ট্রি করতে হবে?

জি। যারা পূর্বে শুরুতে নমিনি এন্ট্রি করেছেন তারাও এন্ট্রি করবেন শুধুমাত্র সেল্ফ ড্রয়িং অফিসারদের ক্ষেত্রে নমিনি এন্ট্রি আবশ্যই। পূর্বে যেভাবে নমিনি দিয়েছেন একই ভাবে দিতে হবে এমন নয়। আপনি চাইলে নমিনি পরিবর্তন করতে পারেন, এক্ষেত্রে হার্ড ফরমে আবেদন করার প্রয়োজন নেই এন্ট্রি করলেই চলবে। কর্মচারীদের নমিনি এন্ট্রি করার ক্ষেত্রে ডিডিও’র মোবাইলে মেসেজ কোড বা ওটিপি যাবে। সেটি ব্যবহার করে নমিনি এন্ট্রি সম্পন্ন করতে হবে এবং হিসাবরক্ষণ অফিস কর্তৃক অনুমোদন করাতে হবে।

শুধু কর্মকর্তাদের ক্ষেত্রেই কেন নমিনি এন্ট্রি দিতে হচ্ছে? কর্মচারীদের কি লাগবে না?

কর্মকর্তাদের যখন ইএফটি করা হয়েছে তখন হিসাবরক্ষণ অফিস কর্তৃক নমিনি সঠিক ভাবে এন্ট্রি করা হয় নাই তাই তথ্যগুলো পুনরায় দিতে হচ্ছে। কর্মচারীদের বেতন ভাতা ইএফটি’র সময় নমিনি এন্ট্রি সঠিক ভাবে করা হয়েছে তাই কর্মচারীদের প্রয়োজন নেই। তবে কর্মচারীদের যাদের নমিনি এন্ট্রি সঠিকভাবে হয়নি তাদের এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে ডিডিও আইডি কর্তৃক এন্ট্রি করার সুযোগ নেই। হিসাবরক্ষণ অফিসের মাধ্যমেই এন্ট্রি করতে হবে।

https://ibas2.xyz/gpf-subscriber-nominee-entry-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%8f/