জিপিএফ মুনাফার হিসাব ২০২৪ – প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে।

যদি কারণ জিপিএফ ৩৫ লাখ অতিক্রম করে এবং প্রারম্ভিক জের ৩৩ লক্ষ ৮০ হাজার হয় এবং চাঁদা ১ লক্ষ ২০ হাজার জমা হয় তবে প্রথম ১৫ লক্ষ ভলিয়ম বা স্ল্যাবের উপর ১৩% মুনাফা এবং দ্বিতীয় স্ল্যাব বা ভলিয়ম ১৫ লক্ষ অর্থাৎ ৩০ লক্ষ পর্যন্ত ১২% এবং তৃতীয় স্ল্যাব বা ভলিয়ম ৩ লক্ষ ৮০ হাজারের উপর ১১% এবং প্রতিমাসে জমার উপর ক্রমপুঞ্জিভূত অর্থের উপর ১১% হার প্রযোজ্য হইবে।

নিম্ন চাঁদা জমাকরণ বা ছোট বিনিয়োগকারী কর্মচারী বা কর্মকর্তাগণের অর্থাৎ যাদের জমা ১৫ লক্ষ টাকার নিচে তাদের ক্ষেত্রে কোন মুনাফার তারতম্য হয়নি। ছোট মুনাফা ভোগীর ক্ষেত্রে ১৩% মুনাফাই কার্যকর রয়েছে। তাই আপনার প্রারম্ভিক জমা যদি ১৫ লক্ষ টাকার নিচে বা ৫-১০ লক্ষ টাকার মধ্যে যাদের জমা বা প্রারম্ভিক জমা বা চাঁদা জমা হচ্ছে তাদের মুনাফা ১৩% প্রযোজ্য হইবে। GPF Calculation Excel Sheet । সূত্রের মাধ্যমে জিপিএফ হিসাব কার্যকর নয়।

GPF Profit Calculation by Slabs / জিপিএফ Interest Calculation হয় স্ল্যাব বা ভলিয়ম অনুসারে।

১৫ লাখের উপর ১৩% হারে ১,৯৫,০০০ টাকা, পরবর্তী ১৫ লক্ষ টাকার উপর ১২% হারে ১,৮০,০০০ এবং অবশিষ্ট ২২,৪৪,১০.৩৮ টাকার উপর ১১% হারে ২,৪৬,৮৪১.১৪ টাকা মুনাফা জমা হয়েছে এবং প্রতিমাসের জমার উপর ১১% হারে ১৩,২১১.০০ টাকা জমা হয়েছে। মোট মুনাফা দাড়াল ৬,৩৫,০৫২.১৪ টাকা। যদি প্রারম্ভিক জের এবং জমার উপর ১৩% মুনাফা ধার্য্য হত হবে আরও অনেক বেশি মুনাফা আসতো। প্রমানক হিসেবে দ্বিতীয় প্যারার জিপিএফ স্লিপ দেখে নিতে পারেন।

স্ল্যাব ভিত্তিক মুনাফার হিসাব অটো হয়। আইবাস++ সফটওয়্যারে সেট করা রয়েছে। তাই প্রারম্ভিক জের ও চাঁদা ঠিকমত জমা হয়ে থাকলে মুনাফার হিসাব ঠিক আছে। তাছাড়া প্রতিমাসে এখন ইএফটিতে বেতন ভাতা পরিশোধ করা হয় বিধায় চাঁদা জমায় ভুল হওয়ার সুযোগ নেই।

জিপিএফ স্লিপ মুনাফা হিসাব ২০২৩-২৪ অর্থবছর

জিপিএফ মুনাফা এমন হওয়ার কারণে জিপিএফ ধারীরা ঠকে গেল না?

হ্যাঁ– তা বলতেই পারেন। মূলত সঞ্চয়পত্রে মুনাফার হার এমন করার কারণে জিপিএফ মুনাফা নিয়ে পত্রিকায় লেখালেখি করা হয় এবং দাবী উঠে যে, সরকারি কর্মচারীদের জিপিএফ মুনাফা কেন কমানো হবে না? এটি মূলত মানি ম্যানেজমেন্ট এবং মূল্যস্ফিতিকে নিয়ন্ত্রণের জন্যই করা হয়েছে। ভবিষ্যতে আরও কমে যেতে পারে মুনাফার হার সে আশঙ্কাও রয়েছে।

জিপিএফ মুনাফা কমানোর প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনের ২ নং অনুচ্ছেদের স্পষ্ট করেই বলা হয়েছে যে, বর্ণিত ছক অনুসারে স্লাবভিত্তিক হারসমূহকে সর্বোচ্চ হার হিসেবে বিবেচনায় নিয়ে সিপিএফ এ জমাকৃত আমানতের উপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করা হবে। ১১% এ নেমে আসলো জিপিএফ মুনাফার হার!

https://technicalalamin.com/ibas-gpf-calculator-%e0%a5%a4-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be/