Hajj Package Bangladesh 2025 । নতুন প্যাকেজে ৪,৭৮,২৪২ টাকায় হজ্জ করা যাবে? - Technical Alamin
Latest News

Hajj Package Bangladesh 2025 । নতুন প্যাকেজে ৪,৭৮,২৪২ টাকায় হজ্জ করা যাবে?

অনলাইনেই হজ্জ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যায় এবং আপনি টাকাও ঘরে বসেই জমা দিতে পারবেন – Hajj Notice 2025

এবার হজ্জ করতে কত টাকা লাগবে? হজ প্যাকেজ ১৪৪৬ হিজরি/ ২০২৫ খ্রিস্টাব্দ মোতাবেক ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ (২০২৫ সনের ৫ জুন) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৫ সনে বাংলাদেশের হজযাত্রীর কোটা ১,২৭,১৯৮ জন করবে। সরকারি মাধ্যমের হজ প্যাকেজ ২টি (ক) সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য: ৪,৭৮, ২৪২ টাকা এবং অন্যটি (খ) সাধারণ হজ প্যাকেজ-২ এর মূল্য: ৫,৭৫,৬৮০ টাকা লাগবে।

বেসরকারি মাধ্যমের হজ করলে কি খরচ একটু বেশি? হ্যাঁ। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ মূল্য: ৪,৮৩,১৫৬ টাকা লাগবে। সাধারণ হজ প্যাকেজ গ্রহণপূর্বক এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। এ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন থাকবে। বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা থাকবে। মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।

প্যাকেজে হজ করলে সুবিধা কি? মক্কায় হারাম শরীফের বহিঃচত্ত্বর হতে ৩ কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরীফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। মদিনায় মসজিদে নববী হতে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে আবাসন থাকবে। মিনায় গ্রীন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা থাকবে। মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ্-মুযদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে।

হজ্জ নিবন্ধনে কত টাকা জমা দিতে হবে? প্রাথমিক নিবন্ধনের পর অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদানে ব্যর্থ হলে তিনি হজে যেতে পারবেন না এবং হজযাত্রীর নিবন্ধনের ক্রম অনুসারে সরকারি মাধ্যমের ভাড়াকৃত বাড়ির মধ্যে হারাম শরীফ হতে অপেক্ষাকৃত কাছের বাড়ি অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা প্রদানের পর প্যাকেজ পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

www.hajj.gov.bd 2025 । Hajj gov bd । প্রাক নিবন্ধন ফি ২৯ হাজার টাকা ধার্য্য করা হয়েছে

৪৬ জন হজযাত্রীর জন্য ১ জন হজ গাইডের ব্যবস্থা থাকবে। প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ ন্যূনতম ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং দমে শোকর (কুরবানী) বাবদ ৭৫০ (সাতশত পঞ্চাশ) সৌ. রি. আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে। অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কা ও মদিনার বাড়ি/হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।

২০২৫ সালের হজ প্যাকেজ এর সুবিধাসমুহ

Caption: Hajj Notice

অনলাইনে হজ্জ প্রাক নিবন্ধন করার নিয়ম । ফোন করে হেল্প নেওয়া যাবে নিবন্ধনে সমস্যা হলে

  1. হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব ব্যতিত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের টাকা কোন ব্যক্তির নিকট নগদ প্রদান করা যাবে না এবং হজ এজেন্সিও নগদ অর্থ গ্রহণ করতে পারবে না;
  2. হজ কার্যক্রমের সকল সেবা ও প্যাকেজ মূল্য বিস্তারিত উল্লেখপূর্বক হজযাত্রী ও এজেন্সির মধ্যে লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় হলে কোনো পক্ষের অভিযোগ গ্রহণযোগ্য হবে না;
  3. হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ হতে বিস্তারিত জানা যাবে;
  4. হজ সংক্রান্ত যে কোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে ও www.hajj.gov.bd হতে জানা যাবে;
  5. e-Hajj BD মোবাইল App ব্যবহার করে ঘরে বসে হজের নিবন্ধন ভাউচার তৈরি করুন।

প্রাক নিবন্ধন হজ্জ ফি কি একটু কমানো হল?

হ্যাঁ। সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে ট্রেন ব্যতিত নিবন্ধনের অপশন বাতিল করা হয়েছে। বিমান ভাড়া ও সৌদি আরবের ব্যয় বাবদ ২,০৫,০০০ টাকা জমা দিয়ে বেসরকারি এজেন্সিতে প্রাথমিক নিবন্ধন করা যাবে; ১০. হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি ০১/০১/২০১৪ তারিখ হতে ৩০,৭৫২ টাকার পরিবর্তে ৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *