IBAS++ BONUS BILL SUBMISSION । সরকারি কর্মচারীদের বোনাস বিল কি দাখিল করা যাচ্ছে? - Technical Alamin
ibas++ আইবাস++

IBAS++ BONUS BILL SUBMISSION । সরকারি কর্মচারীদের বোনাস বিল কি দাখিল করা যাচ্ছে?

বোনাস বিল এখন আইবাস++ এ দাখিল করা যায় এবং ব্যাংক হিসাবে ১-২ দিনের মধ্যে টাকা ঢুকে যায়–IBAS++ BONUS BILL SUBMISSION

আইবাস++ কি?– আইবাস++ হচ্ছে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (Integrated Budget and Accounting System) এর সংক্ষিপ্ত রূপ। এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি ইন্টারনেট-ভিত্তিক সফটওয়্যার যা সরকারের বাজেট প্রণয়ন, বাস্তবায়ন, হিসাবরক্ষণ এবং রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করে। ইন্টারনেট-ভিত্তিক: যেকোনো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই সিস্টেম ব্যবহার করা যায়। সিস্টেমটি ব্যবহার করা সহজ এবং সরল। সিস্টেমটি ডেটা সুরক্ষার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। সিস্টেমটি বাজেট প্রণয়ন, বাস্তবায়ন, হিসাবরক্ষণ এবং রিপোর্টিং সহ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যায়।

উৎসব ভাতার বিল আইবাসে সাবমিট করার পর ডিডিও মাধ‍্যমে সাবমিট করতে হবে কিনা? না।এটি এসডিও কর্তৃক সরাসরি হিসাবরক্ষণ অফিসে দাখিল হয়। তবে ডিডিও আইডি’র বাজেটে হিট করে তাই বাজেট থাকা আবশ্যক। উৎসব ভাতা কোড ৩১১১৩২৫ তে পর্যাপ্ত বাজেট না থাকলে বিল দাখিল করা যাবে না। সরকারি কর্মচারীদের বিল দাখিল করতে গিয়ে দেখা যাচ্ছে বিল এন্ট্রিতে কোন কর্মচারীর নাম দেখাচ্ছে না। আবার কারও ক্ষেত্রে ২ বা ৪ জন কর্মচারীর নাম আসছে। এটি মূলত হচ্ছিল আইবাস++ অ্যালগরিদম আপডেটের কারণে পরবর্তীতে ঠিক হয়ে গিয়ে আশা করছি সবারই। অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে।

উৎসব ভাতার বিল অনলাইনে দাখিলের নিয়ম / মুহুর্তেই বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করা যায়

অফিসার ও কর্মচারীদের বিল সরাসরি হিসাবরক্ষণ অফিসে প্রেরিত হয় এবং ১-২ দিনের মধ্যে ব্যাংক হিসাব ক্রেডিট হয়।

iBAS++ Eid Ul Fitr April 2024 Bill Submission । ঈদ উল ফিতর বোনাস বিল কি দাখিল করা যাচ্ছে?

Caption: EID UL Fitr (APRIL-2024) is now open to submit staff or officer’s Festival bill.

Festival Bill Submission । আইবাস++ হতে যেভাবে উৎসব ভাতার বিল দাখিল করবেন

  1. আইবাস++ ডিডিও আইডি পাসওয়ার্ড দিলে লগিন করে Budget Execution এ গিয়ে ফের Budget Execution
  2. online Pay bill
  3. Staff Festival Pay bill Entry তে গিয়ে Festival Fiscal Year সিলেক্ট করতে হবে।
  4. Festival Type,
  5. DDO সিলেক্ট
  6. Employee Type>Bill Group সিলেক্ট করে GO ক্লিক করলেই মুসলিম কর্মচারীদের মূল বেতন বোনাস আকারে দেখাবে এবং
  7. পার্শ্বে Select All ক্লিক করে সকল Employee Select করে নিচের Save ক্লিক করলেই বিল এন্ট্রির কাজ সম্পন্ন হয়ে যাবে।
  8. পরবর্তীতে Employee Pay bill Submission এ গিয়ে বিল Submit সম্পন্ন করতে হবে।

কর্মচারীদের উৎসব ভাতার বিল প্রিন্ট করে কিভাবে?

যেভাবে বেতন বিল প্রিন্ট করতে হয় ঠিক একই ভাবে টোকেন নম্বর কপি করে নিয়ে উৎসব ভাতা বা বোনাস বিল প্রিন্ট করতে হবে। উৎসব ভাতার প্রিন্ট করার জন্য আলাদা কোন অপশন নেই। উৎসব ভাতার ক্ষেত্রে Summary bill Print করা যায়। Details Bill প্রিন্ট হয় না। এছাড়াও সামারিতে কোন টোকেন নম্বর, অফিসের নাম ইত্যাদি আসে না। এগুলো হাতে লিখে দিতে হবে। খেয়াল করে টোকেন নম্বরও হাতে লিখে দিতে হবে।  আইবাস++ আপডেট হলে সামনে অবশ্যই এ সমস্যা থাকবে না।

https://bdservicerules.info/ibas-eid-ul-fitr-april-2024-bill-submission/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *