আয়কর আইনের ধারা ৮৬ অনুযায়ী উৎসে ট্যাক্স ২০২৫ । চাকরি হতে কত টাকা আয় করলে কর দিতে হবে?
সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষকদের বেতন হতে কর্তৃপক্ষ উৎসে কর কর্তনের বিধান কার্যকর করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং সে হিসেবে প্রতিমাসে শিক্ষক বা অন্যদের করযোগ্য আয় থাকলে আয়কর মাসিক ভিত্তিতে কর্তন করতে হবে– আয়কর আইনের ধারা ৮৬ অনুযায়ী উৎসে ট্যাক্স ২০২৫
স্কুল শিক্ষকরা কি কর কেটে বেতন পাবেন? হ্যাঁ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারীদের আয়কর আইন-২০২৩ এর ধারা ৮৬ এর বিধান প্রতিপালন বিষয়ে কর কমিশনারের কার্যালয়, উৎস কর ব্যবস্থাপনা ইউনিট থেকে পত্র প্রেরণ করা হয়েছে। উক্ত পত্রের আলোকে সিদ্ধান্তের জন্য নথিটি ১২/০৫/২০১৫ তারিখে অনুষ্ঠিত মে-২০২৫ মাসের এমপিও কমিটির সভায় উপস্থাপন করা হয়। সভায় “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারীদের আয়কর আইন-২০২৩ এর ধারা ৮৬ এর বিধান প্রতিপালন বিষয়ে সকলকে অবহিত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।”এমপিও কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়টি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশক্রমে অবহিত করা হয়েছে।
কত টাকা বেতন পেলে আয়কর দিতে হবে? বার্ষিক ৩,৫০,০০০ টাকা আয় করতে হলে বেতন ও বোনাস মিলে গড়ে ৩৫০,০০০/১৪ = ২৫,০০০ টাকার উপরে মুল বেতন হতে হবে। অন্যান্য ভাতাদি করমুক্ত আয় তাই সেগুলো হিসেবে আসবে না। যেমন বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও অন্যান্য ভাতা। করমুক্ত আয়সীমা ব্যক্তিশ্রেণির পুরুষ করদাতার ক্ষেত্রে ৩ লাখ ৫০ হাজার টাকা, নারী অথবা ৬৫ বছরের অধিক পুরুষ করদাতার ক্ষেত্রে সাড়ে ৪ লাখ টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে ৪ লাখ ৭৫ হাজার টাকা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৫ লাখ টাকা।
বেতন হতে কর কি কেটে রাখার বিধান আছে? হ্যাঁ। জুলাই থেকে নভেম্বর এর মধ্যে স্বার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যায়। এর পর রিটার্ন দাখিল করতে হলে আয়কর অফিসে গিয়ে নভেম্বর এর মধ্যে সময় বৃদ্ধির আবেদন করতে হবে। অন্যথায় ন্যূনতম 1,000 টাকাসহ প্রতিদিন 50/- টাকা করে জরিমানার বিধান রয়েছে। চাকুরিজীবীদের বেশিরভাগ সময় নভেম্বর মাসে অফিসে গিয়ে ভিড় করতে দেখা যায়। যা দুঃখজনক। জুলাই এর ১ তারিখ থেকেই রিটার্ন দাখিলের সময় শুরু হয়ে গেছে।
নিয়োগকারী কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করতে বাধ্য করতে পারেন। বেতন হতে কর কর্তনের বিধান রয়েছে
উৎসে ট্যাক্স ডিডাকশন ( টিডিএস ) হল একটি ভারতীয় উইথহোল্ডিং ট্যাক্স যা আয়, লভ্যাংশ বা সম্পদ বিক্রয়ের উপর কর সংগ্রহের একটি মাধ্যম যা প্রদানকারীকে (বা আইনি মধ্যস্থতাকারী) প্রাপকের কাছে ব্যালেন্স পরিশোধ করার আগে বকেয়া ট্যাক্স কাটার (এবং রাজস্ব কর্তৃপক্ষের কাছে কর)।
Caption: Info source
সর্বনিম্ন আয়কর সীমা ২০২৫ । বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে কর দিতে হবে?
- পুরুষ করদাতা: ৩,৫০,০০০ টাকা
- মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা
- তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তি করদাতা: ৪,৭৫,০০০ টাকা
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা
ন্যূনতম কর কত টাকা দিতে হয়?
কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা আরও ৫০,০০০ টাকা বেশি হবে। পিতামাতা উভয়েই করদাতা হলে যেকোনো একজন এই সুবিধা পাবেন। মোট আয়ের পরিমাণ করমুক্ত আয়ের সীমার অধিক হলে করদাতার অবস্থানভেদে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ নিম্নরূপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা: ৫,০০০ টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা: ৪,০০০ টাকা। সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা: ৩,০০০ টাকা।
