এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে চাকরির জন্য কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত সাইট eps.boesl.gov.bd-এ কোরীয় ভাষা পারদর্শী প্রার্থীগণ চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ পাবেন –Korea Lottery Result 2023
BOESL Korea Lottery Final Registration? Today on 11 June, the EPS Korea Lottery result has been published. Candidates will download the result PDF and search for their ID. korean lottery result 2023 is now available in PDF format. Korea Lottery Result released on 11th June 2023 on boesl.eps.gov.bd. BOESL Korea Lottery 2023 registration result is available here. The selected candidates will take part in the language test by completing final registration.
ফৌজদারী মামলা থাকলে কি কোরিয়া যাওয়া যাবে? শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান যোগ্যতা থাকতে হবে। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে আবেদন করতে হবে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে)। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে।
মাদকাসক্ত থাকলে যাওয়া যাবে? কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
অপেক্ষমান তালিকা থেকে কি লোক নেয়া হবে? কোরীয় ভাষা পারদর্শীদের প্রাথমিক নিবন্ধন: কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) ‘তে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. তারিখ বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ কমিশন (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আগে নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার) এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। উক্ত প্রার্থী হতে নির্ধারিত তারিখ ও সময়ে কোনো প্রার্থী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে অপেক্ষমাণ তালিকার প্রার্থীগণ ক্রমানুযায়ী চূড়ান্ত নিবন্ধনের সুযোগ পাবেন।
লটারিতে নির্বাচিত হলেই কি কোরিয়া যাওয়া যাবে? / এটি নন-ভাষাভাষীদের জন্য প্রাথমিক ধাপ মাত্র
অপেক্ষমাণ ৭০০০ জনসহ মোট ২৭,০০০ (সাতাশ হাজার) জন (মূল তালিকা: ক্রমিক নং ১ থেকে ২০০০০ এবং অপেক্ষমাণ তালিকা ক্রমিক নং ২০০০১ থেকে ২৭০০০ পর্যন্ত) কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি)’তে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা XLS File
korea lottery 2023 result check PDF Download
কোরিয়ান লটারির টাইমফ্রেম দেখুন । দক্ষিণ কোরিয়ার জন্য চূড়ান্ত রেজিস্ট্রেশন টাইম ফ্রেম কত তারিখ?
- আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।
- অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)’তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
- আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
- আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
- চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।
- এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে।
কত তারিখের মধ্যে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে?
দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন- ২০২৩ (লটারি)’তে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। চূড়ান্ত নিবন্ধন শুরু হবে আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ৮.৩০ থেকে তাই সময়মত চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত রেজিস্ট্রেশন না করলে প্রি-নিবন্ধন বাতিল হয়ে যাবে।
কোরিয়া লটারিরর এক্সেল শীট আছে কি? হ্যাঁ। এখান থেকে ডাউনলোড করুন MS Excel File
কোরিয়া লটারি আবেদন করার নিয়ম । দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে?