জমি মাপার পদ্ধতি ২০২৫ । সরকারি আমিন দিয়ে জমি মাপার নিয়ম কি?
অনেকেই জমির পরিমাপ করতে চাই কিন্তু পারি না কারণ জমির পরিমান বের করার নিয়ম সম্পর্কে জানি না- তো চলুন জেনে নেয়া যাক – জমি মাপার পদ্ধতি ২০২৫
জমি পরিমাপ করার সূত্র জানেন কি? জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন, ( ফুট এককে) জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুন করে গুণফল যেটা পাবেন সেটা জমির পরিমান। জমির যে পরিমাণ পাবেন সেটা বর্গফুট এককে। যদি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জানা না থাকে মৌজা ম্যাপ থেকে মেপে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ ফুট এককে হিসাব করুন।
জমি পরিমাপের একক কি? জমির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ ৪৩ ফুট তাহলে এই জমির পরিমান ২৪০৮ বর্গফুট। সেগুলো প্রয়োজন অনুযায়ী হিসাব করে বের করে নিবেন। জমি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত একক গুলো সম্পর্কে। জমি পরিমাপের একক গুলো হলো – শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর।
শতাংশ কি? ১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট। এক বর্গফুট হলো ১ ফুট * ১ ফুট জমি। অতএব একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ গুন করে যদি ৪৩৫.৬ বর্গফুট হয় তাহলে ঐ জমির পরিমান ১ শতাংশ। কাঠা কি? ১ কাঠা = ১.৬৫ শতাংশ। সুতরাং কাঠা শতাংশ থেকে বড় জমি পরিমাপের একক। এছাড়াও জানতে হবে ১ বিঘা = ৩৩ শতাংশ, ১ বিঘা = ২০ কাঠা, ১ একর = ১০০ শতাংশ, ১ হেক্টর = ২৪৭ শতাংশ হয়। প্রাথমিক জ্ঞান মাথায় নিতেই হবে।
ফিতা দিয়ে জমি মাপার নিয়ম ২০২৫ । জমির মাপ ক্যালকুলেটর ব্যবহার করুন এব নকশা থেকে জমি মাপার নিয়ম জেনে নিন
ফিট স্কেল চেনার উপায় কি? – যে স্কেল এর ১ ইঞ্চি ৩৩০ ফুট ওইটায় ফিট স্কেল। ফিট স্কেল এ লেখা থাকে 1″=330′ । এই স্কেল দিয়ে নক্সা পরিমাপ করলে উভয় পাশে প্রতি ক্ষুদ্র ১ ঘর = ১০ ফিট বা ফুট ধরতে হবে। যে সকল ম্যাপ ১৬” = ১ মাইল স্কেলে তৈরি সে সকল ক্ষেত্রে। প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ ফিট হবে যে সকল ম্যাপ ৮০” = ১ মাইল স্কেলে তৈরি। এইগুলো মূলত ঢাকা শহরে অথবা অন্যান্য জেলা সদরে সিটি জরিপ বা বি আর এস নক্সা ৮০” = ১ মাইল মৌজা ম্যাপ হয়ে থাকে। এই সকল ম্যাপ পরিমাপের জন্য ফিট স্কেলের ১ ঘর ২ ফিট ধরতে হবে।Caption: Info Source
জমি পরিমাপের কিছু সূত্র ২০২৫ । চাইলে নিজেই আমিনশীপ কোর্স করে নিতে পারেন
- ১ লিংক=৭.৯২ ইঞ্চি।
- ১ লিংক=.৬৬ ফুট(দশমিক ৬৬ ফুট।)
- ১০০ লিংক=১ চেইন।
- ১ চেইন= ৬৬ ফুট।
- ১ চেইন= ৪৪ হাত বা ২২ গজ।
- ১২ ইঞ্চি =১ ফুট।
- ১৮ ইঞ্চি =১ হাত।
- ৩৬ ইঞ্চি = ১ গজ বা ৩ ফুট বা ২ হাত।
- ১ বর্গ চেইন= ১০ শতাংশ।
- ১০ বর্গ চেইন= ১ একর।
- ১০০০ বর্গ লিংক=১ শতাংশ।
- ১০০০০০ বর্গ লিংক= ১ একর।
- ৪৩৫.৬০ বর্গফুট=১ শতাংশ।
- ৪৩৫৬০ বর্গ ফুট=১ একর।
- ১৯৩.৬০ বর্গহাত = ১শতাংশ।
- ১৯৩৬০ বর্গহাত=১ একর।
- ৪৮.৪০ বর্গগজ=১শতাংশ।
- ৪৮৪০ বর্গগজ=১ একর।
- ১০০ শতাংশ=১ একর।
আমিন কিভাবে জমি মাপে?
সরকরি মাপে ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে = ০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মপে (মহানগরীর বাইরে) ৩০ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা। আমিনের ম্যাপে একটা চারকোনা জায়গার মাপে চারপাশে ৫৪.৪” এবং ৫৬.১” দেওয়া আছে। সরকারি আমিন দিয়ে জমি মাপাতে চাইলে আগের এসি ল্যান্ড এর কাছে আবেদন করতে হতো এবং এখন ইউপি বা পৌরসভার আমিন দিয়েই মাপাতে হয়। আমিনের জন্য আগেই রিকুজিশন দিয়ে রাখতে হয় এবং ফি বাবদ ৩০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে।
https://reportbd.net/%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF/