ভূমি মালিকগণের প্রতি জরুরি নির্দেশনা। ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল। ঘরে বসে জমির খাজনা তথা ভূমি উন্নয়ন কর দিন।
অনলাইনে খাজনা দিতে প্রয়োজনীয় প্রমাণপত্র
১। মোবাইল নম্বর
২। জাতীয় পরিচয়পত্র
৩। পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি
৪। নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি
৫। সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি।
ভূমি উন্নয়ন কর এর দাবী একবার নির্ধারণ হলে সংশোধন করা সহজে সম্ভব হবে না। তাই নির্ভুল ভূমি উন্নয়ন করা এর দাবি নির্ধারণের স্বার্থে উক্ত কার্যক্রমে ভূমি মালিকগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
বি:দ্র: ঘরে বসেই সেবা নিন এবং আপনার ভূমি মালিকানা নিষ্কন্টক রাখুন। বিষয়টি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।
সূত্র: ডাউনলোড