Masters Course এ ২ বছর মেয়াদী শিক্ষা বৃত্তি ২০২২
২০২২-২৩ শিক্ষাবর্ষে Masters in Actuarial Science এবং Masters in Actuarial Management বিষয়ে ২ বছর মেয়াদী বৃত্তির জন্য আবেদন আহবান – Master’s Course এ ২ বছর মেয়াদী বৃত্তি ২০২২
Masters in Actuarial Science এবং Masters in Actuarial Management Scholarship for two years–দেশে প্রয়ােজনীয় সংখ্যক একচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে Actuarial Science এবং Actuarial Management বিষয়ে মাস্টার্স প্রােগ্রামের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে ও নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
Application Deadline-আবেদনের সময়সীমা আগামী ৩০ জুন, ২০২২ তারিখ, বৃহস্পতিবার, বিকাল ০৫:০০ টা এবং কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন/পরিবর্ধন এবং যে কোন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তির আবেদন বিবেচনা/বাতিলের নিরঙ্কুশ ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদন ফরম কোথা হতে ডাউনলোড করা যাবে?- আগ্রহী প্রার্থীগণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলােড করতে পারবেন। আবেদন ফরম সংগ্রহ করুন: PDF Download, Word file Download
Masters in Actuarial Science এবং Masters in Actualrial Management in London University
Applicant age must be within 40 years
Caption: Scholarship for two years in London university. Download Circular 2022
মাস্টার্স বিষয়ে ২ বছর মেয়াদী কোর্সে শর্তসমূহ ২০২২
- ১ম বছর Masters in Actuarial Science ডিগ্রির জন্য যুক্তরাজ্যের City, University of London
43 Bayes Business School (Formerly Cass Business School) (258 Unconditional Offer Letter থাকতে হবে। শর্তযুক্ত Offer Letter সংবলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে; - Bayes Business School এর সকল শর্তাদি পূরণপূর্বক Masters in Actuarial Science সম্পন্ন করার পর পরবর্তী ১ বছর মেয়াদে Masters in Actuarial Management প্রােগ্রামে ভর্তির যােগ্যতা অর্জন করতে হবে;
- বয়সসীমা: ৩০-০৬-২০২২ তারিখে সর্বোচ্চ ৪০ বছর;
- বিদেশে সম্পন্ন স্নাতক/মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে আবশ্যিকভাবে ইউজিসি কর্তৃক ডিগ্রি সমতায়নের প্রত্যয়নপত্র জমা দিতে হবে;
- সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আবেদনকারীর চাকুরী স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে এই প্রােগ্রামের জন্য বিবেচিত হবেন না;
- ইতােপূর্বে সরকারি/বেসরকারি/আন্তর্জাতিক কোন সংস্থা কর্তৃক পূর্ণাঙ্গ স্নাতক/স্নাতকোত্তর বৃত্তি/ফেলােশিপপ্রাপ্ত প্রার্থীগণ এ স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না;
- সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারিবেসরকারি বীমা কোম্পানি (লাইফ/নন-লাইফ)-তে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রার্থীগণ আবেদনের অগ্রিম কপি নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে পারবেন;
- বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি অধ্যয়ন শেষে দেশে ফিরে কমপক্ষে ১০ বছর দেশের বীমা খাতের সাথে যুক্ত থাকতে হবে;
- আগ্রহী প্রার্থীগণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলােড করতে পারবেন;
সম্প্রতি তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সকল সনদ, পরীক্ষার মার্কশি সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, পাসপাের্ট এর সত্যায়িত কপি, TOEFL/IELTS পরীক্ষার ফলাফল এর সত্যায়িত কপিসহ নিম্নস্বাক্ষরকারী বরাবরে ডাকযােগ অথবা সরাসরি পৌঁছাতে হবে; - আবেদনের সময়সীমা আগামী ৩০ জুন, ২০২২ তারিখ, বৃহস্পতিবার, বিকাল ০৫:০০ টা এবং
- কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন/পরিবর্ধন এবং যে কোন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তির আবেদন বিবেচনা/বাতিলের নিরঙ্কুশ ক্ষমতা সংরক্ষণ করেন।
কি কি ডকুমেন্ট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে?
প্রয়োজনীয় কাগজপত্র – সংশ্লিষ্ট বিষযে অতিরিক্ত তথ্য আলাদাভাবে লিপিবদ্ধ করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সকল সার্টিফিকেট এর সত্যায়িত কপিসহ ৪ সেট আবেদনপত্র জমা দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/অফিসের অনুমতিপত্র/No Objection Certificate জমা দিতে হবে।