মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানার উপায় ২০২৪ । পল্লী বিদ্যুতের অনলাইন আবেদন কি মঞ্জুর হয়েছে
পল্লী বিদ্যুতের মিটার প্রাপ্তির জন্য আবেদন এখন অনলাইনেই করা যায়- আপনি সমস্ত তথ্য ও ডকুমেন্ট যুক্ত করে সহজেই আবেদন সম্পন্ন করতে পারেন এবং আবেদন মঞ্জুর হয়েছে কিনা তাও যাচাই করতে পারেন-মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানার উপায় ২০২৪
একই পরিবারে একাধিক মিটার দেয় কি? না। একই পরিবার/খানা এর বিদ্যুৎ সংযোগের জন্য একাধিক আবেদন করি নাই। অনলাইন আবেদন পত্রে আমার নিজের মোবাইল নম্বর প্রদান করেছি ও অন্যের মোবাইল নম্বর দিলে আবেদনটি বাতিল হলে আমার আপত্তি থাকবেনা । অন্যের ঘরে সংযোগের জন্য আবেদন করি নাই। সফলভাবে আবেদন সম্পন্ন হলে, সাত (৭) দিনের মধ্যে ঘর/হাউজ ওয়্যারিং এবং সোলার ইউনিট (প্রযোজ্য হলে) স্থাপন করতঃ তা অনলাইনে কর্তৃপক্ষকে অবহিত করব। অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
কাছে কি খুঁটি থাকতে হয়? হ্যাঁ। নিকটবতী সার্ভিস পোল হইতে সংযোগস্থলের দূরত্বের উপর নির্ভর করে সংযোগ তারের দৈর্ঘ্য নির্ধারিত হবে। দুরত্ব বেশি হলে প্রয়োজনে নতুন খুঁটি ও লাইন নির্মাণ করা হবে। অনলাইন সার্ভে করে দুরত্ব ভুল পেলে সংযোগ পেতে বিলম্ব হতে পারে । মিথ্যা তথ্যের জন্য অনাকাংখিত দুর্ঘটনা ঘটলে আপনি নিজেই দায়ী থাকবেন প্রয়োজনে তদন্ত করা হবে। প্রদত্ত TIN নাম্বারটি পরবর্তীতে যাচাই বা ভেরিফিকেশনের সময় ভুল প্রমানিত হলে তার দায়-দ্বায়িত্ব আমার উপর বর্তাবে ।
ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য কি সিঙ্গেল ফেস? হ্যাঁ। ভবনের ছাদে কমপক্ষে ১০০০ বর্গফুট জায়গা থাকলে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে। সিঙ্গেল ফেজ (Single Phase) সংযোগের ক্ষেত্রে গ্রাহক আগ্রহী হলে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে পারবে। থ্রি ফেজ (Three Phase) সংযোগের ক্ষেত্রে ১০ (দশ) কিলোওয়াট বা তদূর্ধ্ব লোড বরাদ্দপ্রাপ্ত গ্রাহকদের কমপক্ষে ১ (এক) কিলোওয়াট (১০০০ ওয়াট) নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপন করতে হবে।
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে হয় । Palli bidyut online application tracking নম্বর যাচাই করে অবস্থা জানা যায়। পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম হার্ড কপি নয় বরং অনলাইনে আপনি চাইলে আবেদন করতে পারেন
১০ বা তদুর্ধ্ব কিলোওয়াট লোড বরাদ্দপ্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকগণের অনুমোদিত লোডের ১০% ক্ষমতার সোলার সিস্টেম নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ (সর্বশেষ সংশোধিত) অনুসরণ করে স্থাপন করতে হবে। তবে অনূর্ধ্ব ১০ কিলোওয়াট লোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকগণ আগ্রহী হলে রুফটপ সোলার সিস্টেম বসাতে পারবেন এবং স্থাপিত সিস্টেমের ক্ষমতা ১ কিলোওয়াটের (১০০০ ওয়াট) বেশি হলে নেট মিটারিং নির্দেশিকা অনুসরণে তা করতে হবে।
Caption: Check Status Here
পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের অবস্থা ২০২৪ । মিটার প্রাপ্তির আবেদন কি মঞ্জুর হয়েছে তা সহজেই চেক করা যায়
- প্রথমে আপনি rebpbs.com লিংকে ক্লিক করুন।
- ট্র্যাকিং নম্বর এবং আবেদন পিন নম্বর ইনপুট দিন।
- সাবমিট করুন ক্লিক করলেই সর্বশেষ অবস্থা দেখাবে।
- ব্যাস।
আবেদন করার ক্ষেত্রে নিয়ম কি?
আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয় পত্র ও সংযোগস্থলের মূল দলিল/খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।সার্ভিস ড্রপের দুরত্ব (সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দুরত্ব)১৩০ ফুটের মধ্যে হতে হবে। সঠিক ভাবে মেপে সার্ভিস ড্রপের দুরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দুরত্ব সঠিক না হলে তারের দৈর্ঘ্য কম/বেশি পারে। ভুল তথ্য দিলে পরবর্তীতে সংযোগ পেতে বিলম্ব হতে পারে। আবেদনের সাত (৭) দিনের মধ্যে ঘর/হাউজ ওয়্যারিং এবং সোলার ইউনিট (প্রযোজ্য হলে) স্থাপন করতঃ তা অনলাইনে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।মোট লোড ৮০ কিলোওয়াট এর বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে। অনলাইনে সার্ভে করার পর প্রয়োজনীয় অর্থ (আবেদন ফি, মেম্বারশীপ ফি ও নিরাপত্তা জামানত) জমাদানসহ সকল নির্দেশনা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আবেদন ফরমের লাল(*) চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরন করতে হবে। আবেদন পত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বর প্রদান করুন। আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং আইডি এবং পিন নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে। সংযোগের অর্থ ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে। ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করার জন্য নিচে নিয়মাবলী দেখে নিন।