Mis bhata online application । বিধবা ভাতার জন্য আবেদন করার নিয়ম কি? - Technical Alamin
সরকারি আদেশ ও তথ্য

Mis bhata online application । বিধবা ভাতার জন্য আবেদন করার নিয়ম কি?

অনলাইনে বিধবা ভাতার জন্য আবেদন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে- নতুন আবেদনকারীর তথ্য যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই – বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৪

বিধবা ভাতার আবেদন করতে কি টাকা লাগে? – না। ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে। তাই বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য ফেব্রুয়ারি/ মার্চ মাসে আবেদন করতে হয়।

বিধবা ভাতার অনলাইনে আবেদন কোথায় করতে হয়? ১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে। বিধবা ভাতার জন্য অনলাইনে আবদেন করতে ইউপি বা পৌরসভা বা সিটিকর্পোরেশনে যোগাযোগ করুন।

বিধবা ভাতা প্রাপ্তির যোগ্যতা কি? সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে। বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে। যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে। বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

বিধবা ভাতা আবেদন করতে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে? বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে তা হলো – জাতীয় পরিচয় পত্রের কপি, স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানপত্র (Death Certificate), আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সচল মোবাইল নাম্বার, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি), বিধবা ভাতার পূরন করা আবেদন ফরম, বিধবা ভাতা পাওয়ার জন্য উপরোক্ত কাগজপত্র গুলো ছাড়াও আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে এবং অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হলে অবশ্যই তা প্রদান করতে হবে।

অনলাইনে বিধবা ভাতার জন্য আবেদন করতে হবে / আবেদন সংক্রান্ত কোন জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করুন।

হার্ড কপিতে আবেদন কোনভাবেই করা যাবে না। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য সুবিধা গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।

bidhoba vata online apply 2023

Caption: bidhoba vata online apply 2023 PDF Download

অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৪ । বিধবা ভাতা অনলাইন আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন

  1. প্রথমে, ভিজিট করুন https://mis.bhata.gov.bd/onlineApplication
  2. দ্বিতীয়ত, NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে যাচাই করুন।
  3. তৃতীয়ত, ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
  4. চতুর্থত, ঠিকানা ও মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বার দিন।
  5. পঞ্চমত, অন্যান্য তথ্যসমূহ দিন।
  6. শেষ ধাপে, তথ্য সংরক্ষণ করে আবেদনের প্রিন্ট কপি সংগ্রহ করুন।

গ্রামের মানুষ কিভাবে জানবে বিধবা ভাতার আবেদন করতে হবে?

নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন কম পাওয়ায় বয়স্কভাতা কর্মসূচিতে কিছু বরাদ্দ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হতে অবশিষ্ট বরাদ্দ অনুযায়ী সংযুক্ত তালিকায় বর্ণিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ বিভাজনের অনুমােদন পাওয়া যায়। বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫ বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্ধ্ব বছর এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০ টাকা হতে হবে।

চলতি বছর বিধবা ভাতা কত টাকা পাওয়া যাবে?

চলতি অর্থবছরে বিধবারা ভাতা পাবেন ৫৫০ টাকা করে। মোট ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী বর্তমানে ভাতা পেলেও চলতি ২০২৩-২৪ অর্থবছরে এ সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার বাড়িয়ে করা হবে ২৯ লাখ। এক্ষেত্রে মাত্র ৫০ টাকা মাসিক ভাতা বাড়ানো হয়েছে।

কভারেজবাজেটসেবা’র বিবরণ
শুরুতেবর্তমানেশুরুতেবর্তমানেশুরুতেবর্তমানে
৪.০৩ লক্ষ জন

(১৯৯৮-৯৯)

২৪.৭৫ লক্ষ জন

(২০২২-২৩)

৪০.৩১ কোটি টাকা (১৯৯৮-৯৯)৩৪৪৪.৫৪ কোটি টাকা

(২০২২-২৩)

জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে ১ মাস পরীক্ষামূলক (১৯৯৮-৯৯)জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত (২০২২-২৩)

https://technicalalamin.com/%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a9-%e0%a5%a4/

One thought on “Mis bhata online application । বিধবা ভাতার জন্য আবেদন করার নিয়ম কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *