MPO Eid Bonus Notice 2023 । এমপিওভূক্ত শিক্ষকগণ উৎসব ভাতা কবে তুলতে পারবেন? - Technical Alamin
সরকারি ভাতা ২০২৪

MPO Eid Bonus Notice 2023 । এমপিওভূক্ত শিক্ষকগণ উৎসব ভাতা কবে তুলতে পারবেন?

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বোনাস ঈদের ২০-২৫ দিন পূর্বে প্রদান করা হলেও এমপিওভূক্ত শিক্ষকদের বোনাস ঈদের ৫-১০ দিন পূর্বে প্রদান করা হয় – MPO Eid Bonus Notice 2023

বোনাস কবে তোলা যাবে? – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এম.পি.ও.ভুক্ত শিক্ষক-কর্মচারীগণের ঈদ-উল-আযহা ২০২৩ এর উৎসব ভাতা’র সরকারি অংশের ০৮ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ২৬/০৬/২০২৩ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ঈদ-উল-আযহা ২০২৩ এর উৎসব ভাতা’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুলও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের ঈদ-উল-আযহা ২০২৩ এর উৎসব ভাতা এর সরকারি অংশের ০৮ (আট) টি চেক সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রধান কার্যালয়ে (অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী) হস্তান্তর করা হয়েছে। এমতাবস্থায়, এতসঙ্গে যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে হিসাবরক্ষণ অফিসকে অনুরোধ করা হয়েছে এবং হিসাবরক্ষণ অফিস ব্যাংকে এডভাইজ ইস্যু করলে শিক্ষকগণ বোনাস উত্তোলন করতে পারেন।

মাধ্যমিক স্কুল কি সরকারি? না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপদেশ এবং পাঠদান করে। তারা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠ দেন এবং পাঠানো বিষয়গুলি নিয়ে পরীক্ষাগার প্রস্তুতি ও নির্ধারণ করেন। তারা পাঠ্যপুস্তকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট শিক্ষাকার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নগুলির উত্তর দেওয়া, পরীক্ষার আলোচনা ও মূল্যায়ন করেন। তারা পাঠানো বিষয়ে পরীক্ষার্থীদের উত্তেজনা বাড়ানোর জন্য পরীক্ষার প্রশ্নপত্র সম্পাদন করেন এবং পরীক্ষা দিতে সমর্থন করেন।

২০২২-২০২৩ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের ঈদ-উল-আযহা ২০২৩ এর উৎসব ভাতা’র সরকারি অংশের টাকার চেক হস্তান্তর করা হয়েছে

অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক হতে বোনাস তোলা যাবে।

MPO-Eid-ul-Adha-Bonus-Jun2023-Notice

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-আযহা, জুন-২০২৩ এর উৎসব ভাতার চেক হস্তান্তর প্রসঙ্গে

বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাস । মূল বেতনে সমান কি বোনাস পায়?

  1. না। এরা মূল বেতনের ২৫% এবং ৫০% অর্থ বোনাস হিসেবে পান।
  2. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের বেতনের সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ হারে ও কর্মচারীরা এক মাসের মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন।
  3. ২০১৫ সাল থেকে দুটি উৎসব বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষে বৈশাখী ভাতা চালু হয়। সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন কিন্তু ঈদ বোনাস এখনও সরকারি অংশ ২৫% শতাংশ।

ঈদ বোনাস কি?

ঈদ বোনাস হলো কোম্পানিদ্বারা কর্মচারীদের ঈদ উপলক্ষে প্রদান করা অতিরিক্ত অর্থ বা মূল্য যা কর্মচারীর বেতনের উপর অর্জন করা হয়। ঈদ বোনাস কোম্পানিদের প্রতিষ্ঠান নীতি এবং শর্তাদি উপর ভিত্তি করে প্রদান করা হয় এবং সাধারণত ঈদের আগের কয়েকদিন বা সপ্তাহে প্রদান করা হয়। ঈদ বোনাসের পরিমান ও শর্তাদি প্রতিষ্ঠান থেকে প্রতিপাদিত হয় এবং এটি কোম্পানির নীতিমালা, প্রাধান্যতা এবং কর্মচারীদের কর্মস্থলে বৃদ্ধি ও ভালবাসার অভাবে কার্যকর হয়। এছাড়াও, বিভিন্ন কারণে যেমন ব্যায়াম, দশকর্ম, উত্তীর্ণতা, কর্মচারীর কার্যকাল ইত্যাদি এগুলি ভিন্নভাবে প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা নির্ধারিত হতে পারে। মুসলমানগণ ঈদ বোনাস পায় হিন্দু বা অন্য ধমার্বম্বী দুটি বোনাস একই সাথে পেয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *