সরকারি আদেশ ও গেজেট

MPO Salary Withdraw Instruction । জেলা প্রশাসক বা প্রতিনিধির স্বাক্ষরে সরকারি অংশ তোলা যাবে

এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির সভাপতি পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে বেতন বন্ধ থাকবে না–MPO Salary Withdraw

সভাপতি স্বাক্ষর না হলেও চলবে? হ্যাঁ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর আওতাধীন যেসকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/অ্যাডহক কমিটির সভাপতি পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে শুন্য বা দীর্ঘদিন অনুপস্থিত সেক্ষেত্রে বিদ্যালয়ের বেতন-ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে-জেলা প্রশাসক বা তাঁহার প্রতিনিধির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ (MPO) উত্তোলন করা যাবে।

সরকারি অংশ কতটুকু? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এ.পি.ও. নীতিমালা ২০২১ অনুসারে MPO ভূক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক মূল বেতন পান। প্রতিমাসে সরকারি অংশ সরকার সোনালী ব্যাংকে মাধ্যমে স্কুল বা কলেজকে পরিশোধ করে। সরকারি অংশ+স্কুল/কলেজ অংশ মিলে মূল বেতন গ্রেড অনুসারে, বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা ইত্যাদি ভাতাদি পরিশোধ করা হয়।

একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কত টাকা বেতন পান? একজন MPOভূক্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২৫০০ মূল বেতন পান (সরকারি অংশ+বেসরকারি অংশ), বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। সেদিক থেকে হিসাব করলে ১২৫০০+১০০০+৫০০ = ১৪০০০ টাকা মাত্র বেতন ভাতা পেয়ে থাকেন।

সরকারি অংশ জেলা প্রশাসকের স্বাক্ষরেই তোলা যাবে / সভাপতির মৃত্যুতেও থাকবে না বেতন বন্ধ

এমপিওভূক্ত একজন অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী এবং আয়া মাসিক মূল বেতন সরকারি এবং বেসরকারি অংশ মিলে ৮২৫০ টাকা, সাথে বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা পান বছরে দুটি।

MPO ভূক্ত কর্মচারী ও সরকারী কর্মচারীদের বেতন ভাতার পার্থক্য

সরকারি সুযোগ সুবিধা ২০২২বেতন ভাতাদিবেসরকারি সুযোগ সুবিধা ২০২২বেতন ভাতাদি
সরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতন গ্রেড(জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক)সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন গ্রেড(জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক)
বাড়ি ভাড়া ভাতা(উপজেলা মূল বেতনের ৪৫%, ৫০%, ৬০%)বাড়ি ভাড়ানির্ধারিত ১০০০/- টাকা।
চিকিৎসা ভাতা১,৫০০/-চিকিৎসা ভাতা৫০০/-
  
বৈশাখী ভাতা২০%বৈশাখী ভাতা২০%
উৎসব ভাতা১০০%উৎসব ভাতাশিক্ষকদের ২৫% কর্মচারীদের ৫০%
বার্ষিক ইনক্রিমেন্টগড়ে ৫% বা বেশিবার্ষিক ইনক্রিমেন্টনির্ধারিত ৫% হারে
পদোন্নতিবিদ্যমানপদোন্নতিনেই বললেই চলে
বদলির সুযোগবিদ্যমানবদলির সুযোগসুযোগ নাই

https://bdservicerules.info/mpo-teacher-salary-bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *