মিটিং এর সম্মানী বা প্রশিক্ষণার্থীদের সম্মানী কর হার ২০২৩ । সম্মানী বা ট্রেনিং ভাতার উপর কেন ভ্যাট কাটা হয় না?

মিটিং এর সম্মানী বা প্রশিক্ষণার্থীদের সম্মানী কর হার ২০২৪ । সম্মানী বা ট্রেনিং ভাতার উপর কেন ভ্যাট কাটা হয় না?

সরকারী অর্থে সরকার কর্তৃক পরিচালিত প্রশিক্ষণে প্রশিক্ষক/প্রশিক্ষণার্থী সম্মানী ভাতা মূসক (VAT) অব্যাহতি প্রাপ্ত তাই শুধুমাত্র আয়কর কর্তন করা হয়-মিটিং এর সম্মানী বা প্রশিক্ষণার্থীদের সম্মানীতে কর হার ২০২৪

প্রশিক্ষণ ভাতার উপর কত পারসেন্ট কর কর্তন করতে হয়? ১০% মাত্র। মিটিং বা প্রশিক্সণ বাবদ কোন নিবাসী ফি বা সম্মানী হিসেবে কোন অর্থ পরিশোধের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 52AA অনুযায়ী উৎসে কর কর্তনের প্রযোজ্যতার বিষয়ে মাঠ পর্যায়ে জিজ্ঞাসা রয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড অবগত হয়েছে। এ বিষয়ে এ মর্মে স্পষ্টীকরণ করা হচ্ছে যে, (ক) কোন মিটিংয়ে অংশগ্রহণের জন্য মিটিং ফি বা সম্মানী বা অনুরূপ কোন অর্থ প্রদান করা হলে তার উপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 52AA অনুযায়ী ১০% হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে;

(খ) প্রশিক্ষক বা রিসোর্স পার্সন (Resource Person) হিসেবে দায়িত্ব পালন বা প্রশিক্ষণ সেবা প্রদানের বিপরীতে কোন ফি, সম্মানী, চার্জ বা অন্য যে কোন নামে অর্থ পরিশোধ করা হলে তার উপর আয়কর অধ্যদেশ ১৯৮৪ এর ধারা 52AA অনুযায়ী ১০% হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। তবে প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য কোন প্রশিক্ষণার্থীকে দৈনিক ভাতা, প্রশিক্সণ ভাতা বা অনুরূপ কোন অর্থ প্রদান করা হলে তার উপর উৎসে কর কর্তন করা হবে না।

উৎসে কর কর্তন কি? যখন কোন আয় হবে যেখানে হবে সেখানেই টাকা পরিশোধের সময় নির্দিষ্ট হারে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যেহেতু আয়ের উৎস যেখানে এবং আয় পরিশোধের সময় এই কর কেটে রাখা হয় তাই এই কর উৎসে কর হিসেবে পরিচিত। সাধারণ কোন ভাতা বা বিল পরিশোধ করার সময়ই উৎসে কর কর্তন করা হয়।

সম্মানী ভাতার প্রজ্ঞাপন । সম্মানী ভাতার আয়কর । সভার সম্মানী ভাতার হার

মন্ত্রণালয়/বিভাগে কর্মরত উপসচিব (৫ম গ্রেড) পর্যায়ের কর্মচারীর অনধিক ৩০%, সহকারী সচিব (৯ম গ্রেড) /সিনিয়র সহকারী সচিব (৬ষ্ঠ গ্রেড) পর্যায়ের কর্মচারীর মধ্যে উভয়ক্ষেত্রে অনধিক ৩০%, ১০ম গ্রেড থেকে ১৬তম গ্রেডে কর্মরত কর্মচারীর অনধিক ৩৫% এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীর অনধিক ৪০% কর্মচারীকে সম্মানী প্রদানের জন্য নির্বাচন করা যাবে। ফি ও সম্মানী হার দেখুন

Caption: income tax rate in training allowance

সভার সম্মানী ভাতার হার ২০২৪ । সম্মানী ভাতার আয়কর ১০% কর্তন করতে হবে

  1. মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানী (যদি থাকে) ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত টাকা)
  2. সেমিনার/ওয়ার্কশপ সঞ্চালকের সম্মানী ৩,০০০/- (তিন হাজার টাকা) সেমিনার/ওয়ার্কশপ প্রতি
  3. সেমিনার/ওয়ার্কশপ সহায়ক কর্মচারীর সম্মানী (অনধিক ৩ জন) ১,৫০০/- (একহাজার পাঁচশত টাকা) সেমিনার/ওয়ার্কশপ প্রতি
  4. আলোচকের সম্মানী (অনধিক ৩ জন) ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) সেমিনার/ওয়ার্কশপ প্রতি
  5. র‍্যাপোটিয়ারের সম্মানী (যদি থাকে) অনধিক ২ জন) ২,০০০/- (দুই হাজার টাকা)
  6. সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণকারীগণের সম্মানী ১,০০০/- (এক হাজার) টাকা।

প্রশিক্ষণ ভাতায় কেন ভ্যাট কর্তন করা হয় না?

ভ্যাট বা মূল্য সংযোজন কর বা মূসক হচ্ছে একটি পরোক্ষ কর। সহজ ভাবে বলা যায় যে, কোন ক্রেতা যখন কোন পণ্য বা সেবা ক্রয় করেন, তার মূল্যের অতিরিক্ত যে কর তিনি দিয়ে থাকেন, সেটাই হচ্ছে ভ্যাট বা মূসক। কোন পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা বা ক্রেতাই সেই পণ্য বা সেবার মূসক দাতা। ট্রেনিং ভাতার উপর ভ্যাট কর্তন অব্যাহতি প্রদান করা হয়েছে।

ভ্যাট বা মূল্য সংযোজন কর বা মূসক হচ্ছে একটি পরোক্ষ কর। সহজ ভাবে বলা যায় যে, কোন ক্রেতা যখন কোন পণ্য বা সেবা ক্রয় করেন, তার মূল্যের অতিরিক্ত যে কর তিনি দিয়ে থাকেন, সেটাই হচ্ছে ভ্যাট বা মূসক। কোন পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা বা ক্রেতাই সেই পণ্য বা সেবার মূসক দাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *