Necessary Documents for Student Unique ID

Necessary Documents for Student Unique ID । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম

ইউনিক আইডি খুব শীঘ্রই বিতরণ করা হবে – প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কাজ চলমান রয়েছে – প্রাথমিকের ইউনিক আইডি তথ্য এন্ট্রি ২০২২

স্টুডেন্ট ইউনিক আইডি তথ্য এন্ট্রি ২০২২ – প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির সার্ভারটি বর্তমানে ওপেন করা হয়েছে। সকল শিক্ষক তাদের IPEMIS এ ব্যবহৃত ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিচের লিংকে প্রবেশ করে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। লিংকঃ http://crvs.dpe.gov.bd:8021

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প-সফটওয়্যার লগইন সংক্রান্ত নির্দেশনা-শুধুমাত্র অনুমোদিত ব্যাবহারকারী সিস্টেমে অ্যাক্সেস করতে পারবেন এবং এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত এবং সংরক্ষণ করা হয়। আপনার পাসওয়ার্ড বা কোন নিরাপত্তা তথ্য কারো কাছে প্রকাশ করবেন না।

কেন ইউনিক আইডি ফরম পূরণ করে জমা দিতে হবে? বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ-BANBEIS) ইতোমধ্যে এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্প এর আওতায় শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম হিসাবে তথ্য এন্ট্রি শুরু হয়েছে। সকল শ্রেণির শিক্ষার্থীদের একটি আইডি নম্বর প্রদান করে সার্ভারে করা থাকবে। সরকার জাতীয় পরিচয়পত্র প্রদান, অনুদান ইত্যাদি’র এর কার্যক্রমে ইউনিউ আইডি ব্যবহার করেই পরিচালনা করবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ৭ম শ্রেণী হতে ১২ তম শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম ও পূরণের নিয়মাবলি জারি করেছে। Student Unique ID Form 2022 – ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি ফরম পূরণ করতে হবে – Unique ID Card From Ministry of Education

Necessary Documents for Student Unique ID /প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম

স্টুডেন্ট ইউনিক আইডি ফরম ২০২২ আবশ্যিকভাবে পূরণ করতে হবে।

Necessary Documents for Student Unique ID

Caption: Necessary Documents for Student Unique ID

স্টুডেন্ট ইউনিক আইডি করতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে

  1. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন।
  2. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এক কপি রঙ্গিন ছবি।
  3. পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র।
  4. পিতা-মাতার জন্ম নিবন্ধন( জাতীয় পরিচয়পত্র না থাকলে)
  5. পিতা-মাতার মোবাইল নম্বর।( মাতার বাধ্যতামূলক)
  6. অভিভাবকের জাতীয় পরিচয় পত্র (পিতা-মাতার অবর্তমানে)।
  7. অভিভাবকের মোবাইল নম্বর (পিতা-মাতার অবর্তমানে)।
  8. রক্তের গ্রুপ (বাধ্যতামূলক নয়) (সংগৃহীত)

ইউনিক আইডি ফরমের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?

মোট ৪টি প্রয়োজনীয় ডকুমেন্টস – শিক্ষার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, যা সম্মুখভাগ থেকে তােলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয়)। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ (Birth Registration Certificate) এর অনুলিপি (যদি জন্ম নিবন্ধন করা না থাকে দ্রুত করার ব্যবস্থা নিন। শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্যক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি। শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযােজ্য ক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুলিপি (যদি থাকে- না থাকলে জরুরী ভিত্তিতে সংগ্রহ করার প্রয়োজন নেই)।

Student Unique ID Form 2022। স্টুডেন্ট ইউনিক আইডি ফরম PDF DOWNLOAD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *