নতুন বাইক রেজিস্ট্রেশনে নিয়ম ২০২৪ । ক্রেতার ড্রাইভিং লাইসেন্স জমা বাধ্যতামূলক করা হয়েছে কি?
নতুন মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং পুরাতন মোটরসাইকেল মালিকানা বদলীর সময় ক্রেতার ড্রাইভিং লাইসেন্স কপি জমা দেয়া বাধ্যতামূলকনতুন বাইক রেজিস্ট্রেশনে নিয়ম ২০২৪
লার্নার দিয়ে বাইক রেজিস্ট্রেশন করা যাবে না? – না। মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দেওয়ার সময় আবেদনকারীর যেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত নিবন্ধন কর্তৃপক্ষ লার্নার দিয়েও মোটরসাইকেল নিবন্ধন নিশ্চিত করতো কিন্ত সরকারি সংস্থাটির সাম্প্রতিক এক সভায় ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভালো মাইলেজ পাওয়ার উপায় ২০২৪ । বাইকের ভালো মাইলেজ পেতে ১০টি সেরা টিপস
গত ১ জুলাই ২০২৩ তারিখ থেকে মােটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করার বিষয়ে পত্র প্রেরণ করা হয়। সভাপতি, বাংলাদেশ মােটরসাইকেল এ্যাসেম্বলার্স এ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এ্যাসােসিয়েশন(ৰিমামা) এর আবেদনের প্রেক্ষিতে সূত্রস্থ ১নং স্মারকের নির্দেশনা মােতাবেক ড্রাইভিং লাইসেন্স ব্যতীত শুধুমাত্র লার্নার ড্রাইভিং লাইসেন্স গ্রহণপূর্বক মােটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদানের সময়সীমা আর বর্ধিত করা হয়নি। সূত্র-বিআরটিএ
মোটর সাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন আদেশ জারি / বাইক রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা ২০২৪
গত ০১ জুলাই ২০২৩ থেকে মােটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।
Caption: BRTA Instruction for Bike Registration
ভালো মাইলেজ পাওয়ার উপায় ২০২৪ । বাইকের ভালো মাইলেজ পেতে ১০টি সেরা টিপস
- আপনার বাইকের নিয়মিত সার্ভিস করান।
- কার্বুরেটর সেটিংস টিউন করান।
- সঠিক টায়ার প্রেশার বজায় রাখুন।
- ভাল মানের জ্বালানী ব্যবহার করুন।
- দ্রুত গতি উঠাবেন না।
- রাইড ইন ইকোনমি মুড।
- ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করুন।
- রোদে আপনার বাইক পার্ক করবেন না।
- বাইক সেই সাথে চেইনের যত্ন নিন, পরিস্কার রাখুন এবং লুব করুন।
মোটর সাইকেলের চেইন পরিষ্কার এবং লুব করার উপায় কি?
আপনি খুব সহজে অর্থাৎ কেবলমাত্র ১৫ মিনিটে আপনার মোটরসাইকেলের চেইন, স্প্রোকেট উভয়ের পারফরম্যান্সকে বৃদ্ধি করতে পারেন। আমাদের মনে রাখতে হবে ইঞ্জিন হতে চেইন বাইকের পিছনের চাকায় শক্তি সরবরাহ করে। যথাযথ তদারকি ও রক্ষনাবেক্ষন করা না হলে এটা ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।
https://reportbd.net/best-motorcycle-chain-cleaning-system-%e0%a5%a4-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8/
Pingback: বিআরটিএ নোটিশ ২০২৪ । মোটরযান লাইসেন্স বা রেজিস্ট্রেশন প্রাপ্তিস্বীকার পত্রের মেয়াদ বৃদ্ধি করা