জাতীয় পরিচয়পত্র অনলাইন সার্ভিস – জাতীয় পরিচয়পত্র জনগণের দোরগােড়ায় পৌঁছে দিতে অনলাইনে সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পােটাল: https://services.nidw.gov.bd

অনলাইনে জাতীয় পরিচয়পত্র কপি সংগ্রহ- যারা NID নম্বর বা নিবন্ধন স্লিপ পেয়েছেন তারা online portal এ রেজিষ্ট্রেশন করতে পারবেন। এজন্য রেজিস্ট্রেশন শেষে online portal এ login করতে পারবেন। login এরপর আবেদনকারী তার এনআইডি প্রােফাইল এর সকল তথ্য দেখতে পারবেন।ইতােপূর্বে কার্ড না পেলে পাের্টালটি হতে NID copy সংগ্রহ করতে পারবেন। নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৫ । Documents for new Voter Enlisted

জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানাে জাতীয় পরিচয়পত্র উত্তোলনের আবেদন- যে কোন নাগরিক তার হারিয়ে যাওয়া কার্ড প্রাপ্তি এবং তথ্য আপডেট করার জন্য প্রয়ােজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে পারবেন। Online portal এ আবেদনকারী আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন আবেদন অনুমােদিত হলে আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এনআইডি ডাটাবেজ হতে অনলাইনে ভেরিফিকেশন সম্পন্ন করতঃ সেবা প্রদান করতে পারবেন। Service.nidw.gov bd । নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৫

ভোটার হতে সঠিক তথ্য দিন / ইচ্ছাকৃত দ্বৈত ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ

কার্ড পায়নি তারা অনলাইন কপি ডাউনলােড করতে পারবেন। বায়ােমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি hf নম্বর পাওয়া যাবে। দ্বৈত ভােটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।

Caption: NID Service by mobile sms

নতুন ভােটার নিবন্ধন পদ্ধতি ২০২৫ । যেভাবে অনলাইনে নির্ভুল ভোটার তথ্য এন্ট্রি করে আবেদন করতে পারবেন

  1. যে সকল যােগ্য নাগরিক ভােটার তালিকায় অন্তর্ভূক্ত হননি, তারা অনলাইনে https://services.nidw.gov.bd ঠিকানায় নতুন ভােটার নিবন্ধনের আবেদন করতে পারবেন।
  2. করােনা পরিস্থিতি অবস্থা বা স্বাভাবিক পরিস্থিতি অবস্থায় অনলাইন বা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে এসে ভোটার হওয়ার আবেদন করতে পারবেন এবং স্বশরীরে বায়ােমেট্রিক দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করবেন।
  3. পরবর্তীতে তাদের আবেদন যাচাই বাছাই করে ভােটার তালিকায় অন্তর্ভূক্তি ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
  4. প্রবাসীগণও এখন বিদেশে অবস্থানরত অবস্থান এ আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সেবা কোথায় পাওয়া যাবে?

অনলাইন এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে –অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করা যাবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন (কল সেন্টার) ১০৫ নম্বরে ফোন করে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এনআইডি সেবা পাওয়া যাবে। যারা রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd website এ গিয়ে NID নম্বর লিংকে Form) নম্বর ও DOB (Date of Birth) দিলে তার NID নম্বর পাবেন। সারাদেশে ৬৪ জেলায় ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে নাগরিকদের সেবা প্রদান করা হয়।

সূত্র: অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা