NID Check । মোবাইলেই জাতীয় পরিচয়পত্র যাচাই করুন

NID Check । মোবাইলেই জাতীয় পরিচয়পত্র যাচাই করুন

জাতীয় পরিচয়পত্র অনলাইনে চেক করার বিভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্যে আজ তিনটি পদ্ধতি ব্যাখ্যা করা হবে – অনলাইনে জাতীয় পরিচয়পত যাচাই করার নিয়ম– NID Check 2022

জাতীয় প্রত্যয়ন পত্র ওয়েবসাইট হতে যাচাই – পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড – নতুন বা পুরাতন সকল ভোটারই তাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন মাত্র ২১ টাকা সরকারি ফি জমা দিয়ে। হ্যা, এমনই একটা উপায় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করবো, যেখানে মাত্র ২১ টাকা রকেট/বিকাশ/নগদ থেকে পরিশোধ করে যে কেউ তার Nid Card Online Copy Download করতে পারবে। অনলাইন থেকে পুরাতন ভোটারদের জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড করতে হলে প্রথমে https://prottoyon.gov.bd ঠিকানায় ভিজিট করতে হবে এবং একটি একাউন্ট খুলতে হবে।

ভূমি অফিসের ওয়েবসাইট হতে আইডি কার্ড যাচাই – ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে প্রথমে https://ldtax.gov.bd/citizen/register করুন। তাহলে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার নাগরিক নিবন্ধন পেজে নিয়ে যাবে । এই ফরমে প্রথমে মোবাইল নম্বর লিখতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগিন করলেই ছবি সহ তথ্য দেখাবে। ভোটার আইডি কার্ড যাচাই পদ্ধতি ২০২২ । ছবি সহ যে কারও জাতীয় পরিচয়পত্র যাচাই করুন

জাতীয় পরিচয়পত্র পোর্টাল হতে যাচাই – স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে www.nidw.gov.bd লিংকে প্রবেশ করে Smart Card Status স্ট্যাটাস মেন্যু বা লিংকে ক্লিক করলেই একটি পেইজ আসবে সেখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিয়ে ক্যাপচা টাইপ করে সাবমিটে ক্লিক করলেই ঠিকানা দেখাবে। যদি ভুয়া এনআইডি হয় তবে কোন তথ্য দেখাবে না বা আপনার হাতে পাওয়া এনআইডি’র সাথে কোন মিল পাবেন না। আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card bd

জাতীয় পরিচয়পত্র অনলাইন হতেই যাচাই করা যায় / ৩টি পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন এ জন্য কিছু ট্রিকস ব্যবহার করতে হবে।

https://ldtax.gov.bd/citizen/register এই ফরমে প্রথমে মোবাইল নম্বর লিখতে হবে। যেকোন একটি মোবাইল নম্বর দিলেই হবে।  জাতীয় পরিচয় পত্র ঘরে ১৭ সংখ্যা বা ১০ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। জন্ম তারিখের ঘরে ভোটারের জন্ম তারিখ লিখতে হবে (মাস/দিন/বছর)। তারপর পরবর্তী পদক্ষেপ এ ক্লিক করলেই ভোটার তথ্য যাচাই হয়ে যাবে আর কিছু করা লাগবে না।

Caption: NID Verification by Land office

How to verify NID card from ldtax.gov.bd/citizen/register?

  1. Just Login to land.gov.bd
  2. Click ভূমি উন্নয়ন কর
  3. Then Click অনলাইন ভূমি উন্নয়ন কর
  4. In anyone মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ লিখুন
  5. Then Click পরবর্তী পদক্ষেপ
  6. Then You will See Father and mother name with Photo
  7. done

পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করা যায় কি?

হ্যাঁ যায় – ভোটার আইডি কার্ডের অনলাইন কপি হিসেবেও ব্যবহার করতে পারবেন। নতুন ভোটার এবং পুরাতন ভোটার সব ধরণের ভোটারই তাদের এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ড চেক করতে নিতে পারবে। অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম একদম সহজ যে মোবাইলে ভোটার আইডি চেক করা যাবে। শুধু মোবাইল নয় কম্পিউটার দিয়েও আপনারা নিজেদের Nid Card Check করতে পারবেন। এজন্য https://prottoyon.gov.bd এই লিংকে গিয়ে ২১ টাকা ফি পরিশোধ করতে হবে।

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *