Notice From Tax Office 2025 । আয়কর কর্তৃপক্ষ বাসায় নোটিশ দিলে কি করবেন? - Technical Alamin
Latest News

Notice From Tax Office 2025 । আয়কর কর্তৃপক্ষ বাসায় নোটিশ দিলে কি করবেন?

আমাদের মধ্যে অনেকেই টিআইএন থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে এখন পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেননি। অগণিত মানুষ রিটার্ন দাখিল না করার জন্য আয়কর অফিস থেকে নোটিশ পাচ্ছেন- আপনিও যদি সেই কাতারে পড়েন, তাহলে এখন আপনার করণীয় কী সেই বিষয়ে বিস্তারিত জানবো-Notice From Tax Office 2025

আয়কর অফিসের নোটিশ পেলে কী করবেন? নোটিশটি ভালোভাবে পড়ে জেনে নিন কোন করবর্ষের রিটার্ন না দেওয়ায় আপনাকে কর অফিস তলব করেছে। নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে দ্রুত অনলাইনে (২০২৪-২৫ হলে) অথবা অফলাইনে (যে কোনো করবর্ষ) উক্ত করবর্ষের আয়কর রিটার্ন ফাইল তৈরি করে দাখিল করুণ। এক্ষেত্রে সময় মতো আয়কর রিটার্ন না দেওয়ায় আপনাকে জরিমানা প্রদান করতে হবে। অবশ্যই নোটিশে উল্লিখিত দিলে নির্ধারিত সময়ে কর কর্মকর্তার নিকট শুনানিতে অংশ নিবেন। আপনি কেন সময়মতো আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি, তা লিখিতভাবে আয়কর অফিসে জমা দিবেন। অনেকেই রিটার্ন দাখিল না করে বলেন, আমি জানতাম না আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক ছিল অথবা আমার করযোগ্য আয় ছিল না ইত্যাদি। এ ধরণের অমূলক এবং অযৌক্তিক কথা মোটেও কর কর্মকর্তাদের সামনে বলতে যাবেন না, কারণ এগুলো গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, টিআইএন থাকলেই আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে; আয় না থাকলেও জিরো কর রিটার্ন জমা দিতে হবে।

এখন কি সারা বছর রিটার্ন দাখিল করা যায়? হ্যাঁ, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এখন জরিমানা পরিশোধ করে সারা বছর আয়কর রিটার্ন দাখিল করা যায়। এর জন্য আলাদাভাবে সময় চেয়ে আবেদন করার প্রয়োজন নেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, স্বাভাবিক পরিস্থিতিতে ব্যক্তি করদাতাদের জন্য প্রতি বছরের ৩০ নভেম্বর হলো করদিবস বা রিটার্ন দাখিলের শেষ তারিখ। এই তারিখের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় না। তবে, কোনো কারণে নির্দিষ্ট করদিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারলেও, আয়কর আইন, ২০২৩ অনুসারে জরিমানা দিয়ে সারা বছরই আয়কর রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে। এটি উল্লেখ্য যে, জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন করবর্ষে করদাতাদের সুবিধার জন্য রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করে থাকে।

উদাহরণস্বরূপ, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য সাধারণ করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ২০২৫ সালের ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। একইভাবে, কোম্পানি করদাতাদের জন্য এই সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। সুতরাং, জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করা ভালো। তবে, উক্ত সময় অতিবাহিত হয়ে গেলেও জরিমানা সাপেক্ষে সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ বর্তমানে রয়েছে।

রিটার্ন দাখিলের নিয়ম অনেক সহজ হয়ে গেছে এখন, বিশেষ করে ই-ফাইলিং চালু হওয়ার পর থেকে। ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের নিয়ম 

যদি আপনার Taxpayer Identification Number (TIN) না থাকে, তাহলে আগে অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে TIN রেজিস্ট্রেশন করতে হবে।

Caption: Tax office Letter

রিটার্ন দাখিল প্রস্তুতি ২০২৫ । আয়কর রিটার্ন দাখিল করতে কি কি প্রস্তুতি লাগে?

  1. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন: জাতীয় পরিচয়পত্র (NID), টিআইএন সার্টিফিকেট, আপনার বা আপনার পরিবারের আয়ের উৎস অনুযায়ী ডকুমেন্ট (যেমনঃ স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার আয়/ব্যয়ের বিবরণ), বিনিয়োগ সংক্রান্ত প্রমাণপত্র (যদি ট্যাক্স রিবেট চান), আগের বছরের রিটার্ন (যদি থাকে)।

  2.  

    অনলাইনে রিটার্ন দাখিল (ই-রিটার্ন): জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর e-return ওয়েবসাইটে গিয়ে: ধাপসমূহ: রেজিস্ট্রেশন করুন / লগইন করুন (TIN, NID ও ফোন নম্বর দিয়ে), রিটার্ন ফর্ম পূরণ করুন — আপনার আয়, খরচ, বিনিয়োগ, কর প্রাপ্তি ইত্যাদি দিন।

  3.  

    সাবমিট করুন: Acknowledgement / রসিদ ডাউনলোড করুন।

  4.  

    অফলাইনে রিটার্ন দাখিল (চাইলেই): NBR থেকে কাগজে ফর্ম ডাউনলোড করে পূরণ করে জমা দিতে পারেন নিজ নিজ সার্কেল অফিসে। তবে এখন ই-রিটার্ন বেশি সহজ ও সময় সাশ্রয়ী।

     

  5. সময়সীমা মনে রাখুন: প্রতি বছর সাধারণত ৩০ নভেম্বর হচ্ছে রিটার্ন দাখিলের শেষ সময়।

  6.  

    নির্দিষ্ট কিছু বিষয়: যদি আপনার আয় করযোগ্য সীমার নিচে হয়, তবুও অনেকক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক (যেমন: গাড়ি, জমি বা ট্রেড লাইসেন্স থাকলে)। রিটার্নের সাথে Statement of Assets & Liabilities (নেট সম্পদ বিবরণী) দাখিল করতে হতে পারে (বিশেষ করে যদি আপনার সম্পদ ৪০ লাখ টাকার বেশি হয়)।

চোরের দশদিন গৃহস্থের একদিন?

হ্যাঁ। আয়কর অফিস সুযোগ তো আর কম দিল না, তারপরও যখন করদাতাদের টনক নড়ল না, এখন তারাও নিরুপায় হয়ে সবাইকে গণহারে নোটিশ দেওয়া শুরু করেছে। প্রতিদিন আয়কর অফিস থেকে এখন শুধু শত শত নোটিশ টিআইএনধারীদের কাছে যাবে। যারা টিআইএন করে রিটার্ন জমা দিচ্ছে না, তারা হচ্ছেন প্রথম টার্গেট। যদি আপনি এখনও রিটার্ন জমা না দেওয়া ব্যক্তির মধ্যে হন, তবে আর দেরি করবেন না। নোটিশ পাবার আগে আয়কর রিটার্ন জমা দিন।

   
   
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *