Pay Fixation Increment 2024 । মূল বেতন সিলিং এ পৌছালে কি আর বেতন বাড়বে না?
Pay Fixation Increment – Annual increment every year – Increment
বার্ষিক বেতন বৃদ্ধি কি প্রতিবছরই হয়? হ্যাঁ। প্রতিবছরই বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে কিন্তু সিলিং এ পৌছে গেলে আর বেতন বৃদ্ধি পায় না। বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হচ্ছে সাময়িক বরখাস্ত বা বিনা বেতনে ছুটি ভোগ অবস্থায় থাকা যাবে না। বেতন বৃদ্ধির ক্ষেত্রে ধাপ নির্দিষ্ট করে দেওয়া আছে সে মোতাবেক বেতন বৃদ্ধি পেয়ে থাকে। তবে বার্ষিক বেতন বৃদ্ধি গ্রেড ভিত্তিক চার্টের শেষ স্টেজে পৌছালে বেতন আর বাড়ে না।
বার্ষিক ইনক্রিমেন্ট কত টাকা হয়? ২০ গ্রেডে বিভক্ত সরকারি কর্মচারী তবে নিচের ১১-২০ পর্যন্ত গ্রেডে গুলো ধাপে গড়ে ৫০০ টাকার মতন বেতন বৃদ্ধি হয় যেখানে বেসরকারি কর্মচারীদের ন্যূনতম ১০০০-৩০০০ টাকা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। বর্তমানে বাজারের সাথে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রতি বছর কত বেতন বাড়বে তা কি আগেই নির্ধারিত? হ্যাঁ। বেতন বৃদ্ধি ক্ষেত্রে পিড়ামিড পদ্ধতি অনুসরণ করা উচিত যা জাতীয় বেতন স্কেল ২০১৫ তে অনুসরণ করা হয়নি। বার্ষিক বেতন বৃদ্ধি যোগ্য অযোগ্য সকল কর্মচারীদের ক্ষেত্রে একই, দক্ষ বা অদক্ষ বলে কোন বিবেচনা করা হয় না সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে, চাকরি একবার হয়ে গেলেই হলো ব্যাস ন্যূনতম বেতন বৃদ্ধি চলমান থাকবে।
Annual increment every year / 1st july is determined to be increased salary with 5%
increment stage is identify and determined / Salary will be revised every year with minimum 5% । ধরুন আপনি ১৭ গ্রেডে এবং আপনার মূল বেতন ২১৮০০ টাকা। তবে জেনে রাখুন এ বছর আর আপনার বেতন বাড়বে না কারণ আপনি সিলিং এ বা শেষ ধাপে পৌছে গেছেন।
Caption: Increment-2024 / increment stage is series mentioned above
বার্ষিক বেতন বৃদ্ধি অনলাইন ফিক্সেশন ২০২৪ । How to get increment sheet every year from online
- http://www.payfixation.gov.bd
- Next পবরর্তী
- টিক দিন Next পরবর্তী করুন
- ইনক্রিমেন্ট ক্লিক Increment Click
- বেসামরিক Civilian
- পেছনে যান
- NID Number জাতীয় পরিচয়পত্র নম্বর দিন
- Verification Number (এটি ২০১৫ সালে পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর, সার্ভিস বুক বা পূর্ববর্তী ইনক্রিমেন্ট কপিতে আছে)।
- Captch Entry
- Login
- Verification Code (মোবাইলে যাওয়া ওটিপি দিন)
- ওটিপি দিয়ে Validate করুন
- Select Year of increment
- Go Click করলেই সব তথ্য দেখাবে।
- প্রিন্ট আইকনে চাপ দিয়ে প্রিন্ট করুন।
ইনক্রিমেন্ট কখন বন্ধ থাকে?
সাধারণত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকে না। শুধুমাত্র সাময়িক বরখাস্ত ও বিনা বেতনে ছুটিতে থাকাকালীন সময়ের জন্য কোন বেতন বৃদ্ধি হয়। তাছাড়া যদি শাস্তি হিসেবে ইনক্রিমেন্ট স্থগিত রাখা হয় তবে বেতন বৃদ্ধি বন্ধ থাকে। অনেক সময় কর্তৃপক্ষ ১ বা একাধিক ইনক্রিমেন্ট স্থাগিত বা কমিয়ে দিতে পারে সেক্ষেত্রে শাস্তিযোগ্য অপরাধ প্রমানিত হলে। এছাড়াও যারা বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌছে গেছেন তাদেরও বেতন বৃদ্ধি হয়ে থাকে।
https://technicalalamin.com/pay-fixation-%E0%A5%A4-%E0%A7%A7-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%87/