Pension Calculation – Bangladesh Government has invented pension calculator which is actual and automatic system by Cafopfm-Pension and Fund Management. CAFOPFM is a unique website for GPF and Pension Management.

Cafopfm has made two pension calculator one is actual and another is show wrong results. You have to go through the link: https://www.cafopfm.gov.bd/calculator-pension.php. Information should be correct by input your self. You can calculate future pension calculation.

আপনি এখন পেনশন হিসাব সম্পর্কে কোন নিয়ম বা পদ্ধতি বা সূত্র না জানলেও আপনি খুব সহজেই ওয়েবসাইট ব্যবহার করে পেনশন হিসাব করে ফেলতে পারেন। পেনশন ক্যালকুলেশনের জন্য Shahaj uddin
Date of Birth, Date of joining,  Basic 17920 (with 1 increment for pension calculation), Retirement Date, এই তথ্যগুলো প্রয়োজন পড়বে। এসব তথ্য হাতে নিয়ে বসে পড়ুন একটি কম্পিউটারের সামনে আর নিজেই নিজেই বা অন্যের পেনশন হিসাব করে ফেলুন।

ঘরে বসেই অনলাইনে পেনশন হিসাব সেরে ফেলুন / Online Pension Calculation System

যে কেউ এখন অনলাইনে পেনশন হিসাব সেরে নিতে পারেন বা আপনার পেনশন হিসাব ঠিক আছে কিনা তা চেক করে নিতে পারেন।

Pension Calculator

ক্যাপশন: একজন কর্মচারীর পেনশন হিসাব করা হয়েছে যা ম্যানুয়াল হিসাবের সাথে মিলিয়ে দেখা হয়েছে।

পেনশন ক্যালকুলেটরে তথ্য ইনপুট করবেন যেভাবে দেখে নিন

  1. প্রথমে লিংকটি ভিজিট করুন: https://www.cafopfm.gov.bd/calculator-pension.php
  2. Click Pension Calculation and Input Date of Birth (জন্ম তারিখ ইনপুট করুন, দিনে ক্লিক করে দিন, মাসে ক্লিক করে মাস, বছরে ক্লিক করে বছর ইনপুট করুন।)
  3. Date of Retirement (যে তারিখে আপনি অবসরগ্রহণ করবেন, চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ)
  4. Date of Joining (যোগদানের তারিখ-দিন, মাস, বছর ক্লিক করে টাইপ করে ইনপুট করুন)
  5. Net Qualifying Service (সার্ভিস যদি ৫ বছর হয় তা সিলেক্ট করুন, সর্বোচ্চ ২৫ বছর দেখাতে পারবেন-বছর অনুসারে পেনশন অটো হিসাব হবে)
  6. Last Basic (শেষ মূল বেতনের সাথে একটি পেনশন নির্ধারণের জন্য ইনক্রিমেন্ট যোগ করে দেখাবেন)
  7. Amount of leave (Months)-লাম্প গ্র্যান্ট-এটি ০ রাখুন। অথবা আলাদা হিসাব করুন। অন্যথায় একটি ইনক্রিমেন্ট বেশি দেখাবে।
  8. ক্লিক ফলাফল
  9. Net Pension (অটো চলে আসবে)
  10. Total Gratuity (অটো হিসাব চলে আসবে)
  11. You are Doe

How to calculate pension by Manualy?

পেনশন হিসাব – প্রত্যাশিত শেষ বেতন*৯০%/২ হলেই মাসিক পেনশন আসবে। মাসিক পেনশনকে ২৩০ দিয়ে গুন দিলে আনুতোষিক আসবে। ধরুন কর্মচারীর পেনশনের সময় মূল বেতন ১৭,৯২০ টাকা। মূল বেতনের ৯০ শর্তাংশ ১৭,৯২০*৯০% = ১৬,১২৮ টাকা। ১৬,১২৮ টাকার অর্ধাংশ মাসিক পেনশন এবং অবশিষ্ট অর্ধাংশকে ২৩০ দিয়ে গুন করলে গ্র্যাচুইটি বা আনুতোষিক বের হবে। ১৬,১২৮/২ = ৮০৬৪ টাকা মাসিক পেনশন, ৮০৬৪*২৩০ = ১৮,৫৪,৭২০ টাকা আনুতোষিক বা গ্র্যাচুইটি।

সূত্র: https://www.cafopfm.gov.bd/calculator-pension.php