পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । সরকারি বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য? - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

সরকারি আদেশ ও তথ্য

পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । সরকারি বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য?

সরকারি চাকরি করে যাচ্ছে তবে পেনশন নিয়ে কোন কিছু জানেন না এমন অনেক কর্মচারী রয়েছেন-আপনি পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে নিজের পেনশন নিজেই নির্ধারণ করতে পারবেন-পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫

পেনশন নির্ধারণের পদ্ধতি কি? মূলবেতন X সর্বমোট চাকুরীর জন্য নির্ধারিত হার (%) + ২ = মোট টাকা।আনুতোষিক নির্ধারণের পদ্ধতিঃ- মূলবেতন x সর্বমোট চাকুরীর জন্য নির্ধারিত হার (%) ÷ ২ x আনুতোষিক হার= মোট টাকা।

উদাহারণ দিয়ে বোঝানো যাবে? হ্যাঁ। চলুন একজন সরকারী কর্মচারীর জন্ম তারিখ -০১/০৬/১৯৫৭খ্রি: তিনি ১৪/১২/৮৯ খ্রি: তারিখে চাকুরীতে যোগদান করিয়াছেন। তিনি ০১/০৬/২০১৭ তারিখে পেনশনে গমন করিবেন। তাহার মূল বেতন-৩৪০১০/- তিনি মোট চাকুরী করিয়াছেন ২৭ বছর ৫ মাস ১৭ দিন। তিনি কোন বিনাবেতনে ছুটি ভোগ করেন নাই। যে হারে মাসিক পেনশন ও আনুতোষিক প্রাপ্য হবেন তাহা উদাহরণ হিসাবে দেখানো হইলে । মাসিক পেনশন ৩৪,০১০/- X ৯০% + ২ = ১৫,৩০৪/৫০ টাকা + চিকিৎসা ভাতা ১৫০০/- সর্বমোট= ১৬,৮০৪/৫০ প্রতি মাস ।

এককালীন কিভাবে বের করে? আনুতোষিক ৩৪,০১০ X ৯০% + 2 = 15,304 / 50 X ২৩০= ৩৫,২০,০৩৫/- টাকা (পয়ত্রিশ লক্ষ বিশ হাজার পয়ত্রিশ) টাকা। ৬৫ বৎসর এবং তদুর্ধ্ব বয়সী পেনশনারগণ ০১/৭/২০০৯ হইতে ৫০% হারে মাসিক পেনশন ০১/৭/২০১০ হইতে চিকিৎসা ভাতা ১০০০/- টাকা হারে এবং জাতীয় বেতনস্কেল/২০১৫ অনুযায়ী ০১/৭/২০১৬ তারিখ হইতে ২৫০০/- টাকা হারে চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন ।

পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য প্রযোজ্য

জন্ম তারিখ হইতে ৫৯ বছর পূর্তির পরের দিন অর্থাৎ পরবর্তী জন্ম তারিখে পি আর এল শুরু এবং পরবর্তী জন্ম তারিখে পেনশন শুরু হয়।

রেফারেন্সঃ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় ভাণ্ডারিয়া, পিরোজপুর ।

পেনশনযোগ্য চাকুরীকাল ২০২৫ । মৃত বা অক্ষম চাকরিজীবীদের জন্য পেনশন টেবিল

  1. ৫ বছর ২১%
  2. ৬ বছর ২৪%
  3. ৭ বছর ২৭%
  4. ৮ বছর ৩০%
  5. ৯ বছর ৩৩%
  6. ১০ বছর ৩৬%
  7. ১১ বছর ৩৯%
  8. ১২ বছর ৪৩%
  9. ১৩ বছর ৪৭%
  10. ১৪ বছর ৫১%
  11. ১৫ বছর ৫৪%
  12. ১৬ বছর ৫৭%
  13. ১৭ বছর ৬৩%
  14. ১৮ বছর ৬৫%
  15. ১৯ বছর ৬৯%
  16. ২০ বছর ৭২%
  17. ২১ বছর ৭৫%
  18. ২২ বছর ৭৯%
  19. ২৩ বছর ৮৩%
  20. ২৪ বছর ৮৭%
  21. ২৫ বা তদুর্ধ্ব ৯০%

২৫ বছরের পূর্বে কি স্বেচ্ছায় বা ইচ্ছাকৃত ভাবে পেনশনে যাওয়া যায় না?

না। একজন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা (শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে) স্থায়ীভাবে অক্ষম (Invalid) ঘোষিত হলে, এবং স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকুরি থেকে ছাঁটাইয়ের ক্ষেত্রে উপরের টেবিল প্রয়োগ করা হয়। একজন পেনশনারের মাসিক পেনশনের পরিমাণ যাই হোক না কেন ৩১-০৭-২০১৫ ৫০% তারিখ হইতে তিনি সর্বনিম্ন ৩,০০০/- (তিন হাজার) টাকা পেনশন প্রাপ্য হবেন।

অবসরভোগীর বয়সপেনশন বৃদ্ধির হারমন্তব্য/ব্যাখ্যঅ
ক) ৬৫ বছরের কম৪০% একজন পেনশনারের মাসিক পেনশনের পরিমাণ যাই হোক না কেন ৩১-০৭-২০১৫ ৫০%
খ) ৬৫ বছর বা তদুর্ধ্ব৫০%তারিখ হইতে তিনি সর্বনিম্ন ৩,০০০/- (তিন হাজার) টাকা পেনশন প্রাপ্য হবেন।
https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8-%E0%A5%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *