QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ২০২৪ । অনলাইন খতিয়ানে সহকারী কমিশনারের স্বাক্ষরের প্রয়োজন নেই?
ভূমি সেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code) সংযুক্ত করা হয়েছে। যেটিতে ম্যানুয়াল কোন স্বাক্ষরের প্রয়োজন নেই। স্বাক্ষর ছাড়াই কিউআর কোড স্ক্যান করে ভেরিফাই করা যাবে তাই এটি যে কোন কাজে ব্যবহার যোগ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভূমি মন্ত্রণালয়
ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০
www.minland.gov.bd
নম্বর: ৩১.০০.০০০০.০৫৭.৩১.০০২.২২.৭; তারিখ: ১৮/০৭/২০২২
পরিপত্র
বিষয়: ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউটার কোড সংযুক্তকরণ।
ভূমি সেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code) সংযুক্ত করা হয়েছে।
২। কিউআর কোড যুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত ডিসিআর এর সমতুল্য এবং আইনগত ভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহার হবে।
৩। কিউআর কোড যুক্ত ডিসিআর ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর/খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন নেই।
৪। কিউআর কোর্ড অনলাইন ডিসিআর এবং কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ানের সঠিকতা যাচাইয়ের জন্য কিউআর (QR) কোডটি স্ক্যান করে মন্ত্রণালয়ের ই-নামজারি ওয়েবসাইটে (https:mutationland.gov.bd) যাচাই করা যাবে।
৫। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ানে সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল কোন স্বাক্ষরের প্রয়োজন নেই।
৬। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
মো: মোস্তাফিজুর রহমান, পিএএ
সচিব
ফোন: +৮৮০২৯৫৫৫০৪৩
ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউটার কোড সংযুক্তকরণ আদেশ: ডাউনলোড
Pingback: QR Code স্ক্যান করে খতিয়ান যাচাই করার নিয়ম ২০২৪ । খতিয়ান সঠিক কিনা তা কি নিশ্চিত হবেন? - Reportbd