GPF – General Provident Fund interest or profit rate revised every year, in 1985 gpf interest rate was 14.5% but now it is 13% only per Year by Simple interest rate is applicable. Monthly subscription rate is multiple by only 0.0845% only.

CAFOPFM is a separate branch only for pension and GPF fund management purpose. It will control Pension all over the country and GPF fund of all current Employee of Government of Bangladesh who is under pension or revenue Budget.

অর্থ বিভাগের সাম্প্রতিক পরিপত্র অনুযায়ী, প্রতি অর্থ বছরের শুরুতে মূল বেতনের সাথে বাৎসরিক ইনক্রিমেন্ট পাওয়ার পর সরকারি কর্মচারীগণ তাদের জিপিএফের চাঁদার পরিমান নির্ধারণ করতে পারবেন। যেসব সরকারি কর্মচারী iBAS++ ব্যবহার করে বেতন উত্তোলন করে থাকেন, তাদের জন্য iBAS++ এর জিপিএফ অপশনটি EDIT করার জন্য অগাস্ট মাসের বেতন দাখিলের সময় পর্যন্ত খোলা থাকবে। যারা এখনো iBAS++ এর বাইরে থেকে বেতন উত্তোলন করে থাকেন, তারা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে জিপিএফের চাঁদার পরিমান নির্ধারণ করতে পারবেন।

GPF and Pension Fund Management office / CAFOPFM.GOV.BD is a dedicated website for pension and fund management in Bangladesh

GPF related question and answer is available to cafopfm website / You can find Pension related answer also

Cafo Pension and Fund Management

Caption: General Provident Fund Related Quesion and Answer / GPF subscription is mandatory for Government employee

Answers of Gernal provident fund related Question from CAFOPFM

  1. একজন সরকারি কর্মচারী চাকুরীর মেয়াদ ২ বৎসর পূর্ণ হওয়ার পর এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারী কর্মচারী ইচ্ছা করলে ২ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেও তহবিলে যোগদান করতে পারবেন।
  2. চাঁদাদাতা তার পরিবারের সদস্য নয়, এমন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবনে না। চাঁদাদাতা যদি অবিবাহিত হন, তবে পিতা/মাতা/ভাই/বোনকে মনোনয়ন করতে পারবেন। তবে উক্ত কর্মচারীর পরিবার হওয়ার সংগে সংগে পরিবার বহির্ভূত ব্যক্তিকে মনোনয়ন দান সংক্রান্ত মনোনয়ন পত্র আপনা হইতে বাতিল হয়ে যাবে।
  3. মূল বেতনের সর্বোচ্চ ২৫% সর্বনিম্ন ৫%।
  4. নমিনি পরিবর্তন করা যায় তবে পরিবারের সদস্যের নামে নমিনি থাকলে, বিবাহ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর নামে নমিনি হয়ে যায়।
  5. বর্তমানে জিপিএফ এর সুদের হার ১৩%।
  6. ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪টি অগ্রিম নেয়ার সুযোগ আছে। তবে ৫২ বৎসর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিম এর ক্ষেত্রে নির্দিষ্ট নেই।
  7. আবেদনকারী জিপিএফ অগ্রিম এর আবেদন করলে ডেলিগেশন ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ অগ্রিম মঞ্জুর করেন।
  8. প্রথমে অগ্রিম উত্তোলনের জন্য স্ব-অফিসে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরী ইস্যু করে জিপিএফ অগ্রিমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে, হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দ্দিষ্ট জিপিএফ একাউন্টস এর পৃষ্টায় নোট উল্লেখ পূর্বক পরিশোধ করেন।
  9. অগ্রিম বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় না। বেতন হতে কিস্তির মাধ্যমে আদায় করা হয়।
  10. অগ্রিম উত্তোলন করলে অগ্রিম উত্তোলিত টাকা জিপিএফ স্থিতি হতে সমন্বয় হবে। যে মাসে অগ্রিম উত্তোলন করেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে উত্তোলিত টাকায় কোন সুদ প্রাপ্য হবেন না।
  11. অগ্রিম উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাবে গণ্য হবে।
  12. উত্তোলিত অগ্রিম জিপিএফ স্থিতি হতে বিয়োগ হয় বিধায় স্থিতি কমে যায়।
  13. বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বাড়ানো যায় না। তবে বিশেষ প্রেক্ষিতে বৎসরের মাঝখানে টাকা কমানো বাড়ানো যায়।
  14. জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য ৬৬৩ নং ফরম পূরণপূর্বক আবেদনকারী চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদন করবেন। স্ব-স্ব কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে হিসাবরক্ষণ অফিস কর্তৃক চূড়ান্ত উত্তোলনের অথরিটি ইস্যু করার জন্য পত্র জারী করবেন। হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর সমুদয় জিপিএফ হিসাবের সুদ ও আসল নির্ণয়পূর্বক অথরিটি ইস্যু করেন। উক্ত অথরিটির ভিত্তিতে স্ব স্ব সরকারি কর্তৃপক্ষ চূড়ান্ত পরিশোধের নিমিত্তে মঞ্জুরীসহ বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল করেন। অতপরঃ হিসাবরক্ষণ অফিস জিপিএফ চূড়ান্ত বিল পরিশোধ করেন।

When gpf can be changed?

GPF – GPF can be changeable or Increased and decreased in Salary of June but it can be change in july pay bill which is paid in august of Any year. ibas++ support to any change of gpf in july and it can be changed any time from Accounts office.

General Provident Fund Office Orders

https://technicalalamin.com/gpf-balance-check-bd-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/