সশস্ত্র বাহিনী রেশন ভাতা ২০২৫ । অবসরপ্রাপ্ত বয়স্ক প্রতি সদস্যের জন্য ১০০০ টাকা রেশন ভাতা পায়? - Technical Alamin
সরকারি আদেশ ও তথ্য

সশস্ত্র বাহিনী রেশন ভাতা ২০২৫ । অবসরপ্রাপ্ত বয়স্ক প্রতি সদস্যের জন্য ১০০০ টাকা রেশন ভাতা পায়?

সূচীপত্র

অর্থ বিভাগের সম্মতিপত্র অনুসারে ১ জুলাই ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে শর্তে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর আলোকে জেএসআই-০১/২০১৬-এর অধ্যায়-৬, চতুর্থ অংশ, অনুচ্ছেদ- ২৪ সংশোধনকরতঃ জেএসআই-২/২০০৬ এ বর্ণিত শর্তাবলী অনুযায়ী সশস্ত্র বাহিনীর পারিবারিক অবসরভাতাভোগীগণকে (ধর্মীয় শিক্ষকসহ) প্রাপ্ত রেশনভাতার হার প্রতি প্রাপ্ত বয়স্ক সদস্যের জন্য ১০০০ (একহাজার) টাকা ও প্রতি অপ্রাপ্ত বয়স্ক সদস্যের জন্য ৫০০ (পাঁচশত) টাকা পুনঃনির্ধারণের বিষয়ে সংশোধিত জেএসআই জারি করা হয়েছে– সশস্ত্র বাহিনী রেশন ভাতা ২০২৫

নতুন অর্ডার অনুসারে রেশন ভাতা কত? জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর আলোকে প্রণীত যৌথ বাহিনী নির্দেশাবলী ০১/২০১৬। সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, ক্যাডেট, মিডশীপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট আইএসএসবি প্রতিযোগীবৃন্দ, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির নিম্নের ব্যক্তিবর্গ, রিক্রুট, এনসি (ই), ধর্মীয় শিক্ষক এবং এমওডিসি ব্যক্তিবর্গ ও সমতুল্যদের বেতন, বেতন উপাদান, ভাতা এবং অবসরজনিত সুবিধাবলী নির্ধারণ করে। রেশনের পরিবর্তে রেশনভাতা। জেএসআই-২/২০০৬ এ বর্ণিত শর্তাবলী অনুযায়ী সশস্ত্র বাহিনীর পারিবারিক অবসরভাতাভোগীগণকে (ধর্মীয় শিক্ষকসহ) মাসিক নিম্নোক্ত হারে রেশনভাতা প্রদেয় হইবে, যথা: প্রতি প্রাপ্ত বয়স্ক সদস্য (১২ বৎসর এবং তদুর্ধ্ব সন্তানসহ) ১০০০ টাকা এবং প্রতি অপ্রাপ্ত বয়স্ক সদস্য (১২ বৎসরের নিম্নের সন্তান) ৫০০ টাকা এই রেশনভাতা ০১ জুলাই ২০২৪ তারিখ হইতে কার্যকর হয়েছে।

চাকরিরতদের ক্ষেত্রে কি কোন টাকা কাটা হয়? না। সশস্ত্র বাহিনীর অবসরভাতাভোগীর বেসামরিক সংস্থায় পুনঃনিযুক্তিতে বেতন নির্ধারণ: সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও, ওআর, এনসি(ই) এবং এমওডিসি ব্যক্তিবর্গ অবসর গ্রহনের পর বেসামরিক সংস্থায় (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংগঠনসহ) পুনঃনিযুক্ত হইলে পুনঃনিযুক্ত পদের বেতন হইত কোন পেনশন কর্তন/সমন্বয়যোগ্য হইবে না।

উৎসব ভাতা কিভাবে পায়? সশস্ত্র বাহিনীর সকল অবসরভাতাভোগীকে নীট পেনশনের সমপরিমাণ হারে বৎসরে ২টি উৎসব ভাতা প্রাপ্য হইবেন। ১০০% পেনশন সমর্পনকারীগণ, ১০০% পেনশন সমর্পন না করিলে যে পরিমাণ মাসিক নীট পেনশন প্রাপ্য হইতেন উক্ত পরিমাণ, প্রতি অর্থ বৎসরে দুইটি উৎসব ভাতা হিসাবে প্রাপ্য হইবেন। মাসিক নীট পেনশনপ্রাপ্ত অবসরভোগীদের নীট পেনশনের হার যে প্রক্রিয়ায় বৃদ্ধি করা হয় অনুরুপভাবে ১০০% পেনশন সমর্পনকারীদের ক্ষেত্রেও শুধু উৎসব ভাতা প্রাপ্তির জন্য নীট পেনশনের হার বৃদ্ধি পাইবে। তবে, এইক্ষেত্রে ১০০% পেনশন সমর্পণকারীগণ কোন বকেয়া প্রাপ্য হইবেন না।

বাহিনীর রেশন ভাতা ২০২৫ / রেশন ভাতা ৪১৮ টাকা হতে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছে

রেশন ভাতা বলতে সাধারণত সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি আর্থিক সুবিধাকে বোঝানো হয়। এর মূল উদ্দেশ্য হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে তাদের ও তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।আগে সাধারণত নির্দিষ্ট কিছু শ্রেণীর সরকারি কর্মচারীদের সরাসরি রেশন সামগ্রী (যেমন: চাল, ডাল, আটা, চিনি, তেল ইত্যাদি) সরবরাহ করা হতো। তবে, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এই সামগ্রীর পরিবর্তে এর সমপরিমাণ অর্থ রেশন ভাতা হিসেবে প্রদান করা হয়, যা সরাসরি বেতন বা ভাতার সাথে যুক্ত করে দেওয়া হয়।

Caption: Army Ration Facilites bangladesh

রেশন ভাতা জনপ্রতি ৪১৮ টাকা হতে বৃদ্ধি করে ১০০০ টাকা । কারা রেশন ভাতা পান?

  1. বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে জারিকৃত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু পেশাজীবী এই সুবিধা পেয়ে থাকেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো:

     

  2. সশস্ত্র বাহিনীর সদস্যগণ: সেনা, নৌ, ও বিমান বাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সদস্যরা রেশন ভাতা বা রেশন সুবিধা পান।

     

  3. পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ: পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই সুবিধার আওতাভুক্ত।

     

  4. কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ: কারা অধিদপ্তরের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরাও রেশন সুবিধা পান।

     

  5. অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠান: কিছু বিশেষায়িত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী এই সুবিধা পেয়ে থাকেন। এই ভাতার পরিমাণ এবং নিয়মাবলী সরকারের আর্থিক অবস্থা, মূল্যস্ফীতি এবং সংশ্লিষ্ট বাহিনীর চাহিদার ওপর ভিত্তি করে সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।

সর্বনিম্ন পেনশন কি ৩ হাজার টাকা?

হ্যাঁ। মাসিক নীট পেনশনগ্রহণকারী অবসরভাতাভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণও ২০% হারে বাংলা নববর্ষভাতা প্রাপ্য হইবেন। উল্লিখিত নববর্ষভাতা ১৪২৩ বঙ্গাব্দ হইতে প্রবর্তিত হইবে। বাংলা নববর্ষভাতা পাইবার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ১৪/১০/২০১৫ খ্রি তারিখের ০৭.০০.০০০০.১৭৩. ৪৪.০১৮.১৪-৭৮ নং স্মারক অনুসরণ করিতে হইবে। ৩০ জুন ২০১৫ তারিখ পর্যন্ত অবসরভাতাপ্রাপ্ত সকল প্রকার অবসরভাতাভোগীদের মাসিক নীট অবসরভাতা নিম্নোক্তভাবে বৃদ্ধি পাইবে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ কার্যকর হইবার তারিখ হইতে মহার্ঘভাতা (নীট পেনশনের ২০%) বিলুপ্ত হইবে। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নীট পেনশন ন্যূনতম পরিমাণ হইবে মাসিক ৩,০০০/- টাকা। অবসরজনিত সুবিধাবলী যাহার উল্লেখ এই যৌথ বাহিনী নির্দেশাবলীতে নাই তাহা বর্তমানে প্রচলিত শর্তে এবং হারে প্রদান অব্যাহত থাকিবে।

রেশনের জন্য কি টাকা কাটে?

বেশিরভাগ ক্ষেত্রে রেশনকে একটি সুবিধা হিসেবেই দেখা হয় এবং এর জন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না।যদি কোনো বিশেষ নিয়ম বা পুরোনো প্রথা অনুযায়ী নামমাত্র মূল্য কর্তন করা হয়, তবে তা খুবই সামান্য হয়।সাম্প্রতিক নীতিমালায় রেশনকে ভাতার অন্তর্ভুক্ত করায় এই ধরনের কর্তন প্রায় নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *