অনলাইনে নয় টেলিটক সিম ব্যবহার করে মোবাইলেই মেসেজ করে আবেদন করা যাবে – কোন বিষয়ে ফলাফল নিয়ে সন্তুষ্ট না হলে খাতা পুন:নিরীক্ষণের আবেদন করতে পারেন – Rescrutiny result 2022
রেজাল্ট নিয়ে সন্দেহ? –মাত্র ১২৫ টাকা ব্যয় করে আপনার সন্দেহজনক বিষয়টি আপনি পুন:নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যদি কোন ভুল/ত্রুটি থাকে তা বেরিয়ে আসবে। প্রতি বছরই বেশি কিছু রেজাল্ট রি-চেক করে সংশোধনী পাওয়া গেছে। তাই অবহেলা না হলে বিশ্বাস রেখে খাতা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করুন।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা ১ম পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।
মাত্র ১২৫ টাকা ফি দিয়ে খাতা পুন: নিরীক্ষণ করা যায় / SSC Result পুন: নিরীক্ষণ বিজ্ঞপ্তি ২০২২
উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Dha <Space> Roll Number <Space> 101 102 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
Caption: Rescrutiny result 2022
Rescrutiny result 2022 । খাতা পুন: নিরীক্ষনের আবেদন করার নিয়ম ২০২২
- আপনি ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা ১ম পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে send করুন 16222 নম্বরে।
- ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
- এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।
- Done
কোন প্রিন্ট কপি কি জমা দিতে হবে?
না। আবেদন সম্পন্ন করার পর আপনাকে কোথাও যোগাযোগ করতে হবে না। খাতা পুনরায় দেখার পর যদি কোন পার্থক্য বা ভুল পরিলক্ষিত হয় তবে আপনাকে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। অন্যদিকে আপনি অনলাইনে রেজাল্ট শীট পুনরায় বের করে পরিবর্তন দেখতে পাবেন।
SSC Result Re-Check 2022 । এসএসসি পরীক্ষা ২০২২ এর ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি