SEIP Project Bangladesh –বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills For employment Investment Program (SEIP) Tranche-3 এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( বিডব্লিউসিসিয়াই) এর তত্ত্বাবধানে নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর,খুলনা, বগুড়া, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী জেলার প্রশিক্ষণ কেন্দ্র এবং ৩মাস মেয়াদী ( ৬০কর্ম দিবস) প্রশিক্ষণ কোর্স সমূহে (অনাবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে।

Seip প্রজেক্টের ৫টি কোর্সে নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোন রকম ফি ছাড়াই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। দেশজুড়ে বিভিন্ন টিটিসিতে ২৫/০৫/২৩ হতে ২১/০৬/২৩ পর্যন্ত আবেদন করা এবং পরের মাসেই কোর্স গুলো শুরু হবে । কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

আগ্রহী নারী প্রার্থীদেরকে উল্লিখিত প্রশিক্ষণ কেন্দ্র অথবা সেইপ-বিডব্লিউসিসিআই প্রকল্প কার্যালয় (বাড়ী নং-২ (৩য় তলা), রােড নং ২৩সি, গুলশান-১, ঢাকা-১২১২) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে উল্লিখিত আবেদন জমার সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন (নিম্নোলিখিত প্রয়ােজনীয় কাগজপত্র সহ) জমা প্রদানের জন্য আহবান করা হচ্ছে। এছাড়াও উল্লিখিত প্রশিক্ষণ এলাকার স্থানীয় পত্রিকায় প্রকাশিতব্য বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার সুযােগ রয়েছে।

কোর্সে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ- প্রশিক্ষণ কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে; প্রশিক্ষণার্থীদের কম পক্ষে ৮০% উপস্থিতি থাকতে হবে; প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা এবং টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা হবে; প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে; কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানে সহায়তা করা হবে;

কোর্স ফি তো লাগবেই না বরং দৈনিক ভাতা পাওয়া যাবে / সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন ও প্রসারে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযােগিতা করা হবে।

SEIP Training for woman

আবেদন ফরম সংশ্লিষ্ট কেন্দ্র হতে সংগ্রহ করতে হবে।

বিনামূল্যে ভর্তির যোগ্যতা বা আবেদনের শর্ত সমূহ ২০২৩ । নারীদের জন্য প্রযোজ্য

  1. সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর এর নারী;
  2. বিউর্টিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ফুড এন্ড বেভারেজ এবং মােবাইল ফোন সার্ভিসিং কোর্সের জন্য কমপক্ষে এস. এস. সি পাশ এবং আইটি ফ্রিল্যান্সি কোর্সের জন্য কমপক্ষে এইচ,এস,সি পাশ আবেদন ফর্মে যােগাযােগের জন্য প্রথম যে মােৰাইল নম্বর দেয়া হবে সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিস্ট্রিকৃত সিম হতে হবে;
  3. প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহবান করা হচ্ছে। একজন প্রার্থী একটি প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন (SE IP এর প্রশিক্ষণ যিনি পূর্বে যে কোন ইনস্টিটিউট থেকে যে কোন বিষয়ের ওপর যদি নিয়ে থাকেন তিনি এই প্রশিক্ষণ কোর্সের জন্য বিবেচিত হবেন না); নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০% উপস্থিত থাকার আগ্রহী হতে হবে;
  4. শুধুমাত্র বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ আবেদনকারীদের নির্দিষ্ট আসন সংখ্যা অনুযায়ি ভর্তি নিশ্চিত করা হবে;
  5. প্রশিক্ষণসমূহ ২০২১ সালের জানুয়ারী থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে চলছে এবং নির্দিষ্ট আসন সংখ্যালক্ষ্যমাত্রাবিবেচনায় কোর্স সমূহ আয়ােজিত হবে;
  6. সংখ্যালঘু ক্ষুদ্ধ নৃগােষ্টি প্রতিবন্ধীবিধবা নারীদের অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে;
  7. যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলাে অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত এবং সময়মত অথর্ধ পুরাে মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, মাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;
  8. প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময়সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Seip কোর্সে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে?

আবেদন ফর্ম এর সাথে প্রয়ােজনীয় কাগজপত্র –  সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের ছবি; জাতীয় পরিচয় পত্রের ফটোকপি; সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি(এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে) এবং বিস্তারিত জানতে শিল্প প্রশিক্ষণ কেন্দ্র বা বিডব্লিউসিসিআই, বাড়ী – ২ (৩য় তলা), রোড নং ২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২, ফোন: +৮৮-০২-২২২১২৬১৫২৬ নম্বরে যোগাযোগ করুন।

SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2023 । সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং দৈনিক যাতায়াত ১০০ টাকা এবং টিফিন ৫০ টাকা বিজ্ঞপ্তি PDF Download