দালাল হতে সাবধান– জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ফেসবুক, টুইটার এবং হোয়াটস অ্যাপে দালাল ভরে গেছে। বেশির ভাগই প্রতারক। বাংলাদেশের নাগরিকদের প্রয়োজন ও দরকারের সুযোগ নিয়ে এরা প্রতারণা করেই চলেছে। প্রশাসন যদিও কিছু প্রতারক ও সোস্যাল মিডিয়া এনআইডি কারসাজীদের ধরছে তবু যেন এরা কমছে না। অন্যায় বা অযৌক্তিক সংশোধনের জন্য সাধারণ মানুষ এসব প্রতারকের ফাঁদে পড়ছে। NID correction । ঘরে বসে অনলাইনে NID কার্ড সংশোধন করুন

সবাই যে অনলাইনেই সমাধান পাবেন ব্যাপারটি এমন নয়, তবে বেশির ভাগ ক্ষেত্রে যুক্তিসংগত প্রমানক সহ আবেদন করলে সংশোধন কাজটি হয়ে যায়। তাই প্রথমেই আপনি সঠিক ও গ্রহনযোগ্য ডকুমেন্ট দিয়ে আবেদন করুন দেখবেন ৩ দিন হতে ৩ মাসের মধ্যে সংশোধনীর আবেদনটি অনুমোদন হয়েছে। আমাদের কাছে অনেকেরই অভিযোগ আপত্তির মেসেজ পাওয়ার পর আর কোন রিপ্লাই পাচ্ছে না। মূলত সংশোধনীর আবেদন এত বেশি যে, পুনরায় আপনার সিরিয়াল আসতে একটু সময় লেগে যায়। অনুগ্রহ করে প্রথমে সঠিক ডকুমেন্ট আপলোড করে আবেদন করুন। আসুন ভাল করে পড়ে জেনে নিই মূলত কোন সংশোধনীর জন্য কোন ডকুমেন্টটি আপলোড দিবেন। NID Correction Online Application Steps by ECS । কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন

জাতীয় পরিচয়পত্র ধারীর নাম সংশোধন ২০২৫

আপনার নামের প্রথম অংশ বা শেষ অংশ ইংরেজী বা বাংলা যাই ভুল হোক না কেন আপনি সঠিক ডকুমেন্ট দাখিল করতে হবে। বাংলা ও ইংরেজী এবং জন্ম তারিখ সংশােধনের ক্ষেত্রে যে ডকুমেন্ট লাগবে।

ক) শিক্ষাগত যােগ্যতা নূন্যতম এস,এস,সি/সমমান হইলে এস,এস,সি/সমমানের সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।

খ) শিক্ষাগত যােগ্যতা নূন্যতম এস,এস,সি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোন সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরীর সার্ভিস বহিঃ, অফিস স্মারকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়ন পত্র, সংশিষ্ট দপ্তর। প্রধান কর্তৃক স্মারক নং সহ নির্বাচন অফিসার বরাবর আবেদন, মাছলি পেমেন্ট অর্ডার (এমপিও) কপি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি।

গ) অন্যান্য ক্ষেত্রেঃ জাতীয় পরিচয়পত্র ধারীর পাসপাের্ট/অনলাইন জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স/কাবিননামার সত্যায়িত অনুলিপি।

ঘ) নামের আমুল পরিবর্তনের ক্ষেত্রেঃ আবেদনকারীর নামের আমূল পরিবর্তন হলেও তিনি যে একই ব্যক্তি তার যথার্থতা সম্পর্কে গ্রহণযােগ্য দলিলাদি (এস,এস,সি/সমমান সনদ/পাসপাের্ট/চাকুরীর বহিঃ/মাস্থলী পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র (যার ক্ষেত্রে যেটি প্রযােজ্য। এছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি।

ঙ) ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রেঃ ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযােগ্য দলিলাদি (এস,এস,সি/সমমান সনদ/পাসপাের্ট/চাকুরীর সার্ভিস বহি বা খতিয়ান বই এর তৃতীয় পৃষ্ঠার সত্যায়িত কপি/মাস্থলী পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রাইভিং লাইসেন্স (যার ক্ষেত্রে যেটি প্রযােজ্য)। নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৪ । Documents for new Voter Enlisted

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রাদি / স্মার্ট কার্ড বা স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির শর্তসমূহ ২০২৫

পিতা-মাতার নাম সংশােধনের ক্ষেত্রে যে ডুকমেন্ট লাগবেনই- জাতীয় পরিচয়পত্র ধারীর এস,এস,সি, বা সমমান সনদপত্র, জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র ধারীর পিতা, মাতা, ভাই ও বােনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card bd

জাতীয় পরিচয়পত্র সংশােধনের জন্য করণীয় ২০২২

ঠিকানা (বাসা/হােল্ডিংগ্রাম/রাস্তা/ডাকঘর) সংশােধনের ক্ষেত্রে সঠিক ঠিকানার স্বপক্ষে দলিল/টেলিফোন/গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্র/বাড়ি ভাড়া রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

জাতীয় পরিচয়পত্রে অন্যান্য সংশোধনের ক্ষেত্রে জরুরি প্রমানক ২০২৫

  • রক্তের গ্রুপ সংযােজন ও সংশােধনের ক্ষেত্রে- উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে।
  • শিক্ষাগত যােগ্যতা সংশােধনের ক্ষেত্রে- জাতীয় পরিচয়পত্র ধারীর সর্বোচ্চ শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
  • অন্যান্য যে কোন সংশােধনের ক্ষেত্রে উক্তরূপ সংশােধনের স্বপক্ষে উপযুক্ত সনদ, দলিল ইত্যাদি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
  • আবেদন দাখিলের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনের বিষয়ে আবেদনকারীর ব্যক্তিগত শুনানী গ্রহণ করবেন এবং ব্যক্তিগত শুনানি গ্রহণ করিয়া করে সন্তুষ্ট না হয়ে উক্ত আবেদন নামঞ্জুর করলে উক্ত নামঞ্জুরের আদেশ প্রাপ্তির তারিখ হতে ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে আবেদনকারী বা, ক্ষেত্রমত তার আইনানুগ অভিভাবক উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।
  • অসম্পূর্ণ বা ক্রটিপর্ণ আবেদন বাতিল বুলিয়া গণ্য হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল হলে আপিল যায় কি?

আঞ্চলিক অফিসে আপনার এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়ে যায় তাহলে এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের নিকট আপিল করতে পারবেন। এক্ষেত্রে আগের আদেশের ৪৫ দিনের মধ্যে আপিল করতে হবে। সেখানেও যদি আপনার আপিল না টিকে তাহলে সর্বশেষ পন্থা হিসাবে নির্বাচন কমিশন বরাবর আপিল করা যাবে। এখানেও আগের মত ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র যুক্ত করে লিখিত দরখাস্তের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর আপিল করবেন। Service.nidw.gov bd । নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪

বিশেষ সতর্ক: কোন ভাবেই প্রতারকের ধারস্থ হবেন না। সরাসরি নির্বাচন কমিশনের অফিসে যান অথবা অনলাইনে আবেদন করুন নিজেই। কোন ধান্ধাবাজ বা ধোকাবাজের স্বরণাপন্ন হয়ে বিকাশ/রকেট মাধ্যমে অর্থ প্রদান করবেন না। যেকোন হেল্পের জন্য ১০৫ এ কল করুন। ধন্যবাদ