SIM Registration Check by SMS । NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখে নিন - Technical Alamin
Latest News

SIM Registration Check by SMS । NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখে নিন

Check your SIM No by sending sms – Check SIM no. by NID number – Use your mobile and NID Number to check Total Sim Registration 2024

কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার এনআইডি দিয়ে? –সিম রেজিস্ট্রেশন শুরুর দিকে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অন্যের এনআইডি ব্যবহার করত কুচক্রীরা। বর্তমানে তার ব্যবহার কমে এসেছে। তবু সতর্ক থাকুন, আপনার এনআইডি দিয়ে কেউ যাতে সিম রেজিস্ট্রেশন করে ব্যবহার বা ক্রাইম করতে না পারে সেদিকে খেয়াল রাখতেই এই ব্যবস্থা।

আপনি আপনার বাটন ফোন অথবা স্মার্ট ফোনে মাত্র একটি কোড ডায়াল করে আর এনআইডি নম্বরের শেষ ৪ ডিজিট ব্যবহার করেই জেনে নিতে পারেন আপনার নামে মোট কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। যদি অযাচিত কোন সিম আপনার রেজিস্ট্রেশন তালিকায় থাকে তবে দ্রুত সংশ্লিষ্ট অপারেটরে যোগাযোগ করে পূর্ণ সিম নম্বরটি জেনে নিয়ে ব্যবহার নিন।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝামেলা এড়াতে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা সহজেই জেনে নিতে পারেন। যে কোনো মোবাইল থেকে কল অপশনে গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। বাটন মোবাইলে Answer করে NID লাষ্ট ৪ ডিজিট লিখে Ok করলেই সমস্ত সিম নম্বর ১৭৪৫******৩৪ এমন সিম সংখ্যা সহ চলে আসবে।

বাটন বা স্মার্ট ফোনে চেক করুন কয়টি সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে / খুব সহজেই যাচাই করা যায় সিম সংখ্যা

Check Your Sim Number by Click *16001# and input Your last 4 digit of National ID CARD

Check your sim registration

Caption: According to BTRC Instruction you have to check your sim details frequently

আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম সংখ্যা দেখার উপায় ২০২৩ ।যাচাই করুন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

  1. Dial *16001# (any mobile operators)
  2. Now enter the last 4 digits of your NID/National ID
  3. In the reply message, you’ll receive the numbers of registered SIM under the NID

অপরিচিত বা Unknown নম্বর আপনার এনআইডিতে রেজিস্ট্রেশন করা থাকলে করণীয় কি?

অজানা সিম রেজিস্ট্রেশন? –আপনি আপনার মোবাইলে *১৬০০০১# ডায়াল করে এনআইডি নম্বরের শেষ ৪ সংখ্যা ইনপুট করে ফিরতি মেসেজে আসা মোবাইল নম্বরের লিস্টে যদি অযাচিত কোন মোবাইল নম্বর রেজিস্ট্রেশন পান তবে তাৎক্ষনিক ওই অপারেটরের কাষ্টমার কেয়ারে গিয়ে ০১৭১৩****৬৫ ওই নম্বরটির পূর্ণ মোবাইল নম্বরটি জেনে নিন এবং নিকটস্থ থানায় একটি জিডি করে রাখুন। উক্ত নম্বরটি যে আপনি ব্যবহার করেন না এবং অন্য কেউ রেজিস্ট্রেশন করেছে তা জিডিতে স্পষ্ট করে লিখুন। এতে করে ওই সিম দিয়ে কোন ক্রাইম হলে আপনি দায়ী থাকবেন না এবং পরবর্তী কোন ঘটনা ঘটলে পুলিশ আপনাকে দায়ী বা গ্রেফতার করবে না।

যেভাবে সিম সংখ্যা চেক এবং নাম্বার চেক করবেন

আপনার নামে নিবন্ধিত সিম/ রিম সংখ্যা এবং নাম্বার জানতে ডায়াল করুন *১৬০০১# (বিনামূল্যে)

নিচের কোড গুলো ডায়াল করে চেক করুন রেজিস্ট্রেশন স্ট্যাটাস

OperatorsReg. Check CodeStatus Check Code
Robi*1600*3#*1600*1#
AirTel*121*4444#
Banglalink*1600*2#*1600*1#
Grameen Phonetype “info” send to 4949
Teletalktype “info” send to 1600

প্রশ্নোত্তর:

যদি অপরিচিত সিম দেখা যায়?

উত্তর: কাস্টমার কেয়ারে গিয়ে অফ বা বন্ধ করে দিবেন।

কেউ কি আমার এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারবে?

উত্তর: হ্যাঁ। পারবে। তাই তো যাচাই করে দেখতে হবে।

https://reportbd.net/sim-registration-check-2022-%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0/

One thought on “SIM Registration Check by SMS । NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *