ibas++ help line – প্রায়ই আমরা আইবাস++ ব্যবহার নিয়ে সমস্যায় পড়ি। আইবাস++ বর্তমানে সরকারি বাজেট প্রস্তুত এবং বেতন ভাতাদি প্রদানে আইবাস++ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রথমত আইবাস++ সমস্যা সমাধানে প্রথমে আপনার সহকর্মীর সাহায্য নিন এবং অন্য দপ্তরের ইউজারের কাজে সমস্যাটি শেয়ার করতে পারেন কারণ আইবাস++ নিচের হেল্পলাইনগুলোতে কল করলেই যে সমাধান তাৎক্ষনিক পাবেন এমনটি নয়। তাছাড়া সার্ভার সমস্যা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।

দ্বিতীয়ত, আপনি আইবাস++ সমস্যা ও সমাধান সংক্রান্ত ফেসবুক গ্রুপের সাহায্য নিয়েও আপনার সমস্যা সমাধাণ করতে পারেন। iBAS++ Problems and Solutions (আইবাস++ সমস্যা ও সমাধান) গ্রুপের কমেন্টসগুলোও আপনার সমস্যা সমাধানে হেল্প করবে।

আইবাস++ সমস্যা ও সমাধানে করণীয়/ আইবাস++ হেল্প লাইন

নিচের আইবাস++ হেল্প লাইন ব্যবহার করে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারেন।

iBAS++ Helpline Number

Caption: Ibas++ phone number / ibas++ help number to communicate

Helpline for possible solution for ibas++ problems

  1. First of All Try yourself-Such as Check Data Entry, Check GPF Installment Starting Date, Loan and Advance Installment check
  2. Make sure server is ok. Server is working well
  3. Check Possible solution manual
  4. আইবাস++ নিয়ে প্রশ্নগুলো দেখুন সেখানে সমাধান পান কিনা
  5. Submit your problems from ibas++ help desk from your ibas++ user id
  6. Rather than you can post your problem in iBAS++ Problems and Solutions (আইবাস++ সমস্যা ও সমাধান)

আইবাস++ সমস্যার সমাধান সংক্রান্ত কি কোন বই আছে?

সিজিএ অফিসের একজন অডিটর তিনি আইবাস++ সংক্রান্ত একটি বই লিখেছেন সেটি ক্রয় করেই আপনি সমস্যার সমাধান করা যেতে পারে। আইবাস++ একটি ডায়নামিক সফটওয়্যার যার নতুন নতুন সমস্যার উদ্ভব হবে। এগুলো সমাধানে ইউজারকে অনেক বেশি সচেতন এবং এ সংক্রান্ত জ্ঞান থাকা জরুরী। চাইলে আপনি সর্বশেষ আপনার সমস্যার লিখে এবং স্ক্রীন সর্ট দিয়ে alaminmia.tangail@gmail.com এ মেইল করতে পাবেন।